কলকাতা, 7 জুলাই : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ । জোর জল্পনা শুরু হয়েছে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে । আর এই সবের মধ্যেই সৌমিত্রর প্রতি অনেকটা নরম সুজাতা মণ্ডল । বিজেপিতে নাকি সৌমিত্রকে প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি । এমনই মনে করেছেন সুজাতা । সৌমিত্রকে যে তিনি তৃণমূলে দেখতে চান, সেকথাও বুঝিয়ে দিলেন সুজাতা ৷
সৌমিত্রর রাজনৈতিক কেরিয়ারে একটা দীর্ঘসময় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল সুজাতাকে । স্বামীর হয়ে পথসভা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার... সবই করেছেন একসময় । আগলে রেখেছিলেন সৌমিত্রকে । আর আজ যখন বিজেপির যুব মোর্চার সভাপতি থেকে সৌমিত্র ইস্তফা দিচ্ছেন, যখন আবার চর্চা শুরু হয়েছে তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে... ঠিক সেই সময়ই সৌমিত্রর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন সুজাতা ।
রাজনীতির পরিহাসে আজ দু'জনের পথ আলাদা । কিন্তু এতদিনের ভাললাগা, ভালবাসা... তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক... সেসব তো আর তাই বলে মিথ্যে হয়ে যায় না । আজও তাই বারবার সৌমিত্রকে আগলে রাখতে ব্যস্ত সুজাতা ।
সৌমিত্রর ইস্তফা নিয়ে প্রশ্ন করতেই বললেন, "জানি না কেন সৌমিত্র যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন । এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত । কিন্তু আমি মনে করি ওঁনাকে প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি । 2021 সালের বিধানসভা নির্বাচন যখন হল, তখন আরও অনেক সাংসদকে পদের ভেলকি দেখানোর জন্য আসন দেওয়া হয়েছিল ।"
সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে গো হারা হয়েছে বিজেপি । 200 পার করার যে লক্ষ্যমাত্রা দিল্লির বিজেপি নেতারা দিয়েছিলেন, তার ধারে কাছেও ঘেঁষতে পারেননি দিলীপ, কৈলাসরা । আর এই নিয়ে অনেকেই মনে করছেন, বিজেপিতে মুখ্যমন্ত্রী হিসেবে কোনও মুখ ছিল না । তবে সুজাতা মনে করেন, বিজেপির উচিত ছিল সৌমিত্র খাঁকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করা । এই কথা নাকি তিনি নিজেও একাধিকবার সৌমিত্রকে বলেছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সৌমিত্র জিততে পারতেন কি না, তা নিয়ে যদিও সুজাতার মনেও সন্দেহ ছিল । তবে সৌমিত্রকে যদি বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মুখ করত, তবে সবথেকে বেশি খুশি হতেন তিনিই ।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সম্প্রসারণ হচ্ছে, সেখানেও বিজেপির উচিত ছিল সৌমিত্র খাঁয়ের মতো দু'বারের সাংসদ, একবারের বিধায়ককে সুযোগ দেওয়ার । এমনই মনে করছেন সুজাতা খাঁ মণ্ডল । কিছুটা হতাশা মিশ্রিত সুরেই বললেন, "তিনি যুব সংগঠনের দায়িত্ব খুব ভাল করে সামলেছেন । দলের প্রতি একনিষ্ঠতা রয়েছে । তারপরও সেই মর্যাদা কোথায় ?"
সৌমিত্রর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে ? এই নিয়ে সাংসদ নিজে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন । তবে সুজাতা বলছেন, "আমি নিশ্চয়ই চাইব, সৌমিত্রর শুভবুদ্ধির উদয় হোক । তিনি তাঁর পুরানো ঘর, পুরানো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসুন । আগে তৃণমূলে থাকাকালীন যেমন লড়াকু সৈনিক হয়ে কাজ করে এসেছেন, আবার তেমন ভাবেই কাজ করুন । বিগত দিনগুলিতে যেমনভাবে পাশে থেকেছি, আগামী দিনেও তেমনভাবেই পাশে থাকব, সাহায্য করব ।"
তাঁদের সুখের দাম্পত্য ভাঙার জন্যও বিজেপিকেই দায়ি করেন সুজাতা । বিজেপির উপর যে তিনি যথেষ্টই অসন্তুষ্ট, সেটাও স্পষ্ট করে দেন । বলেন, "আমার মতো একজন সতী নারীর সংসার ভাঙানোর অভিশাপে বিজেপি শেষ হয়ে গিয়েছে । অপেক্ষা করুন । 2021 সালে বাংলা থেকে খেদিয়েছি । 2024 সালে দেশ থেকে খেদাব ।"