কলকাতা, 23 জুলাই : CAG রিপোর্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সাংবাদিক বৈঠক ডেকে সায়ন্তন বলেন, "CAG রিপোর্টে রাজ্যের শিক্ষা দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে । সেই অভিযোগ নিয়ে এবার আমরা কোর্টে যাচ্ছি ৷"
CAG রিপোর্ট নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে BJP । তাদের সাংসদরা বিষয়টি পার্লামেন্টেও নিয়ে যাবেন বলে জানান সায়ন্তন ৷ এছাড়া কন্যাশ্রী নিয়েও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "কন্যাশ্রী প্রকল্পে সুরক্ষার কারণ দেখিয়ে রাজ্য সরকার CAG-কে কোনও রিপোর্ট দেয়নি ।"
"2017 সালে 31 মার্চ তৃণমূলের আমলে 2483 জন সহকারি শিক্ষক নিয়ে SSC-র প্যানেল তৈরি হয় । সেই প্যানেলে এই সব প্রার্থীদের প্রয়োজনীয় পাশ নম্বর নেই বলে অভিযোগ ওঠে । সাত জন পরীক্ষার্থী এমন আছেন যখন তাঁরা ফর্ম নিয়েছিলেন তখন ছিলেন জেনারেল কাস্ট । পরে সেই প্রার্থীকেই তপশিলি সম্প্রদায়ের তালিকায় নিয়ে আসা হয় ।" এই সব অভিযোগও সায়ন্তন আজ তোলেন ৷ তিনি আরও বলেন, "রাজ্যে 125 টি ব্লাডব্যাঙ্ক আছে । যার মধ্যে 46 টি বিনা লাইসেন্সে চলছে । CAG রিপোর্টে এই বিষয়গুলিও উঠে এসেছে ।"
প্রসঙ্গত, গতকালই CAG রিপোর্ট নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি সমস্ত দায় বাম আমলের ঘাড়েই চাপান ৷ জানান, যা দুর্নীতি হয়েছে সবই 2008, 2009 ও 2010 সালে ৷ তাছাড়াও CAG রিপোর্ট সংক্রান্ত যে বিষয় নিয়ে ঝামেলা চলছে সেই রিপোর্ট ঠিক নয় ৷ তাতে অনেক সমস্যা রয়েছে ৷