ETV Bharat / state

বেতন বাড়ল SSK, MSK শিক্ষকদের - kolkata

SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার টাকা । আগে ছিল 5 হাজার  954 টাকা । SSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 10 হাজার 340 টাকা । MSK শিক্ষকদের বেতন বেড়ে দাঁড়াল 13 হাজার টাকা । আগে ছিল 8 হাজার 930 টাকা । MSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 14 হাজার টাকা । এরই সঙ্গে তাঁরা বোনাস, PF-এর সুবিধা পাবেন । একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বদলে তাদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 29, 2019, 12:50 PM IST

Updated : Jul 29, 2019, 3:23 PM IST

কলকাতা, 29 জুলাই : কয়েকদিন আগেই বেতন বেড়েছিল প্রাথমিক শিক্ষকদের ৷ এবার SSK, MSK শিক্ষকদেরও বেতন বাড়ল । SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার এবং MSK শিক্ষকদের বেতন বেড়ে হল 13 হাজার । একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বদলে তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হল ৷ পাবেন পার্শ্ব শিক্ষকদের সমান মর্যাদা ৷ আজ সল্টলেকে একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আজ সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে SSK ও MSK শিক্ষকদের পাচঁটি সংগঠনের জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী । সেখানেই তিনি এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন ৷ সেই অনুযায়ী SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার টাকা । আগে ছিল 5 হাজার 954 টাকা । SSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 10 হাজার 340 টাকা । MSK শিক্ষকদের বেতন বেড়ে দাঁড়াল 13 হাজার টাকা । আগে ছিল 8 হাজার 930 টাকা । MSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 14 হাজার টাকা । এরই সঙ্গে তাঁরা বোনাস, PF-এর সুবিধা পাবেন । শিক্ষা দপ্তরের আওতায় চলে আসায় এবার তাঁরা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন । 60 বছর পূর্ণ হলে তাঁদের 65 বছর পর্যন্ত চাকরি করার বর্ধিত সুযোগ দেওয়া হবে । চাইলে তারা সেটা প্রত্যাখ্যানও করতে পারবেন । সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না ।

এই বিষয়ে, SSK শিক্ষক তপন মুখার্জি বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের প্রধান দাবিগুলি মেনে নিয়েছেন ৷ বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ায় আমরা খুশি ৷ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ৷ " অন্যদিকে এক MSK শিক্ষক এনিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ৷ মোক্তার আলি খান নামে ওই শিক্ষক বলেন, " সামান্য বেতন বৃদ্ধি হয়েছে ৷ এতে কোনওভাবে সন্তুষ্ট নই আমরা ৷ এটা নিতান্ত ভিক্ষার ঝুলি ৷ এর মাধ্যমে শিক্ষকদের চরম অপমান করা হয়েছে ৷ আমাদের কোনওপ্রকার DA, PF-এর কথা ঘোষণা করা হয়নি৷"

ভিডিয়োয় শুনুন MSK শিক্ষক মোক্তার আলি খানের বক্তব্য

প্রসঙ্গত, বেতন বাড়ানোর দাবিতে শিশুশিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন । এই বিক্ষোভে অংশ নেয় সরকারপন্থী সংগঠনগুলিও । শিক্ষকরা তাদের দাবি আদায় করতে পথ অবরোধ, ধরনা, অনশন করে ৷ সরকারের সঙ্গে আলোচনাতেও বসে ৷ শেষমেশ তাদের দাবি আদায়ে সক্ষম হয় । ২০০৮ সালের পর বেতন বাড়ানো হয়নি বলে, তাদের অভিযোগ ছিল৷

কলকাতা, 29 জুলাই : কয়েকদিন আগেই বেতন বেড়েছিল প্রাথমিক শিক্ষকদের ৷ এবার SSK, MSK শিক্ষকদেরও বেতন বাড়ল । SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার এবং MSK শিক্ষকদের বেতন বেড়ে হল 13 হাজার । একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বদলে তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হল ৷ পাবেন পার্শ্ব শিক্ষকদের সমান মর্যাদা ৷ আজ সল্টলেকে একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আজ সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে SSK ও MSK শিক্ষকদের পাচঁটি সংগঠনের জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী । সেখানেই তিনি এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন ৷ সেই অনুযায়ী SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার টাকা । আগে ছিল 5 হাজার 954 টাকা । SSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 10 হাজার 340 টাকা । MSK শিক্ষকদের বেতন বেড়ে দাঁড়াল 13 হাজার টাকা । আগে ছিল 8 হাজার 930 টাকা । MSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল 14 হাজার টাকা । এরই সঙ্গে তাঁরা বোনাস, PF-এর সুবিধা পাবেন । শিক্ষা দপ্তরের আওতায় চলে আসায় এবার তাঁরা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন । 60 বছর পূর্ণ হলে তাঁদের 65 বছর পর্যন্ত চাকরি করার বর্ধিত সুযোগ দেওয়া হবে । চাইলে তারা সেটা প্রত্যাখ্যানও করতে পারবেন । সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না ।

এই বিষয়ে, SSK শিক্ষক তপন মুখার্জি বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের প্রধান দাবিগুলি মেনে নিয়েছেন ৷ বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ায় আমরা খুশি ৷ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ৷ " অন্যদিকে এক MSK শিক্ষক এনিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ৷ মোক্তার আলি খান নামে ওই শিক্ষক বলেন, " সামান্য বেতন বৃদ্ধি হয়েছে ৷ এতে কোনওভাবে সন্তুষ্ট নই আমরা ৷ এটা নিতান্ত ভিক্ষার ঝুলি ৷ এর মাধ্যমে শিক্ষকদের চরম অপমান করা হয়েছে ৷ আমাদের কোনওপ্রকার DA, PF-এর কথা ঘোষণা করা হয়নি৷"

ভিডিয়োয় শুনুন MSK শিক্ষক মোক্তার আলি খানের বক্তব্য

প্রসঙ্গত, বেতন বাড়ানোর দাবিতে শিশুশিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন । এই বিক্ষোভে অংশ নেয় সরকারপন্থী সংগঠনগুলিও । শিক্ষকরা তাদের দাবি আদায় করতে পথ অবরোধ, ধরনা, অনশন করে ৷ সরকারের সঙ্গে আলোচনাতেও বসে ৷ শেষমেশ তাদের দাবি আদায়ে সক্ষম হয় । ২০০৮ সালের পর বেতন বাড়ানো হয়নি বলে, তাদের অভিযোগ ছিল৷

sample description
Last Updated : Jul 29, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.