কলকাতা, 19 নভেম্বর: আগের থেকে একটু ভাল আছেন ঐন্দ্রিলা শর্মা (Actress Aindrila Sharma) । ভেন্টিলেশনে থাকলেও গত দু'দিনের থেকে একটু ভালো আছেন । চিকিৎসকদের নজরে রয়েছেন অভিনেত্রী । হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার (Aindrila Sharma)ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী এবং তাঁর পরিবার কলকাতার নিউরো মেডিসিন এবং নিউরো সার্জেনদের দ্বারস্থ হয়েছেন।
সূত্রের খবর, ইতিমধ্যেই ঐন্দ্রিলার চিকিৎসার খরচ 12 লক্ষ টাকা ছাড়িয়েছে । এরপর একটি খবরে উত্তাল হয় নেট পাড়া । গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলার চিকিৎসার জন্য খরচের হাত বাড়িয়ে দিয়েছেন । আর সেই খবরে শিল্পীর অনুরাগীরা তো বটেই, গোটা নেট পাড়া শুক্রবার সন্ধে থেকে অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ । এরপরেই সামাজিক মাধ্যমে কলম ধরেন ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তিনি লিখেছেন, "...চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে, এখনও অবধি কারও কাছে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি অথবা কারও থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি । তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তাঁর পরিবারকে ছোট করা । নিজের অপমান গায়ে মাখি না ঠিকই কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোসকা পড়ে ।" তবে সব্যসাচী জানান কীভাবে চিকিৎসা হচ্ছে এবং আর কী কী করা যেতে পারে তা নিয়ে অরিজিতের সঙ্গে তাঁর কথা হয়েছে ।
আরও পড়ুন: গত দু'দিনের তুলনায় একটু ভালো, ঐন্দ্রিলার সুস্থতার আশায় বুক বাঁধছেন অনুরাগীরা
দীর্ঘ পোস্টের একেবারে শেষের দিকে সব্যসাচী লেখেন, "এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে । আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরোর কথা পরে ভাববো ...।" স্বাভাবিকভাবেই এই খবরে কিছুটা হলেও আশ্বস্ত সকলেই ।