ETV Bharat / state

Presidency University: কলকাতায় এই প্রথম, প্রেসিডেন্সিতে চালু হচ্ছে অ্য়াস্ট্রোফিজিক্সের পূর্ণাঙ্গ বিভাগ - স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স

প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ে (Presidency University) চালু হতে চলেছে অ্য়াস্ট্রোফিজিক্সের (School of Astrophysics) সম্পূর্ণ বিভাগ ৷ কলকাতায় এই ধরনের উদ্যোগ এই প্রথম ৷

School of Astrophysics to start in Presidency University
Presidency University: কলকাতায় এই প্রথম, প্রেসিডেন্সিতে চালু হচ্ছে অ্য়াস্ট্রোফিজিক্সের পূর্ণাঙ্গ বিভাগ
author img

By

Published : Nov 28, 2022, 7:51 PM IST

কলকাতা, 28 নভেম্বর: এই প্রথম কলকাতার কোনও বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে অ্য়াস্ট্রোফিজিক্সের (School of Astrophysics) সম্পূর্ণ বিভাগ ৷ শতাব্দী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ে (Presidency University) চালু হতে চলেছে এই নয়া বিভাগ ৷ এর আগে পদার্থবিদ্যা বিভাগে (Department of Physics) এই বিষয়টি আলাদাভাবে পড়ানো হলেও পূর্ণাঙ্গ কোনও বিভাগ ছিল না ৷ এই পদক্ষেপের জেরে পড়ুয়ারা ভীষণভাবে উপকৃত হবেন এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তাঁদের মধ্যে আগ্রহও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুচেতনা চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষেই এই নয়া বিভাগ চালু হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে এই বিভাগের মোট আসনসংখ্যা থাকছে 10 ৷ আপাতত দু'বছরের এমএসসি 'কারিকুলাম' শুরু করা হচ্ছে ৷ সুচেতনা নিজেই এই বিভাগের ছাত্রছাত্রীদের পড়াবেন ৷ সঙ্গে থাকবেন তাঁর আরও দুই সহকর্মী ঋতবান চট্টোপাধ্যায় ও সৌম্যদীপ সামুই ৷

আরও পড়ুন: এসএফআই-টিএমসিপি বিবাদে উত্তাল কলেজ স্ট্রিট

নয়া বিভাগ সম্পর্কে সুচেতনা বলেন, "2013 সাল থেকেই পদার্থবিদ্যা বিভাগের এমএসসিতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে 'স্পেশালাইজেসন' করানো হয় ৷ পাশাপাশি স্নাতকস্তরে অ্যাস্ট্রোফিজিক্স 'ইলেক্টিভ পেপার' হিসাবে পড়ানো হয় ৷ স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে পড়ুয়াদের থেকে খুব ভালো সাড়া পেয়েছি আমরা ৷ আর সেটা দেখেই কর্তৃপক্ষের তরফে একটি পূর্ণাঙ্গ স্কুল চালু করার পরিকল্পনা করা হয় ৷ যাতে শুধুমাত্র অ্যাস্ট্রোফিজিক্স নিয়েই বিশদে পড়াশোনা করার সুযোগ পান পড়ুয়ারা ৷ এর ফলে যাঁরা এই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা বা গবেষণা করতে চান, তাঁদের বিশেষ সুবিধা হবে ৷"

নয়া উদ্যোগ নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ ৷

সুচেতনা আরও জানিয়েছেন, অ্য়াস্ট্রোফিজিক্সের পাঠক্রম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে থিয়োরির পাশাপাশি প্র্য়াকটিক্যালেরও প্রচুর সুযোগ থাকে ৷ বর্তমানে ভারতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে ৷ এই বিষয়ের উপর প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে ৷ বিরাট বিরাট সব প্রজেক্ট হচ্ছ ৷ অর্থাৎ, অ্য়াস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ থাকবে ৷ তাঁরা বিভিন্ন স্তরে কাজের সুযোগ পাবেন ৷ বর্তমানে কলকাতার হাতে গোনা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হয় ৷ কিন্তু, কোথাওই অ্যাস্ট্রোফিজিক্সের পূর্ণাঙ্গ বিভাগ নেই ৷ তাই প্রেসিডেন্সির মতো দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স চালু হলে পড়ুয়াদের খুবই সুবিধা হবে ৷ আগামী দিনে এই বিভাগের আসন সংখ্য়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷

