কলকাতা, 18 মে : করোনা পরিস্থিতির জন্য প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রাজ্যের প্রায় সব স্কুল কলেজ । কিছুদিনের জন্য উঁচু ক্লাসের জন্য স্কুল খোলা হলেও করোনার ভয়াবহতার দাপটে ফের বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুল-কলেজ গুলি । রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা স্কুল-কলেজগুলোতে সেফহোম তৈরি করার । ইতিমধ্যেই শিক্ষা দফতরকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে । এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার সাউথ সাবারবান স্কুলে সেফহোম তৈরি কাজ প্রায় শেষ করে ফেলেছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার। রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই সেফ হোম তৈরি করা হচ্ছে ।
দেবাশিস কুমার জানিয়েছেন এই সেফহোমে থাকবে 24 ঘণ্টা ডাক্তার ও প্রশিক্ষিত নার্স । সেই সঙ্গে থাকছে অক্সিজেনের ব্যবস্থা । সেফ হোমে প্রত্যেকটি বেডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে । কোন রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রামকৃষ্ণ মিশনের ভর্তি করা হবে । এই সেফহোমের জন্য রামকৃষ্ণ মিশনের থেকে বেশ কয়েকটি ভেন্টিলেটার ও অক্সিজেন কনসেনট্রেটার দেওয়া হয়েছে । এই স্কুলের ভেতরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে । স্কুলের শ্রেণিকক্ষের ভেতরেই ইটের গাঁথুনি দিয়ে তৈরি করা হচ্ছে শৌচাগার । তবে শৌচাগার গুলোই এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে স্কুল চালু হলেই সেগুলো সহজে ভেঙ্গে ফেলা যাবে । সব মিলিয়ে 50 বেডের সেফহোম তৈরি করা হচ্ছে । প্রয়োজন হলে বেডের সংখ্যা আরো বাড়ানো হবে।
অক্সিজেন প্লান্ট থাকবে স্কুলের একটি নির্দিষ্ট জায়গায় । সেখান থেকে অক্সিজেন সরবরাহ করা হবে প্রত্যেকটি বেডে । আগামী পয়লা জুন থেকে এই সেফহোম শুরু করা হচ্ছে । এই সেফহোমে মোট 8 জন চিকিৎসক থাকবেন । সেই সঙ্গে থাকবে একটি অ্যাম্বুলেন্স ।