কলকাতা, 3 জানুয়ারি: ডিসেম্বর মাসেই 100 দিনের কাজ তথা বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের 1 লক্ষ 16 হাজার কোটি টাকার বঞ্চনা নিয়ে মমতা-মোদি বৈঠকের পর কেন্দ্র-রাজ্য যৌথ কমিটি গঠনের কথা বলা হয়েছিল ৷ যারা এই বঞ্চনার বিষয়গুলি খতিয়ে দেখবেন । বুধবার রাজ্যে এসে এই কমিটি নিয়েই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ।
এদিন এই নোডাল অফিসারের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নোডাল অফিসার নিয়োগ করলেও রাজ্যের তরফে এই নিয়ে কোনও নোডাল অফিসার নিয়োগ করা হয়নি । ইতিমধ্যেই কেন্দ্রের তরফে অফিসার নিয়োগের বিষয়ে রাজ্যকে জানিয়েও দেওয়া হয়েছে । এক্ষেত্রে রাজ্য সরকার দ্রুত নোডাল অফিসার নিয়োগ করুন ৷ মনরেগার যে টাকা দেওয়ার কথা রাজ্য বলছে, মানুষের হকের পাওনা সেই টাকা পাওয়া নিশ্চিত করুন ।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই অভিযোগের পর এদিন ইটিভি ভারত যোগাযোগ করেছিল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে ৷ সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইতিমধ্যেই রাজ্যের তরফে নোডাল অফিসারের নাম কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনও নাম রাজ্যকে পাঠানো হয়নি । কবে তাঁরা বৈঠক করবেন তাও জানানো হয়নি । রাজ্য সব তথ্য কেন্দ্রকে জানালেও, কেন্দ্র কোনওভাবেই রাজ্যকে কোনও তথ্য দেয়নি । তিনি এও বলেন, "আমাদের কোনও তথ্যই লুকানোর নেই । যে তথ্য দেওয়ার তাতো আমরা প্রধানমন্ত্রীকে দিয়েই এসেছি । ফলে নতুন করে তথ্য সংগ্রহের কোনও বিষয়ই নেই । এই মুহূর্তে অসহযোগিতার প্রশ্ন উঠছে কোথা থেকে ? বরং তাঁরাই জানাচ্ছেন না কবে বৈঠকে বসতে চান ।"
এদিন রাজ্যের তরফ থেকে পঞ্চায়েত মন্ত্রী জানান, কেন্দ্রকে জানাতে হবে কবে তাঁরা বৈঠক করবেন । সেই বৈঠকে কারা উপস্থিত থাকবেন । ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র রাজ্যের পঞ্চায়েত সচিবের পাশাপাশি আরও একজন আধিকারিক এই বৈঠকে থাকবেন । তারা সমস্ত তথ্য নিয়ে রেডি আছেন ৷ যে কোনওদিন বৈঠক ডাকলেই তারা তথ্য নিয়ে হাজির হবেন ।
এদিকে কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর পরস্পর বিরোধী এই বক্তব্যে বাস্তব পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । কে ঠিক কে ভুল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
আরও পড়ুন:
1. বোর্ড লাগিয়েও হয়নি রাস্তা, 100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তৃণমূলের
2. 100 দিনের কাজে দুর্নীতি হওয়ায় কেন্দ্র টাকা আটকে রেখেছে, দাবি কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রীর
3. 100 দিনের শ্রমিকদের তৃণমূলের তরফে দেওয়া টাকার উৎস কী ? ব্যাখ্যা করলেন মমতা