কলকাতা, 29 জানুয়ারি: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷ একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে (ED arrested Kuntal Ghosh) ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই গ্রেফতারিতে নতুন করে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তির খাতিরে কি কুন্তলকে কি ছেঁটে ফেলবে তৃণমূল ?
রবিবার ছিল 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে থিম সং প্রকাশের অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ এখানে কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্নের উত্তরে সায়নী বলেন, "ও আমাদের যুবর কমিটিতে রয়েছে । উনি হুগলির নেতা । ওনার সঙ্গে অবশ্যই আমার নানা জায়গায় ছবি রয়েছে । আর আমরা যেখানে যাই সেখানে লক্ষ-লক্ষ লোক উপস্থিত থাকেন । তাঁদের অনেকের সঙ্গেই ছবি থাকে । তার মানে এই নয় যাঁদের সঙ্গে আমাদের দেখা হয় তাঁদের একটা ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই বা তাঁদের ইতিহাস-ভূগোল পরীক্ষা করে আমরা কাজ করি । এই বিষয়টি তদন্তনাধীন । সেই কারণে মন্তব্য করা ঠিক হবে না । আমি সভানেত্রী হয়ে বলছি কুন্তল দোষী প্রমাণিত হলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই ।"
আরও পড়ুন: সায়নী, দেবাংশুদের উপস্থিতিতে প্রকাশিত হল দিদির সুরক্ষা কবচের থিম সং
সায়নী ঘোষের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তবে কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে এবার ছাঁটতে চলেছে তৃণমূল (TMC Leader Kuntal Ghosh)? পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর বিরুদ্ধেও তৃণমূল শিবির কোনও ব্যবস্থা নেয় কি না, সেটাই এখন দেখার । উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত 21 জানুয়ারি তাঁকে গ্রেফতার করে ইডি । তারপর থেকে ইডি হেফাজতে রেখেই জেরা করা হচ্ছে তাঁকে । প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ । তবে সূত্রের খবর, টানা জেরায় ভেঙে পড়েন তিনি ।
যদিও এর আগে কুন্তল তাঁর দলকে এসবের সঙ্গে যুক্ত না করার অনুরোধ জানিয়েছিলেন । তাঁর থেকে দূরত্ব বাড়িয়েছিল দলও । কিন্তু কুন্তল ঘোষ তৃণমূলের রাজ্য যুব কমিটির সদস্য । তাই তাঁকে নিয়ে দলের ভিতরে এবং বাইরে নানা প্রশ্ন উঠছিল । রবিবার এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন সায়নী । তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায় যতগুলো পোস্টে ছিলেন তাঁকে ছ’দিনের মধ্যে সেগুলি থেকে সরানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল । কুন্তল ঘোষ একজন যুবনেতা । তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে ।"