ETV Bharat / state

Saraswati Puja in School: আল্পনা থেকে ক্লাসরুমে পেপার কাটিং, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি - সরস্বতী পুজো 2023

বাগদেবীর আরাধনায় মেতেছে স্কুলগুলি (Saraswati Puja 2023) ৷ সরকারি থেকে বেসরকারি সব স্কুলেই চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি ৷

ETV Bharat
আল্পনায় মগ্ন ছাত্রীরা
author img

By

Published : Jan 24, 2023, 10:09 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: স্কুল জীবনের সব থেকে বড় আকর্ষণ সরস্বতী পুজো । প্রতিটা পড়ুয়াই বছরভর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য ৷ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজনে মজে ছাত্ৰ-ছাত্রীরা । নিজেদের হাতে পড়ুয়ারা সাজিয়ে তোলে বাগদেবীকে । তবে বিগত দু'বছর বাড়িতেই কেটেছে পড়ুয়াদের । তাই এ বছর করোনা পর্ব কাটিয়ে ফের পুরোনো ছবি দেখা গেল স্কুলে স্কুলে (Saraswati Puja Preparation at Several School) ।

Saraswati Puja
এসে গিয়েছে প্রতিমা
সরকারি থেকে বেসরকারি, সব স্কুলেই তুঙ্গে সরস্বতী পুজোর প্রস্তুতি । কোথাও দেখা মিলছে থিমের আবার কোথাও পুজো হচ্ছে সম্পূর্ণ সাবেকিয়ানায় । তবে এবার পুজো 26 জানুয়ারি । ফলে সব স্কুলে পুজো হলেও প্রথমে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । উত্তর কলকাতার স্কুলগুলির মধ্যে অন্যতম বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল ৷ সেখানে এবার পুজোর পাশাপাশি থিমের মাধ্যমে উঠে আসবে প্রজাতন্ত্র দিবসের কথা । পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে পারা গেল, এবার তাদের পুজোয় মূলত ব্যবহার হচ্ছে আর্ট পেপার । ওই পেপারের উপর সরস্বতী পুজো (Saraswati Puja)সম্বন্ধিত বিভিন্ন শ্লোক ব্যবহার হবে । তারই পাশে তুলে ধরা হবে স্বাধীনতা সংগ্রামীদের ছবি । এই সম্পূর্ণ জিনিসটাই ছাত্রীরা করবে নিজের হাতে ।

অন্যদিকে, ওই স্কুল থেকে কিছুটা দূর এগোলেই বেথুন স্কুল । ঐতিহ্যবাহী এই স্কুলে পুজো হবে সাবেকিয়ানায় । তবে সেখানেও দেখা মিলবে ছাত্রীদের নিখুঁত হাতের কাজ । মাটির সরার উপর হাতে এঁকে বিভিন্ন জিনিস ফুটিয়ে তুলেছে তারা । এই বিষয়ে প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, পড়ুয়ারা প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে কাজ করছে ৷ মূলত নবম ও একাদশের পড়ুয়ারা কাজে যোগ দিয়েছে । তবে যেহেতু গত বছর দশম শ্রেণির পড়ুয়ারা সরস্বতী পুজোর আয়োজন করতে পারেনি তাই এবারে তারাও রয়েছে । তবে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি পুজোও হবে ৷"

Saraswati Puja
স্কুলের উঠোনে আল্পনা দিচ্ছে পড়ুয়ারা

আরও পড়ুন : সরস্বতী পুজোর থিমে রাজ্যের 'শিক্ষা দুর্নীতি'

ওই স্কুলের থেকে আরও বেশ কিছুটা পথ পিছিয়ে গেলেই অন্যতম জনপ্রিয় স্কুল পার্ক ইনস্টিটিউশন । এ বছর সেই স্কুলের ভাবনায় উঠে আসছে 'ছেলেবেলা' । বর্তমান প্রজন্ম ফোনের প্রতি প্রচণ্ড আসক্ত । একটা সময় ছেলেবেলা বলতে ছিল 'নন্টে ফন্টে' থেকে 'হাঁদাভোঁদা' । তবে যুগের সঙ্গে দৌড়াতে গিয়ে হারিয়ে যাচ্ছে শৈশবের সেই আনন্দগুলো । তাই সেই ছেলেবেলা ফিরে পেতেই এবার পার্ক ইনস্টিটিউশনে দেখা মিলবে সমস্ত কার্টুনের পেপার কাট । থার্মোকল ও কাগজের মাধ্যমে পড়ুয়ারা ফুটিয়ে তুলছে 'নন্টে ফন্টে', 'বাঁটুল দি গ্রেট', 'চাচা চৌধুরী'-সহ বিভিন্ন জিনিস । এর পাশাপাশি থাকছে সহজপাঠও । পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল পড়ুয়ারা মিলেই এই আয়োজনে মজেছে ।

