কলকাতা, 8 নভেম্বর: দেশভক্তির নামে বিজ্ঞানের অগ্রগতি অবরুদ্ধ করার বিরুদ্ধে লড়াইয়ে নামল সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক । বিজ্ঞানমনস্কতার প্রসারকে সামনে রেখে ভারত জোড়া অভিযান শুরু করল তারা । 7 নভেম্বর মঙ্গলবার বিজ্ঞানী সিভি রমন ও মাদাম কুরির জন্মদিনে 23টি রাজ্যের চল্লিশটি বিজ্ঞান সংগঠন একসঙ্গে 'সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান' শুরু করেছে ।
বাংলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই কর্মসূচির দায়িত্ব নিয়েছে । এই প্রচার চলবে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পর্যন্ত । আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাজুড়ে মোট 5টি সাইকেল মিছিল সাংস্কৃতিক যুক্তিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞানের বার্তা পৌঁছে দেবে । তার মধ্যে কোচবিহার ও মালদা থেকে দুটি মিছিল শুরু হয়ে 23 জানুয়ারি শিলিগুড়িতে শেষ হবে । পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু হওয়া তিনটি মিছিল 30 জানুয়ারি কলকাতায় মিলিত হবে ।
একইসঙ্গে, রাজ্যের প্রতিটি বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে । সেই সব মেলাতে সাংস্কৃতিক কর্মসূচির সঙ্গে পোস্টার, স্লাইড বক্তৃতা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞানের ক্যালেন্ডার প্রচার, পুস্তিকা প্রচার, অলৌকিকতার বিরুদ্ধে অনুষ্ঠান, রাতের আকাশ দেখা, কৃষিমেলা, শিশুবিজ্ঞান উৎসব, রান্নাঘরে বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে সমাজের সমস্ত অংশের মানুষকে শামিল করা হবে ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেন, "কেন্দ্রীয় সরকারি পৃষ্ঠপোষকতায় অপবিজ্ঞানে উৎসাহ দেওয়া, পাঠক্রম থেকে মৌলিক বিজ্ঞান ধারণার প্রয়োজনীয় বিষয়গুলো বাতিল করা, ধর্মীয় পুঁথিকে বিজ্ঞানের আকর বলে চিহ্নিত করা, হিন্দু ধর্মতত্ত্বকে ভারতীয় দর্শন ও হিন্দু পৌরাণিক কাহিনীগুলোকে বিজ্ঞান বলে দাবি ক্রমশই বাড়ছে । ভারতের প্রাচীন জ্ঞান ভান্ডারের নামে জ্যোতিষচর্চা ও বৈদিক গণিতকে পাঠ্য করা হচ্ছে । হিন্দুতে এমএ নামে কোর্স চালু হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে । এইসব অবৈজ্ঞানিক কাজগুলোর সঙ্গে তাল মিলিয়ে 2013-2017-র মধ্যে চারজন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক মানুষকে খুন করা হয়েছে । তাঁদের খুনিরা ধরা পড়েনি আজও । কিন্তু খুনের সঙ্গে জড়িত সন্দেহে আজ পর্যন্ত যাঁদের ধরা হয়েছে, তাঁরা সকলেই এক বিশেষ ধর্মের গোঁড়া অনুরাগী । সমালোচিত হওয়া সত্ত্বেও সম্প্রতি চন্দ্রযান বিষয়ে নানা বয়সের উপযোগী কিছু বই এনসিইআরটি প্রকাশ করেছে । সেই বইগুলি বহু অবৈজ্ঞানিক ও মনগড়া ধারণায় ভরা ।"
আরও পড়ুন: চন্দ্রযানের অবৈজ্ঞানিক মডিউল পাঠ্যসূচিতে, এনসিইআরটি’র বিরুদ্ধে সরব বিজ্ঞান মনস্করা
অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আশা মিশ্র এক বিবৃতিতে বলেছেন, "যুক্তিবর্জিত, বিশ্বাসনির্ভর, ও বৈজ্ঞানিক চেতনা বিচ্ছিন্ন করে যদি আজকের প্রজন্মকে এভাবে গড়ে তোলার চেষ্টা করা হয়, তবে আগামী দিনে ভারত মৌলিক বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বহুগুণ পিছিয়ে পড়বে । সেইসঙ্গে মত প্রকাশ ও ভিন্নমত হওয়ার অধিকার আজ কেড়ে নেওয়া হচ্ছে । ধর্মনিরপেক্ষ চিন্তা ও বিচারের পরিবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে । এর ফলে বিজ্ঞানের বিকাশ ও প্রসার বাধা পাচ্ছে । আক্রান্ত বিজ্ঞান, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা । বিপন্ন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, দেশের স্বনির্ভরতা ও সার্বভৌমত্ব । এই পরিপ্রেক্ষিতে বিজ্ঞান মনস্কতার প্রসারকে মুখ্য উপজীব্য করে ভারতজুড়ে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের কর্মসূচি হাতে নিয়েছে ।"