ETV Bharat / state

শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা, ওয়াক-আউট বিজেপি'র - Ruckus in West Bengal assembly

Ruckus in Bengal Assembly: শীতকালীন অধিবেশনের শুরুতেই হইচই রাজ্য বিধানসভায় ৷ বিরোধীদের মুলতুবি প্রস্তাবে আলোচনার অনুমতি না মেলায় তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এরপর তারা বিধানসভা থেকে ওয়াক-আউট করে ৷

Ruckus in Bengal Assembly
ওয়াক আউট বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 12:36 PM IST

Updated : Nov 28, 2023, 1:23 PM IST

শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা

কলকাতা, 28 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বিধানসভা ৷ মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী দল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিষয়টি পাঠের অনুমতি দিলেও আলোচনার অনুমোদন দেননি । এরই প্রতিবাদে বিধানসভার ভিতরে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা । বিধানসভায় ওঠে চোর ধরো জেল ভরো স্লোগান ৷ ওয়েলে নেমে বিরোধী বিধায়করা স্লোগান তোলেন, "আজ নেই দরকার চোরেদের সরকার"৷ এরপর তীব্র হইচইয়ের মধ্যে বিধানসভা থেকে ওয়াক-আউট করে বিজেপি ৷

সাম্প্রতিককালে বিধানসভার অধিবেশন শুরু হলেই বিরোধীদের হইচইয়ের ছবি নতুন কিছু নয় ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷ মঙ্গলবার শীতকালীন অধিবেশনের শুরুতে দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবটি পাঠ করার অনুমতি দেন । প্রস্তাবটি পাঠ করেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও । কিন্তু অধ্যক্ষ শুধু সেই প্রস্তাব পাঠ করার অনুমতি দিয়েছিলেন ৷ কিন্তু তা নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এই নিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার ভিতরে তাঁরা দিতে থাকেন একের পর এক স্লোগান । এরপর অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ।

যদিও এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুর্নীতির বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ সেই কারণেই দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব আলোচনার অনুমতি দেওয়া হয়নি ৷ তবুও তা পাঠ করতে দেওয়া হয়েছিল ৷ তবে যে ভাবে বিধানসভায় বিরোধীরা 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিয়েছেন তা কাঙ্ক্ষিত নয় বলে মত অধ্যক্ষের ৷

এ দিকে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ দিনের বিজেপির বিক্ষোভকে তীব্র কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, "ওরা টিভির পর্দায় বেঁচে থাকতেই এ সব করে ৷ বিজেপি ভালো করেই জানে যে, বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ তবুও তারা টিভি পর্দায় থাকার জন্যই বিধানসভায় হইচই করে বিক্ষোভ দেখিয়ে ওয়াক-আউট করেছে ৷"

আরও পড়ুন:

  1. রক্তচাপ বেড়ে যাওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তর জ্যোতিপ্রিয়কে
  2. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম
  3. রাস্তাশ্রী প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গোসাবায় খুন তৃণমূল বুথ সভাপতি

শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা

কলকাতা, 28 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বিধানসভা ৷ মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী দল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিষয়টি পাঠের অনুমতি দিলেও আলোচনার অনুমোদন দেননি । এরই প্রতিবাদে বিধানসভার ভিতরে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা । বিধানসভায় ওঠে চোর ধরো জেল ভরো স্লোগান ৷ ওয়েলে নেমে বিরোধী বিধায়করা স্লোগান তোলেন, "আজ নেই দরকার চোরেদের সরকার"৷ এরপর তীব্র হইচইয়ের মধ্যে বিধানসভা থেকে ওয়াক-আউট করে বিজেপি ৷

সাম্প্রতিককালে বিধানসভার অধিবেশন শুরু হলেই বিরোধীদের হইচইয়ের ছবি নতুন কিছু নয় ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷ মঙ্গলবার শীতকালীন অধিবেশনের শুরুতে দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবটি পাঠ করার অনুমতি দেন । প্রস্তাবটি পাঠ করেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও । কিন্তু অধ্যক্ষ শুধু সেই প্রস্তাব পাঠ করার অনুমতি দিয়েছিলেন ৷ কিন্তু তা নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এই নিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার ভিতরে তাঁরা দিতে থাকেন একের পর এক স্লোগান । এরপর অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ।

যদিও এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুর্নীতির বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ সেই কারণেই দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব আলোচনার অনুমতি দেওয়া হয়নি ৷ তবুও তা পাঠ করতে দেওয়া হয়েছিল ৷ তবে যে ভাবে বিধানসভায় বিরোধীরা 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিয়েছেন তা কাঙ্ক্ষিত নয় বলে মত অধ্যক্ষের ৷

এ দিকে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ দিনের বিজেপির বিক্ষোভকে তীব্র কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, "ওরা টিভির পর্দায় বেঁচে থাকতেই এ সব করে ৷ বিজেপি ভালো করেই জানে যে, বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ তবুও তারা টিভি পর্দায় থাকার জন্যই বিধানসভায় হইচই করে বিক্ষোভ দেখিয়ে ওয়াক-আউট করেছে ৷"

আরও পড়ুন:

  1. রক্তচাপ বেড়ে যাওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তর জ্যোতিপ্রিয়কে
  2. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম
  3. রাস্তাশ্রী প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গোসাবায় খুন তৃণমূল বুথ সভাপতি
Last Updated : Nov 28, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.