Saraswati Puja
কাটিং আর্ট চলছে ক্লাসরুমে
তবে শুধু সরকারি নয়, পিছিয়ে নেই বেসরকারি স্কুলও । দিল্লি পাবলিক স্কুলে এবারের থিম স্বাধীনতা । একদিকে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । অন্যদিকে চলবে বাগদেবীর আরাধনা । পাশাপাশি পুজো হবে দক্ষিণ কলকাতার আরও একটি উল্লেখযোগ্য স্কুল সিলভার পয়েন্টে । এবার সেখানে থিম, 'ইচ ওয়ান টিচ ওয়ান' । পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিটা মানুষের শিক্ষায় সমান অধিকার রয়েছে সেই ভাবনাকে তারা তুলে ধরবে । সপ্তম থেকে নবম শ্রেণির পড়ুয়ারা এই ভাবনায় অংশ নিচ্ছে ।
Sarswati Puja
হাতে তৈরি নিমন্ত্রণ পত্র
তবে শুধুই স্কুলের সাজানো অথবা থিম নয়, দু'বছর পর প্রতিটা স্কুলে দেখা মিলল অন্য স্কুলকে নিমন্ত্রণ জানানোর হিড়িক । বন্ধুরা মিলে পাশের স্কুলে গিয়ে পুজোয় আমন্ত্রণ জানানোর মাঝে পড়ুয়া খুঁজে পায় আবেগ । তাই দু'বছর পর আবারও স্কুলের রাস্তায় চোখে পড়বে সেই পড়ুয়াদের লাইন করে যাবার ছবি । সবমিলিয়ে স্কুলের পুজোয় সকলেই খুঁজে পায় নস্টালজিয়া ৷ ছোট থেকে বড়, সকলের কাছেই স্কুলের সরস্বতী পুজো একটা আবেগ ৷

আরও পড়ুন : সরস্বতী পুজোয় 27 জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা, 24 জানুয়ারি: স্কুল জীবনের সব থেকে বড় আকর্ষণ সরস্বতী পুজো । প্রতিটা পড়ুয়াই বছরভর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য ৷ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজনে মজে ছাত্ৰ-ছাত্রীরা । নিজেদের হাতে পড়ুয়ারা সাজিয়ে তোলে বাগদেবীকে । তবে বিগত দু'বছর বাড়িতেই কেটেছে পড়ুয়াদের । তাই এ বছর করোনা পর্ব কাটিয়ে ফের পুরোনো ছবি দেখা গেল স্কুলে স্কুলে (Saraswati Puja Preparation at Several School) ।

Saraswati Puja
এসে গিয়েছে প্রতিমা
সরকারি থেকে বেসরকারি, সব স্কুলেই তুঙ্গে সরস্বতী পুজোর প্রস্তুতি । কোথাও দেখা মিলছে থিমের আবার কোথাও পুজো হচ্ছে সম্পূর্ণ সাবেকিয়ানায় । তবে এবার পুজো 26 জানুয়ারি । ফলে সব স্কুলে পুজো হলেও প্রথমে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । উত্তর কলকাতার স্কুলগুলির মধ্যে অন্যতম বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল ৷ সেখানে এবার পুজোর পাশাপাশি থিমের মাধ্যমে উঠে আসবে প্রজাতন্ত্র দিবসের কথা । পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে পারা গেল, এবার তাদের পুজোয় মূলত ব্যবহার হচ্ছে আর্ট পেপার । ওই পেপারের উপর সরস্বতী পুজো (Saraswati Puja)সম্বন্ধিত বিভিন্ন শ্লোক ব্যবহার হবে । তারই পাশে তুলে ধরা হবে স্বাধীনতা সংগ্রামীদের ছবি । এই সম্পূর্ণ জিনিসটাই ছাত্রীরা করবে নিজের হাতে ।

