ETV Bharat / state

CAG রিপোর্ট নিয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি সায়ন্তন বসুর - report

CAG রিপোর্ট নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে BJP । রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ৷

সায়ন্তন বসু
author img

By

Published : Jul 23, 2019, 11:00 PM IST

কলকাতা, 23 জুলাই : CAG রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে সায়ন্তন বলেন, "CAG রিপোর্টে রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে । সেই অভিযোগ নিয়ে এবার আমরা কোর্টে যাচ্ছি ৷"

CAG রিপোর্ট নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে BJP । তাদের সাংসদরা বিষয়টি পার্লামেন্টেও নিয়ে যাবেন বলে জানান সায়ন্তন ৷ এছাড়া কন্যাশ্রী নিয়েও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "কন্যাশ্রী প্রকল্পে সুরক্ষার কারণ দেখিয়ে রাজ্য সরকার CAG-কে কোনও রিপোর্ট দেয়নি ।"

"2017 সালে 31 মার্চ তৃণমূলের আমলে 2483 জন সহকারি শিক্ষক নিয়ে SSC-র প্যানেল তৈরি হয় । সেই প্যানেলে এই সব প্রার্থীদের প্রয়োজনীয় পাশ নম্বর নেই বলে অভিযোগ ওঠে । সাত জন পরীক্ষার্থী এমন আছেন যখন তাঁরা ফর্ম নিয়েছিলেন তখন ছিলেন জেনারেল কাস্ট । পরে সেই প্রার্থীকেই তপশিলি সম্প্রদায়ের তালিকায় নিয়ে আসা হয় ।" এই সব অভিযোগও সায়ন্তন আজ তোলেন ৷ তিনি আরও বলেন, "রাজ্যে 125 টি ব্লাডব্যাঙ্ক আছে । যার মধ্যে 46 টি বিনা লাইসেন্সে চলছে । CAG রিপোর্টে এই বিষয়গুলিও উঠে এসেছে ।"

প্রসঙ্গত, গতকালই CAG রিপোর্ট নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি সমস্ত দায় বাম আমলের ঘাড়েই চাপান ৷ জানান, যা দুর্নীতি হয়েছে সবই 2008, 2009 ও 2010 সালে ৷ তাছাড়াও CAG রিপোর্ট সংক্রান্ত যে বিষয় নিয়ে ঝামেলা চলছে সেই রিপোর্ট ঠিক নয় ৷ তাতে অনেক সমস্যা রয়েছে ৷

কলকাতা, 23 জুলাই : CAG রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে সায়ন্তন বলেন, "CAG রিপোর্টে রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে । সেই অভিযোগ নিয়ে এবার আমরা কোর্টে যাচ্ছি ৷"

CAG রিপোর্ট নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে BJP । তাদের সাংসদরা বিষয়টি পার্লামেন্টেও নিয়ে যাবেন বলে জানান সায়ন্তন ৷ এছাড়া কন্যাশ্রী নিয়েও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "কন্যাশ্রী প্রকল্পে সুরক্ষার কারণ দেখিয়ে রাজ্য সরকার CAG-কে কোনও রিপোর্ট দেয়নি ।"

"2017 সালে 31 মার্চ তৃণমূলের আমলে 2483 জন সহকারি শিক্ষক নিয়ে SSC-র প্যানেল তৈরি হয় । সেই প্যানেলে এই সব প্রার্থীদের প্রয়োজনীয় পাশ নম্বর নেই বলে অভিযোগ ওঠে । সাত জন পরীক্ষার্থী এমন আছেন যখন তাঁরা ফর্ম নিয়েছিলেন তখন ছিলেন জেনারেল কাস্ট । পরে সেই প্রার্থীকেই তপশিলি সম্প্রদায়ের তালিকায় নিয়ে আসা হয় ।" এই সব অভিযোগও সায়ন্তন আজ তোলেন ৷ তিনি আরও বলেন, "রাজ্যে 125 টি ব্লাডব্যাঙ্ক আছে । যার মধ্যে 46 টি বিনা লাইসেন্সে চলছে । CAG রিপোর্টে এই বিষয়গুলিও উঠে এসেছে ।"

প্রসঙ্গত, গতকালই CAG রিপোর্ট নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি সমস্ত দায় বাম আমলের ঘাড়েই চাপান ৷ জানান, যা দুর্নীতি হয়েছে সবই 2008, 2009 ও 2010 সালে ৷ তাছাড়াও CAG রিপোর্ট সংক্রান্ত যে বিষয় নিয়ে ঝামেলা চলছে সেই রিপোর্ট ঠিক নয় ৷ তাতে অনেক সমস্যা রয়েছে ৷

Intro:
23-07-19


সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: "CAG রিপোর্টে রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক দুরনীতি অভিযোগ। সেই অভিযোগ নিয়ে এবার আমরা কোটে যাচ্ছি" রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।


CAG রিপোর্ট নিয়ে বিজেপি রাজ্য জুড়ে আন্দোলনে নামছে। বিজেপির সাংসদরা এই অভিযোগটা পার্লামেন্ট তুলবে বলে জানান সায়ন্তন বসু।

২০১৭ সালে ৩১ মার্চ তৃনমূল এর আমলে ২৪৮৩ জন সহকারি শিক্ষক SSC প্যানেলে তৈরি করেছে। সেই প্যানেলে এই সব প্রার্থীদের প্রয়োজনীয় পাশ নাম্বার নেই। ৭ জন পরীক্ষার্থী এমন আছেন। যখন তারা ফর্ম নিয়েছিলেন তখন ছিলেন জেনারেল কাস্ট। পরে সেই প্রার্থীকে তফশিলি সম্প্রদায়ের তালিকায় নিয়ে আসা হয়।

সায়ন্তন বসু এদিন অভিযোগ করেব, "কন্যাশ্রী প্রকল্পে সুরাক্ষার কারণ দেখিয়ে রাজ্য সরকার CAG কে কোনও রিপোর্ট দেয় নি।


আজ বিজেপির সাধারান সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেন, "রাজ্যে ১২৫ টি ব্লার্ডব্যাংক আছে। তার মধ্যে ৪৮ টি বিনা লাইসেন্স চলছে। এই ৪৮ টি মধ্যে ৪৬ টি বিনা লাইসেন্সে চলছে। CAG রিপোর্টে এই বিষয়গুলি উঠে এসেছে। সরকারের কাছে দাবী এই বিষয়গুলি যদি মিথ্যা হয়। তা হলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে বিষয়টি সত্য না মথ্যে সেটা জানাক। যদি সত্য হয়। তার দায় কার? যে যে দপ্তরের মন্ত্রী আছে। সেই দপ্তরের মন্ত্রীরা নিশ্চই দায়ী।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.