কলকাতা, 28 নভেম্বর: এই প্রথম কলকাতার কোনও বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে অ্য়াস্ট্রোফিজিক্সের (School of Astrophysics) সম্পূর্ণ বিভাগ ৷ শতাব্দী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ে (Presidency University) চালু হতে চলেছে এই নয়া বিভাগ ৷ এর আগে পদার্থবিদ্যা বিভাগে (Department of Physics) এই বিষয়টি আলাদাভাবে পড়ানো হলেও পূর্ণাঙ্গ কোনও বিভাগ ছিল না ৷ এই পদক্ষেপের জেরে পড়ুয়ারা ভীষণভাবে উপকৃত হবেন এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তাঁদের মধ্যে আগ্রহও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুচেতনা চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষেই এই নয়া বিভাগ চালু হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে এই বিভাগের মোট আসনসংখ্যা থাকছে 10 ৷ আপাতত দু'বছরের এমএসসি 'কারিকুলাম' শুরু করা হচ্ছে ৷ সুচেতনা নিজেই এই বিভাগের ছাত্রছাত্রীদের পড়াবেন ৷ সঙ্গে থাকবেন তাঁর আরও দুই সহকর্মী ঋতবান চট্টোপাধ্যায় ও সৌম্যদীপ সামুই ৷

আরও পড়ুন: এসএফআই-টিএমসিপি বিবাদে উত্তাল কলেজ স্ট্রিট

নয়া বিভাগ সম্পর্কে সুচেতনা বলেন, "2013 সাল থেকেই পদার্থবিদ্যা বিভাগের এমএসসিতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে 'স্পেশালাইজেসন' করানো হয় ৷ পাশাপাশি স্নাতকস্তরে অ্যাস্ট্রোফিজিক্স 'ইলেক্টিভ পেপার' হিসাবে পড়ানো হয় ৷ স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে পড়ুয়াদের থেকে খুব ভালো সাড়া পেয়েছি আমরা ৷ আর সেটা দেখেই কর্তৃপক্ষের তরফে একটি পূর্ণাঙ্গ স্কুল চালু করার পরিকল্পনা করা হয় ৷ যাতে শুধুমাত্র অ্যাস্ট্রোফিজিক্স নিয়েই বিশদে পড়াশোনা করার সুযোগ পান পড়ুয়ারা ৷ এর ফলে যাঁরা এই বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা বা গবেষণা করতে চান, তাঁদের বিশেষ সুবিধা হবে ৷"

নয়া উদ্যোগ নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ ৷

সুচেতনা আরও জানিয়েছেন, অ্য়াস্ট্রোফিজিক্সের পাঠক্রম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে থিয়োরির পাশাপাশি প্র্য়াকটিক্যালেরও প্রচুর সুযোগ থাকে ৷ বর্তমানে ভারতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে ৷ এই বিষয়ের উপর প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে ৷ বিরাট বিরাট সব প্রজেক্ট হচ্ছ ৷ অর্থাৎ, অ্য়াস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ থাকবে ৷ তাঁরা বিভিন্ন স্তরে কাজের সুযোগ পাবেন ৷ বর্তমানে কলকাতার হাতে গোনা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হয় ৷ কিন্তু, কোথাওই অ্যাস্ট্রোফিজিক্সের পূর্ণাঙ্গ বিভাগ নেই ৷ তাই প্রেসিডেন্সির মতো দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স চালু হলে পড়ুয়াদের খুবই সুবিধা হবে ৷ আগামী দিনে এই বিভাগের আসন সংখ্য়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.