অন্যদিকে, ওই স্কুল থেকে কিছুটা দূর এগোলেই বেথুন স্কুল । ঐতিহ্যবাহী এই স্কুলে পুজো হবে সাবেকিয়ানায় । তবে সেখানেও দেখা মিলবে ছাত্রীদের নিখুঁত হাতের কাজ । মাটির সরার উপর হাতে এঁকে বিভিন্ন জিনিস ফুটিয়ে তুলেছে তারা । এই বিষয়ে প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানান, পড়ুয়ারা প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে কাজ করছে ৷ মূলত নবম ও একাদশের পড়ুয়ারা কাজে যোগ দিয়েছে । তবে যেহেতু গত বছর দশম শ্রেণির পড়ুয়ারা সরস্বতী পুজোর আয়োজন করতে পারেনি তাই এবারে তারাও রয়েছে । তবে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি পুজোও হবে ৷"

Saraswati Puja
স্কুলের উঠোনে আল্পনা দিচ্ছে পড়ুয়ারা

আরও পড়ুন : সরস্বতী পুজোর থিমে রাজ্যের 'শিক্ষা দুর্নীতি'

ওই স্কুলের থেকে আরও বেশ কিছুটা পথ পিছিয়ে গেলেই অন্যতম জনপ্রিয় স্কুল পার্ক ইনস্টিটিউশন । এ বছর সেই স্কুলের ভাবনায় উঠে আসছে 'ছেলেবেলা' । বর্তমান প্রজন্ম ফোনের প্রতি প্রচণ্ড আসক্ত । একটা সময় ছেলেবেলা বলতে ছিল 'নন্টে ফন্টে' থেকে 'হাঁদাভোঁদা' । তবে যুগের সঙ্গে দৌড়াতে গিয়ে হারিয়ে যাচ্ছে শৈশবের সেই আনন্দগুলো । তাই সেই ছেলেবেলা ফিরে পেতেই এবার পার্ক ইনস্টিটিউশনে দেখা মিলবে সমস্ত কার্টুনের পেপার কাট । থার্মোকল ও কাগজের মাধ্যমে পড়ুয়ারা ফুটিয়ে তুলছে 'নন্টে ফন্টে', 'বাঁটুল দি গ্রেট', 'চাচা চৌধুরী'-সহ বিভিন্ন জিনিস । এর পাশাপাশি থাকছে সহজপাঠও । পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল পড়ুয়ারা মিলেই এই আয়োজনে মজেছে ।

Saraswati Puja
কাটিং আর্ট চলছে ক্লাসরুমে
তবে শুধু সরকারি নয়, পিছিয়ে নেই বেসরকারি স্কুলও । দিল্লি পাবলিক স্কুলে এবারের থিম স্বাধীনতা । একদিকে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । অন্যদিকে চলবে বাগদেবীর আরাধনা । পাশাপাশি পুজো হবে দক্ষিণ কলকাতার আরও একটি উল্লেখযোগ্য স্কুল সিলভার পয়েন্টে । এবার সেখানে থিম, 'ইচ ওয়ান টিচ ওয়ান' । পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিটা মানুষের শিক্ষায় সমান অধিকার রয়েছে সেই ভাবনাকে তারা তুলে ধরবে । সপ্তম থেকে নবম শ্রেণির পড়ুয়ারা এই ভাবনায় অংশ নিচ্ছে ।
Sarswati Puja
হাতে তৈরি নিমন্ত্রণ পত্র
তবে শুধুই স্কুলের সাজানো অথবা থিম নয়, দু'বছর পর প্রতিটা স্কুলে দেখা মিলল অন্য স্কুলকে নিমন্ত্রণ জানানোর হিড়িক । বন্ধুরা মিলে পাশের স্কুলে গিয়ে পুজোয় আমন্ত্রণ জানানোর মাঝে পড়ুয়া খুঁজে পায় আবেগ । তাই দু'বছর পর আবারও স্কুলের রাস্তায় চোখে পড়বে সেই পড়ুয়াদের লাইন করে যাবার ছবি । সবমিলিয়ে স্কুলের পুজোয় সকলেই খুঁজে পায় নস্টালজিয়া ৷ ছোট থেকে বড়, সকলের কাছেই স্কুলের সরস্বতী পুজো একটা আবেগ ৷

আরও পড়ুন : সরস্বতী পুজোয় 27 জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.