কলকাতা, 3 জুলাই : রোজ়ভ্যালি চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে CBI । ইতিমধ্যেই জেলের অন্দরে গিয়ে গৌতম কুণ্ডুকে বেশ কয়েকবার জেরা করেছেন তদন্তকারীরা । ডাকা হয়েছিল শিবাজি পাঁজাকে । এবার মাঠে নামল ED-ও । আজ তল্লাশি চালান হল শহরের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে । সূত্রের খবর, উদ্ধার হয়েছে কিছু নথি ।
রাজ্য সরকার গঠিত SIT(স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম) রোজ়ভ্যালি মামলার তদন্তের সময় গোবিন্দ আগরওয়াল নামে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালিয়েছিল । সেসময় বাজেয়াপ্ত করা হয়েছিল এক কোটি টাকা ও একটি ল্যাপটপ । পুলিশ সূত্রে খবর, সেই ল্যাপটপে "ম্যাডাম রোজ়ভ্যালি" নামে একটি ফোল্ডার ছিল । সেই ফোল্ডারের সূত্র ধরে প্রাক্তন ED কর্তা মনোজ কুমার সংক্রান্ত তথ্য আসে পুলিশের হাতে । সেই সূত্রেই গ্রেপ্তার হন মনোজ কুমার ।
এই সংক্রান্ত খবর : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে
আজ সেই গোবিন্দ আগরওয়ালের বাড়িতেই ফের তল্লাশি চালায় ED । সূত্রের খবর ED-র তিনটি দল গোবিন্দ আগরওয়ালের লেক গার্ডেন্স, বালিগঞ্জ এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় । তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চাটার্ড ফার্মের মাধ্যমেই রোজভ্যালির প্রচুর টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করা হয়েছে । সেই বিষয়ে নথি খুঁজতেই আজ তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা ।