কলকাতা, 22 অক্টোবর : প্রতি বছর একটু একটু করে বসে যাচ্ছে সল্টলেক ও সংলগ্ন এলাকা । GSI (জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য । একটি সংবাদসংস্থাকে GSI-র ডিরেক্টর সন্দীপ সোম জানান, সল্টলেক সহ সংলগ্ন এলাকায় বেশিরভাগ নির্মাণ হয়েছে জলাশয় ভরাট করে । আর এর জেরেই সেখানে এভাবে ভূস্তর বসে যাচ্ছে ।
সন্দীপবাবু বলেন, "GSI-এর সল্টলেক অফিস GPS (গ্লোবাল পজিশনিং সিস্টেম) স্টেশনের মাধ্যমে গত আড়াই বছর ধরে আমরা তথ্য সংগ্রহ করেছি । তথ্য বলছে, প্রতিবছর সল্টলেক সহ সংলগ্ন এলাকা বসে যাচ্ছে । এর পরিমাণ প্রায় 19-20 মিমি । কেন এটা হচ্ছে তা কারণ নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত নই । তবে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ায় ও টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এটা হতে পারে বলে আমরা মনে করছি । GSI সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে । "
শুধু কলকাতা নয়, দেশের আরও কিছু বড় শহরও একই সমস্যার মুখোমুখি । সন্দীপবাবু জানিয়েছেন, GPS স্টেশনগুলির তথ্য অনুযায়ী জয়পুর, দেরাদুন, হায়দরাবাদ, বেঙ্গালুরুতেও একই সমস্যা রয়েছে । তবে সমস্যা বেশি জয়পুর ও সল্টলেকে । অন্যদিকে হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য পটনা ও নাগপুরের অলটিচিউড ক্রমশ বাড়ছে । "