ETV Bharat / state

ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে সোশাল মিডিয়ায় গুজব চলছে, জানাল আলিপুর আবহাওয়া অফিস

author img

By

Published : May 26, 2020, 11:01 PM IST

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান সাইক্লোন নিসর্গ নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে ।

ছবি
ছবি

কলকাতা, 26 মে : সকাল থেকে আকাশ মেঘলা থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে । আর এই নিয়েই বহু জল্পনা তৈরি হয়েছে । ঘূর্ণিঝড় আমফান যেতে না যেতেই আবার সাইক্লোন নিসর্গ আসছে, ইতিমধ্যেই এই ধরনের একটি খবর ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তবে এটি সম্পূর্ণ গুজব । আপাতত কোনওরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই । আজ একথা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, আপাতত বঙ্গোপসাগরে এরকম কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের অবস্থান নেই ।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে থেকেই ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করা হয় । সেইমতো 13টি দেশের তরফে 169টি নাম প্রস্তাব করা হয়েছে । ভবিষ্যতে যখন ঘূর্ণিঝড় আসবে, সেই তালিকার নাম অনুসারে পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে। সেই তালিকা অনুযায়ী প্রথম নাম ভারতের দেওয়া নিসর্গ। তাই পরবর্তী সময় যে ঘূর্ণিঝড় আসবে তার নাম দেওয়া হবে নিসর্গ। তার মানে এই নয় নতুন করে কোনও ঘূর্ণিঝড় আসছে । যার নাম নিসর্গ। যখন ঘূর্ণিঝড় আসবে, তখন তার নাম রাখা হবে নিসর্গ । তাই সোশাল মিডিয়ায় গুজব চলছে ।"

তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর সংলগ্ন 13 টি দেশ নিয়ে একটি কমিটি রয়েছে। তারা পর্যায়ক্রমিকভাবে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে । প্রতিটি দেশ 13 টি করে নাম প্রস্তাব করে । সেই নামগুলি নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। উপমহাদেশের দেশগুলির মধ্যে বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড যৌথভাবে এই নামের তালিকা তৈরি করে। 2018 সালে আরও পাঁচটি দেশ ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইয়েমেন এই তালিকায় যুক্ত হয়েছে। এই 13 টি দেশ আসন্ন ঘূর্ণিঝড়গুলির জন্য নাম প্রস্তাব করে। মোট 169 টি নামের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে। আমফানের পর ঘূর্ণিঝড়গুলির নাম দেওয়া হয়েছে নিসর্গ,গতি ও নিভার।

সোশাল মিডিয়ায় চলা এই খবর নিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " এগুলি ভুল তথ্য । যারা এই ধরনের গুজব রটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। যাতে আগামীদিনে এরকম ভুল খবরে অযথা আতঙ্ক না ছড়ায় ।"

কলকাতা, 26 মে : সকাল থেকে আকাশ মেঘলা থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে । আর এই নিয়েই বহু জল্পনা তৈরি হয়েছে । ঘূর্ণিঝড় আমফান যেতে না যেতেই আবার সাইক্লোন নিসর্গ আসছে, ইতিমধ্যেই এই ধরনের একটি খবর ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তবে এটি সম্পূর্ণ গুজব । আপাতত কোনওরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই । আজ একথা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, আপাতত বঙ্গোপসাগরে এরকম কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের অবস্থান নেই ।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে থেকেই ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করা হয় । সেইমতো 13টি দেশের তরফে 169টি নাম প্রস্তাব করা হয়েছে । ভবিষ্যতে যখন ঘূর্ণিঝড় আসবে, সেই তালিকার নাম অনুসারে পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে। সেই তালিকা অনুযায়ী প্রথম নাম ভারতের দেওয়া নিসর্গ। তাই পরবর্তী সময় যে ঘূর্ণিঝড় আসবে তার নাম দেওয়া হবে নিসর্গ। তার মানে এই নয় নতুন করে কোনও ঘূর্ণিঝড় আসছে । যার নাম নিসর্গ। যখন ঘূর্ণিঝড় আসবে, তখন তার নাম রাখা হবে নিসর্গ । তাই সোশাল মিডিয়ায় গুজব চলছে ।"

তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর সংলগ্ন 13 টি দেশ নিয়ে একটি কমিটি রয়েছে। তারা পর্যায়ক্রমিকভাবে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে । প্রতিটি দেশ 13 টি করে নাম প্রস্তাব করে । সেই নামগুলি নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। উপমহাদেশের দেশগুলির মধ্যে বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড যৌথভাবে এই নামের তালিকা তৈরি করে। 2018 সালে আরও পাঁচটি দেশ ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইয়েমেন এই তালিকায় যুক্ত হয়েছে। এই 13 টি দেশ আসন্ন ঘূর্ণিঝড়গুলির জন্য নাম প্রস্তাব করে। মোট 169 টি নামের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে। আমফানের পর ঘূর্ণিঝড়গুলির নাম দেওয়া হয়েছে নিসর্গ,গতি ও নিভার।

সোশাল মিডিয়ায় চলা এই খবর নিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, " এগুলি ভুল তথ্য । যারা এই ধরনের গুজব রটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। যাতে আগামীদিনে এরকম ভুল খবরে অযথা আতঙ্ক না ছড়ায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.