কলকাতা, 21 এপ্রিল: দলে ফেরানো যাবে না মুকুল রায়কে । শুক্রবার এই দাবি জানিয়ে পথে নামল বিজেপি বাঁচাও মঞ্চ । এর পাশাপাশি ওই মঞ্চ থেকে আরও একাধিক দাবি তোলা হয়েছে ৷ সেই দাবিতেই এদিন অবস্থান ও বিক্ষোভ চালান বিজেপির কর্মী ও সমর্থকরা । রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবিও উঠেছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক মাস আড়ালে থাকার পর সম্প্রতি আবারও রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় । গত সোমবার তাঁর ছেলে শুভ্রাংশু রায় তাঁর বাবা নিখোঁজ হয়েছেন বলে থানায় ডায়েরি করেন । তারপর ওই দিন রাতের দিকে মুকুল রায়ের সঙ্গে আরও একজনকে দেখা যায় দিল্লি বিমানবন্দরে ।
![BJP Workers Agitation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-bjpbachaomonchoagainstmukulroyandamitavachakraborty-copy-7206406_21042023160536_2104f_1682073336_888.jpg)
তারপরেই রাজনৈতিক মহলে মুকুল রায় বিজেপিতে ফিরছেন বলে জোর জল্পনা শুরু হয় । বেশ কিছুদিন কেটে গেলেও আসলে যে তিনি কেন দিল্লি গিয়েছেন সেই বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । কারণ, বিজেপির তরফে মুকুল রায়ের শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে মন্তব্য এবং কটাক্ষ করা হলেও, তিনি আসলে বিজেপিতে ফিরতে পারেন কি না, তা নিয়ে কিছুই স্পষ্ট করে বলা হচ্ছে না ।
অন্যদিকে দিল্লিতে সাংবাদিকরা মুকুল রায়ের সঙ্গে দেখা করে কথা বললে তিনি জানিয়েছেন যে তিনি এখন দিল্লিতেই থাকবেন ও তিনি তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে বিজেপি করার পরামর্শ দেবেন । এদিকে ছেলে শুভ্রাংশু রায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে তাঁর বাবার মানসিক ও শারীরিক অবস্থা একেবারেই ঠিক নেই । আর তারই ফায়দা তোলার চেষ্টা করছেন কিছু মানুষ ।
তাই মুকুল রায়কে যাতে আর দলে ফেরানো না হয়ে সেই নিয়ে দাবি তুলল বিজেপি বাঁচাও মঞ্চ । এই দাবিতে আজ তারা কলকাতায় 6 মুরুলিধর সেন লেনে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে । হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ অবস্থান করেন একাধিক বিজেপি কর্মী ও সমর্থক । তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভও দেখানো হয় । বিজেপি বাঁচাও মঞ্চর পক্ষ থেকে মুকুল রায়কে দলে না ফেরানোর আর্জি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে নেতৃত্বকে ।
![BJP Workers Agitation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-bjpbachaomonchoagainstmukulroyandamitavachakraborty-copy-7206406_21042023160536_2104f_1682073336_176.jpg)
এই দাবির পাশাপাশি দলের পুরনো কর্মী ও সমর্থকদের পুনরায় চাঙ্গা করে বিজেপিতে সক্রিয়ভাবে ফিরিয়ে আনার দাবিও তুলেছে ওই মঞ্চ ৷ এছাড়াও তাঁরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে সরব হন । তাঁদের অভিযোগ যে অমিতাভ চক্রবর্তী তৃণমূলের দালাল । তাঁকে না সরালে আবার 2021 এর বিধানসভায় যে ফলাফল হয়েছিল, তারই পুনরাবৃত্তি হবে আগামী নির্বাচনগুলিতে ।
হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর দুই নম্বর মণ্ডলের সভাপতি আশিস সাউ বলেন, "রাজ্য বিজেপির যাঁরা আত্মনির্ভর কর্মী, তাঁদের কোনও অনুষ্ঠানে ডাকাও হচ্ছে না । কারণ বিধানসভার সময় রাজ্য বিজেপির বেশ কিছু মানুষ যে টাকা নয়ছয় করেছেন, সেটা আবার করতে তাঁরা বাধা পাবেন । বুথে বুথে কর্মীরা বসে গিয়েছেন বলে বিজেপি বুথ কমিটি বা মণ্ডল কমিটি সেভাবে গড়ে তুলতে পারছে না । তাই ঘরের লোককে বাইরে ফেলে রেখে বাইরের লোক মুকুল রায়কে ফেরানো যাবে না । আমাদের বিজেপির মধ্যে যে অসাধু সিন্ডিকেট আছে, তাদের সরাতে হবে । আমরা এই মঞ্চ প্রতিটি জেলায় গড়ে তুলেছি । আমরা সময় মতো আমাদের ক্ষমতা বুঝিয়ে দেব ।"
অন্যদিকে শামসুর রহমান বলেন, "বিধানসভার সময় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে মণ্ডল কমিটিগুলোকে ভেঙে দিয়ে পিকের পাঠানো লোকদের বসানো হয়েছে । যেখানে বিজেপির নিশ্চিত জয় ছিল, সেখানে বিজেপি গো হারা হেরেছে । বর্তমান সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী আসলে মুকুল রায়ের বসানো দালাল । রাজ্য বিজেপি কেন্দ্রকে ভুল বার্তা দিচ্ছে । গ্রামের দিকে কেন্দ্রীয় মন্ত্রী এলে কোনও ভিড় হয় না । সংগঠনের আর কিছুই নেই ।"
আরও পড়ুন: মায়াবী শিল্পী মুকুল রায়, অন্তর্ধান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের