ETV Bharat / state

বাজেটে পার্শ্বশিক্ষকদের বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধি, ধিক্কার ঐক্যমঞ্চের - বিধানসভায় বাজেট

বিধানসভায় বাজেট পেশের বক্তৃতায় মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন । আর তাকে ধিক্কার জানিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

বাজেটে পার্শ্বশিক্ষকদের বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধি, ধিক্কার জানাল ঐক্যমঞ্চ
বাজেটে পার্শ্বশিক্ষকদের বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধি, ধিক্কার জানাল ঐক্যমঞ্চ
author img

By

Published : Feb 6, 2021, 3:28 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে পার্শ্বশিক্ষকদের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । ঘোষণা, বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধি । কিন্তু তাতে আখেরে দাবির কিছুই মেটেনি বলে দাবি অবস্থানরত পার্শ্বশিক্ষকদের । মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে গতকাল বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

একাধিক ঘোষণার মধ্যে ছিল, প্রতি বছর 3 শতাংশ হারে ভাতা বাড়বে । অবসরকালে এককালীন 3 লাখ টাকা পাবেন । আগামী অর্থবর্ষ থেকেই এই দুটি সিদ্ধান্ত পাবেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । গতকাল বিধানসভায় বাজেট বক্তৃতায় এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এই সুবিধা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও ।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধানসূত্র, বিক্ষোভ জারি পার্শ্বশিক্ষকদের

পার্শ্বশিক্ষকদের দাবি, 3 শতাংশ বৃদ্ধি করলে বছরে মাত্র 300 থেকে 390 টাকা বৃদ্ধি পাবে । এতে আমাদের সমস্যার সমাধান হবে না । এবিষয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, 300 থেকে 390 টাকা বাড়বে বছরে । ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে । ধিক্কার জানাই এই বাজেটকে । আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে । নতুন পরিকল্পনার রূপায়ণ হবে ।

গতকাল পার্শ্বশিক্ষকদের ঐক্যমঞ্চের তরফে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ 50 দিন অতিক্রান্ত করেছে । গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐক্যমঞ্চ । সেই ডাকে সাড়া দিয়ে পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা জমায়েত করেন সুবোধ মল্লিক স্কোয়ারে । অনুমতি থাকলেও এদিন মিছিলে বাঁধা হয়ে দাঁড়ায় পুলিশ । পুলিশের বেঁধে দেওয়া গণ্ডির মধ্যে বসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানালেও তা বিফলে যায় । অবশেষে ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে পার্শ্বশিক্ষকদের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । ঘোষণা, বছরে 3 শতাংশ ভাতা বৃদ্ধি । কিন্তু তাতে আখেরে দাবির কিছুই মেটেনি বলে দাবি অবস্থানরত পার্শ্বশিক্ষকদের । মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে গতকাল বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

একাধিক ঘোষণার মধ্যে ছিল, প্রতি বছর 3 শতাংশ হারে ভাতা বাড়বে । অবসরকালে এককালীন 3 লাখ টাকা পাবেন । আগামী অর্থবর্ষ থেকেই এই দুটি সিদ্ধান্ত পাবেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । গতকাল বিধানসভায় বাজেট বক্তৃতায় এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এই সুবিধা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও ।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধানসূত্র, বিক্ষোভ জারি পার্শ্বশিক্ষকদের

পার্শ্বশিক্ষকদের দাবি, 3 শতাংশ বৃদ্ধি করলে বছরে মাত্র 300 থেকে 390 টাকা বৃদ্ধি পাবে । এতে আমাদের সমস্যার সমাধান হবে না । এবিষয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, 300 থেকে 390 টাকা বাড়বে বছরে । ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে । ধিক্কার জানাই এই বাজেটকে । আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে । নতুন পরিকল্পনার রূপায়ণ হবে ।

গতকাল পার্শ্বশিক্ষকদের ঐক্যমঞ্চের তরফে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ 50 দিন অতিক্রান্ত করেছে । গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐক্যমঞ্চ । সেই ডাকে সাড়া দিয়ে পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা জমায়েত করেন সুবোধ মল্লিক স্কোয়ারে । অনুমতি থাকলেও এদিন মিছিলে বাঁধা হয়ে দাঁড়ায় পুলিশ । পুলিশের বেঁধে দেওয়া গণ্ডির মধ্যে বসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানালেও তা বিফলে যায় । অবশেষে ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.