ETV Bharat / state

সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে । CBI সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে । আর 5 জুলাই শুভাপ্রসন্নকে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 2, 2019, 1:03 PM IST

কলকাতা, 2 জুলাই : সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে । CBI সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে । আর 5 জুলাই শুভাপ্রসন্নকে । অভিযোগ, সারদা মামলায় এই দু'জনেই আর্থিক সুবিধা নিয়েছিলেন । সেই বিষয়েই তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI ।

লোকসভা নির্বাচন শেষ হতেই চিট ফান্ড মামলায় তদন্তের গতি বাড়িয়েছে CBI । সারদা ছাড়াও রোজ়ভ্যালিসহ অন্য বেশ কয়েকটি চিটফান্ডের ক্ষেত্রেও তদন্ত চলছে সমানতালে । CBI-র সহ অধিকর্তা নাগেশ্বর রাও দিন কয়েক আগে কলকাতায় এসে এমনই নির্দেশ দিয়েছেন । সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে কয়েকজন রাঘববোয়ালের নাম আগেই হাতে এসেছিল তাদের ৷ তাঁদেরই একজন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ৷ তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত । অভিযোগ, সারদার টাকা ব্যবহার করে তিনি একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি । সূত্র জানাচ্ছে, সেই টাকার হিসাব চাওয়া হবে । পাশাপাশি, ছবি বিক্রি সংক্রান্ত কয়েকটি বিষয়ও আছে । CBI জানতে পেরেছে, 2011 সালের শেষ দিকে ছবি বিক্রির একটি প্রদর্শনী করেছিলেন শুভাপ্রসন্ন । সেখানেও সারদা যোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা । সেই সব নথি দিয়ে শুভাপ্রসন্নকে দেখা করতে বলা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

অন্যদিকে, দিন কয়েক আগেই রোজ়ভ্যালি মামলায় তলব করা হয়েছিল শিবাজী পাঁজাকে । এবার সারদা মামলাতেও তাঁকে তলব করা হল । এর আগেও এই মামলায় শিবাজী পাঁজাকে জিজ্ঞাসাবাদ করেছে এই তদন্তকারী সংস্থা । কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনও প্রশ্ন রয়ে গেছে । সূত্র জানাচ্ছে, 2011 থেকে 2012 সালে সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে একাধিক ছবি বিক্রি করে শাসক দলের নেতারা ছ’‌কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ । তদন্তকারী সূত্রের খবর, কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির যে-প্রদর্শনী হয়েছিল, তার দায়িত্বে ছিলেন শিবাজী । সেখান থেকেই ছবি দেওয়া হয় সুদীপ্তকে । সেই বিষয়টি নিয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পাশাপাশি ছবি তৈরির জন্য শিবাজী সুদীপ্ত সেনের থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন বলে খবর । সেই সব নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে CBI-র তরফে ।

কলকাতা, 2 জুলাই : সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে । CBI সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে । আর 5 জুলাই শুভাপ্রসন্নকে । অভিযোগ, সারদা মামলায় এই দু'জনেই আর্থিক সুবিধা নিয়েছিলেন । সেই বিষয়েই তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় CBI ।

লোকসভা নির্বাচন শেষ হতেই চিট ফান্ড মামলায় তদন্তের গতি বাড়িয়েছে CBI । সারদা ছাড়াও রোজ়ভ্যালিসহ অন্য বেশ কয়েকটি চিটফান্ডের ক্ষেত্রেও তদন্ত চলছে সমানতালে । CBI-র সহ অধিকর্তা নাগেশ্বর রাও দিন কয়েক আগে কলকাতায় এসে এমনই নির্দেশ দিয়েছেন । সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে কয়েকজন রাঘববোয়ালের নাম আগেই হাতে এসেছিল তাদের ৷ তাঁদেরই একজন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ৷ তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত । অভিযোগ, সারদার টাকা ব্যবহার করে তিনি একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি । সূত্র জানাচ্ছে, সেই টাকার হিসাব চাওয়া হবে । পাশাপাশি, ছবি বিক্রি সংক্রান্ত কয়েকটি বিষয়ও আছে । CBI জানতে পেরেছে, 2011 সালের শেষ দিকে ছবি বিক্রির একটি প্রদর্শনী করেছিলেন শুভাপ্রসন্ন । সেখানেও সারদা যোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা । সেই সব নথি দিয়ে শুভাপ্রসন্নকে দেখা করতে বলা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

