ETV Bharat / state

Kolkata Municipal Corporation: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে - প্রশিক্ষিত কর্মীর অভাব কলকাতা পৌরনিগমে

কলকাতায় জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা হাম এবং রুবেলার টিকাকরণ ৷ তার আগে প্রশিক্ষিত কর্মীর অভাবের বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরকর্তাদের (Kolkata Municipal Corporation) ৷

ETV Bharat
KMC vaccination
author img

By

Published : Dec 6, 2022, 11:01 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই কলকাতায় শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে ৷ তবে প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে স্বাস্থ্য কর্তাদের (scarcity of vaccinators at KMC) ৷

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে জানুয়ারি থেকেই কলকাতায় শিশুদের হাম এবং রুবেলার টিকা দেওয়ার ৷ এক মাস ধরে চলবে এই টিকাকরণ কর্মসূচি । কিন্তু টিকাকরণের আগে প্রশিক্ষিত কর্মীর অভাবের বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের (child vaccination in Kolkata) ৷ কলকাতা কর্পোরেশনের তরফে রাজ্যকে এমনটাই জানানো হয়েছে বলে খবর ।

এই টিকাকরণ নিয়ে বেসরকারি স্কুলগুলির উদাসীনতার বিষয়টিও পৌরনিগমের তরফে রাজ্যের স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ৷ কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পৌর স্বাস্থ্য আধিকারিকদের দাবির ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষে বেসরকারি স্কুলগুলি চিঠি পাঠানো হবে, যাতে তারা এই কর্মসূচিতে সহযোগিতা করে ৷

আরও পড়ুন: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যোজাত থেকে 15 বছর বয়সিদের হাম (মিজেলস) ও রুবেলার টিকা দেওয়া হবে । সেই কর্মসূচি রূপায়ণ কীভাবে হবে তা নিয়ে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে পরিকল্পনা নেওয়া হয়েছে । প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, চলতি মাসে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দেওয়া হবে ৷ সেই কাজ করবেন আশা ও 100 দিনের কাজের কর্মীরা । প্রতিটি স্কুলে একটি করে ব্যানার লাগানো হবে এই টিকাকরণ নিয়ে ।

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কাছে টিককরণের জন্য এখন যত সংখ্যক প্রশিক্ষিত কর্মী আছেন একমাস ধরে এই টিকাকরণ প্রক্রিয়া চালাতে তার চেয়ে আরও অতিরিক্ত 250 জন ভ্যাকসিনেটর প্রয়োজন । এই অতিরিক্ত কর্মী সঙ্কট মেটাতে আবেদন করা হয়েছে পৌরনিগমের তরফে । উল্লেখ্য, শহরে সরকারি বেসরকারি ও পৌরনিগমের 2488টি স্কুলে টিকাকরণ করাতে হবে । প্রতিটি স্কুলে চিঠি পাঠিয়ে আগেই এর মাইক্রো প্ল্যানিং হয়েছে, ঠিক যেমন করোনা টিকা দেওয়া হচ্ছিল তেমন ভাবেই । 195টি বেসরকারি স্কুল এই কাজে অসহযোগিতা করছে বলে অভিযোগ কলকাতা পৌরনিগমের । সায় দিয়েছে মাত্র তিনটি বেসরকারি স্কুল ।

কলকাতা, 6 ডিসেম্বর: নতুন বছরের শুরুতেই কলকাতায় শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে ৷ তবে প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে স্বাস্থ্য কর্তাদের (scarcity of vaccinators at KMC) ৷

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে জানুয়ারি থেকেই কলকাতায় শিশুদের হাম এবং রুবেলার টিকা দেওয়ার ৷ এক মাস ধরে চলবে এই টিকাকরণ কর্মসূচি । কিন্তু টিকাকরণের আগে প্রশিক্ষিত কর্মীর অভাবের বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের (child vaccination in Kolkata) ৷ কলকাতা কর্পোরেশনের তরফে রাজ্যকে এমনটাই জানানো হয়েছে বলে খবর ।

এই টিকাকরণ নিয়ে বেসরকারি স্কুলগুলির উদাসীনতার বিষয়টিও পৌরনিগমের তরফে রাজ্যের স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ৷ কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পৌর স্বাস্থ্য আধিকারিকদের দাবির ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষে বেসরকারি স্কুলগুলি চিঠি পাঠানো হবে, যাতে তারা এই কর্মসূচিতে সহযোগিতা করে ৷

আরও পড়ুন: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যোজাত থেকে 15 বছর বয়সিদের হাম (মিজেলস) ও রুবেলার টিকা দেওয়া হবে । সেই কর্মসূচি রূপায়ণ কীভাবে হবে তা নিয়ে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে পরিকল্পনা নেওয়া হয়েছে । প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, চলতি মাসে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দেওয়া হবে ৷ সেই কাজ করবেন আশা ও 100 দিনের কাজের কর্মীরা । প্রতিটি স্কুলে একটি করে ব্যানার লাগানো হবে এই টিকাকরণ নিয়ে ।

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কাছে টিককরণের জন্য এখন যত সংখ্যক প্রশিক্ষিত কর্মী আছেন একমাস ধরে এই টিকাকরণ প্রক্রিয়া চালাতে তার চেয়ে আরও অতিরিক্ত 250 জন ভ্যাকসিনেটর প্রয়োজন । এই অতিরিক্ত কর্মী সঙ্কট মেটাতে আবেদন করা হয়েছে পৌরনিগমের তরফে । উল্লেখ্য, শহরে সরকারি বেসরকারি ও পৌরনিগমের 2488টি স্কুলে টিকাকরণ করাতে হবে । প্রতিটি স্কুলে চিঠি পাঠিয়ে আগেই এর মাইক্রো প্ল্যানিং হয়েছে, ঠিক যেমন করোনা টিকা দেওয়া হচ্ছিল তেমন ভাবেই । 195টি বেসরকারি স্কুল এই কাজে অসহযোগিতা করছে বলে অভিযোগ কলকাতা পৌরনিগমের । সায় দিয়েছে মাত্র তিনটি বেসরকারি স্কুল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.