ETV Bharat / state

বসে যাচ্ছে সল্টলেক ! - জিএসআই

প্রতি বছর বসে যাচ্ছে সল্টলেক সহ সংলগ্ন এলাকা । GSI-র রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য ।

সল্টলেক
author img

By

Published : Oct 22, 2019, 6:18 PM IST

Updated : Oct 22, 2019, 7:15 PM IST

কলকাতা, 22 অক্টোবর : প্রতি বছর একটু একটু করে বসে যাচ্ছে সল্টলেক ও সংলগ্ন এলাকা । GSI (জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য । একটি সংবাদসংস্থাকে GSI-র ডিরেক্টর সন্দীপ সোম জানান, সল্টলেক সহ সংলগ্ন এলাকায় বেশিরভাগ নির্মাণ হয়েছে জলাশয় ভরাট করে । আর এর জেরেই সেখানে এভাবে ভূস্তর বসে যাচ্ছে ।

সন্দীপবাবু বলেন, "GSI-এর সল্টলেক অফিস GPS (গ্লোবাল পজিশনিং সিস্টেম) স্টেশনের মাধ্যমে গত আড়াই বছর ধরে আমরা তথ্য সংগ্রহ করেছি । তথ্য বলছে, প্রতিবছর সল্টলেক সহ সংলগ্ন এলাকা বসে যাচ্ছে । এর পরিমাণ প্রায় 19-20 মিমি । কেন এটা হচ্ছে তা কারণ নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত নই । তবে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ায় ও টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এটা হতে পারে বলে আমরা মনে করছি । GSI সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে । "

শুধু কলকাতা নয়, দেশের আরও কিছু বড় শহরও একই সমস্যার মুখোমুখি । সন্দীপবাবু জানিয়েছেন, GPS স্টেশনগুলির তথ্য অনুযায়ী জয়পুর, দেরাদুন, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও একই সমস্যা রয়েছে । তবে সমস্যা বেশি জয়পুর ও সল্টলেকে । অন্যদিকে হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য পটনা ও নাগপুরের অলটিচিউড ক্রমশ বাড়ছে । "

কলকাতা, 22 অক্টোবর : প্রতি বছর একটু একটু করে বসে যাচ্ছে সল্টলেক ও সংলগ্ন এলাকা । GSI (জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য । একটি সংবাদসংস্থাকে GSI-র ডিরেক্টর সন্দীপ সোম জানান, সল্টলেক সহ সংলগ্ন এলাকায় বেশিরভাগ নির্মাণ হয়েছে জলাশয় ভরাট করে । আর এর জেরেই সেখানে এভাবে ভূস্তর বসে যাচ্ছে ।

সন্দীপবাবু বলেন, "GSI-এর সল্টলেক অফিস GPS (গ্লোবাল পজিশনিং সিস্টেম) স্টেশনের মাধ্যমে গত আড়াই বছর ধরে আমরা তথ্য সংগ্রহ করেছি । তথ্য বলছে, প্রতিবছর সল্টলেক সহ সংলগ্ন এলাকা বসে যাচ্ছে । এর পরিমাণ প্রায় 19-20 মিমি । কেন এটা হচ্ছে তা কারণ নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত নই । তবে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ায় ও টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এটা হতে পারে বলে আমরা মনে করছি । GSI সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে । "

শুধু কলকাতা নয়, দেশের আরও কিছু বড় শহরও একই সমস্যার মুখোমুখি । সন্দীপবাবু জানিয়েছেন, GPS স্টেশনগুলির তথ্য অনুযায়ী জয়পুর, দেরাদুন, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও একই সমস্যা রয়েছে । তবে সমস্যা বেশি জয়পুর ও সল্টলেকে । অন্যদিকে হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য পটনা ও নাগপুরের অলটিচিউড ক্রমশ বাড়ছে । "

Poonch (Jammu and Kashmir), Oct 22 (ANI): Indian Army on October 21 destroyed 3 mortar shells of Pakistan Army. The mortar shells were found after the recent ceasefire violation in Karmara village of Poonch, Jammu and Kashmir. The mortar shells had calibre of 120 mm each. Pakistan on October 21 violated ceasefire in Qasba and Kirni sectors of Poonch.
Last Updated : Oct 22, 2019, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.