অন্যদিকে, দিন কয়েক আগেই রোজ়ভ্যালি মামলায় তলব করা হয়েছিল শিবাজী পাঁজাকে । এবার সারদা মামলাতেও তাঁকে তলব করা হল । এর আগেও এই মামলায় শিবাজী পাঁজাকে জিজ্ঞাসাবাদ করেছে এই তদন্তকারী সংস্থা । কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনও প্রশ্ন রয়ে গেছে । সূত্র জানাচ্ছে, 2011 থেকে 2012 সালে সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে একাধিক ছবি বিক্রি করে শাসক দলের নেতারা ছ’‌কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ । তদন্তকারী সূত্রের খবর, কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির যে-প্রদর্শনী হয়েছিল, তার দায়িত্বে ছিলেন শিবাজী । সেখান থেকেই ছবি দেওয়া হয় সুদীপ্তকে । সেই বিষয়টি নিয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পাশাপাশি ছবি তৈরির জন্য শিবাজী সুদীপ্ত সেনের থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন বলে খবর । সেই সব নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে CBI-র তরফে ।

Intro:কলকাতা, ২ জুলাই: সারদা মামলায় ফের তলব করা হল শিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে। সিবিআই সূত্রে খবর, আগামী 4 জুলাই তলব করা হয়েছে শিবাজীকে। আর 5 জুলাই শুভাপ্রসন্নকে। অভিযোগ, সারদা মামলায় এই দুজনে আর্থিক সুবিধা নিয়েছিলেন। সেই বিষয়েই তাদের আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।Body:লোকসভা নির্বাচন শেষ হতেই চিট ফান্ড মামলায় তদন্তের গতি বাড়িয়েছে CBI। সারদা ছাড়াও রোজভ্যালি সহ অন্য বেশ কয়েকটি চিটফান্ডের ক্ষেত্রেও তদন্ত চলছে সমানতালে। সিবিআইয়ের সহ অধিকর্তা নাগেশ্বর রাও দিন কয়েক আগে কলকাতায় এসে এমনই নির্দেশ দিয়েছেন। সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানি মুখোপাধ্যায়কে জেরা করে কয়েকজন রাঘববোয়ালের নাম আগেই হাতে এসেছিল সিবিআইয়ের৷ তাঁদেরই একজন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন৷ তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, সারদার টাকা ব্যবহার করে তিনি একটি সংবাদমাধ্যম খুলেছিলেন তিনি। সূত্র জানাচ্ছে, সেই টাকার হিসাব চাওয়া হবে। পাশাপাশি, ছবি বিক্রি সংক্রান্ত কয়েকটি বিষয়ও আছে। সিবিআই জানতে পেরেছে, ২০১১ সালের শেষ দিকে ছবি বিক্রির একটি প্রদর্শনী করেছিলেন শুভাপ্রসন্ন। সেখানেও সারদা যোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা। সেই সব নথি দিয়ে শুভাপ্রসন্নকে দেখা করতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
Conclusion:অন্যদিকে, দিন কয়েক আগেই রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল শিবাজী পাঁজাকে। এবার সারদা মামলাতেও তাকে তলব করা হলো। এর আগেও এই মামলায় শিবাজী পাঁজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনো প্রশ্ন রয়ে গেছে। সূত্র জানাচ্ছে, ২০১১-’১২ সালে সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে একাধিক ছবি বিক্রি করে শাসক দলের নেতারা ছ’‌কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তদন্তকারী সূত্রের খবর, কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির যে-প্রদর্শনী হয়েছিল, তার দায়িত্বে ছিলেন শিবাজী। অভিযোগ, সেখান থেকেই ছবি দেওয়া হয় সুদীপ্তকে। সেই বিষয়টি নিয়ে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি ছবি তৈরির জন্য শিবাজী সুদীপ্ত সেনের থেকে বেশ কিছু টাকা নিয়ে চলুন বলে খবর। সেই সব নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে সিবিআইয়ের তরফে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.