কলকাতা, 22 ডিসেম্বর : পি কে-র চাকরির মন্তব্য প্রসঙ্গে এবার দিলীপ ঘোষকে পালটা আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় । তিনি বলেন, "প্রশান্ত কিশোরের তথ্য সঠিক । এটা প্রকাশ্যে আসার পরে হইচই শুরু হয়েছে । এইসব তথ্য কাউন্টার করার জন্য বিজেপি এই ধরনের কথা বলছে। "
গতকালই বিজেপি-র উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "বিজেপি দুই অঙ্ক ছাড়ালে আমি টুইটার ছেড়ে দেব ।" পিকের এই বিবৃতিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি । এরপরই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " মে মাসে চাকরি চলে যাবে প্রশান্ত কিশোরের ।"
আরও পড়ুন , শিল্পে পঞ্চম রাজ্য, অমিত-বাণী উড়িয়ে দাবি সৌগতর
এই প্রসঙ্গে আজ তৃণভবনে সাংবাদিক বৈঠকে সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, "আমরা প্রশান্ত কিশোরের টুইটকে সমর্থন করি । তিনি আমাদের দলের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট । আমরা মনে করি ওঁর দেওয়া তথ্যটা ঠিক । এর আগে পাঁচটা রাজ্যের বিভিন্ন দলকে তিনি জিতিয়েছেন । ওঁর ফিগারটা বেরিয়ে যাওয়ার পরে যে হইচই হয়েছে, তাকে কাউন্টার করার জন্য বিজেপি এসব বলছে । এই বক্তব্যের কোনও যুক্তি নেই । প্রশান্ত কিশোর দলের কিছু নন । উনি কনসালটেন্ট । দলকে পরামর্শ দেন । ওর কথা যদি মিলে যায় তাহলে বিজেপি কী করবে সেটা তাদের বিষয় । 2014 সালে এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছিলেন প্রশান্ত কিশোর ।"