কলকাতা, 3 এপ্রিল: রাহুল গান্ধির সাংসদ পদ হারানোর পর তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে । এই নিয়ে সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র । এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "রাহুল গান্ধি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সকালে একরকম কথা বলেন রাতে আরেকরকম কথা বলেন । এই অবস্থায় তাঁর কথায় কী উত্তর দেব ? খুব আশ্চর্য হতে হয় । মমতা বন্দ্যোপাধ্যায় সকালে যে রাহুল গান্ধির পাশে দাঁড়ান সন্ধ্যায় সেই রাহুল গান্ধির বিরুদ্ধেই সরব হন । সকালে বউকে নিয়ে গান্ধি পরিবারের কাছে হাজির হন । বিকালে বলেন রাহুলকে দিয়ে হবে না । আগে তো সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন রাহুল গান্ধিকে দিয়ে হবে কী হবে না ।"
প্রসঙ্গত, রাহুল গান্ধি সাংসদ পদ হারানোর পর টুইট করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা মঞ্চ থেকেও নাম না করে রাহুল গান্ধির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মমতা । সেখানে তিনি বলেছিলেন, "বিদেশে গিয়ে কেউ যদি বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না, তাহলে দোষটা কী ? তার জন্য তাঁকে শাস্তি দিতে হবে ?"
প্রসঙ্গত, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে চাইছেন না । রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই নিয়ে মন্তব্যের কিছু নেই । আমি এই নিয়ে মন্তব্য করব না ।" একইভাবে দলের অন্যতম মুখপাত্র তাপস রায়ও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি । তিনি জানান, যথাসময়ে দল তার প্রতিক্রিয়া দেবে ।
এদিকে এই বিষয়টি নিয়ে কংগ্রেসের এআইসিসি মেম্বার তথা প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "বিজেপি কখনওই মানুষের সমস্যা বুঝতে পারেনি । রাহুল গান্ধির বিরুদ্ধে আদালতে একটা রায় হয়েছে । এই নিয়ে উচ্চতর আদালতে যাচ্ছেন তিনি । তাই নিয়ে অনেকেই অনেক কথা বলছে নতুন করে আর এই নিয়ে মন্তব্য করতে চাই না ।"
আরও পড়ুন : বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল !