ETV Bharat / state

রোজ়ভ্যালি তদন্তে এবার এক চার্টার্ড অ্যকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি ED-র - চার্টার্ড অ্যকাউন্টেন্ট

রোজ়ভ্যালি তদন্তে আজ তল্লাশি চালান হল শহরের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে । সূত্রের খবর, উদ্ধার হয়েছে কিছু নথি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 3, 2019, 9:43 PM IST

কলকাতা, 3 জুলাই : রোজ়ভ্যালি চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে CBI । ইতিমধ্যেই জেলের অন্দরে গিয়ে গৌতম কুণ্ডুকে বেশ কয়েকবার জেরা করেছেন তদন্তকারীরা । ডাকা হয়েছিল শিবাজি পাঁজাকে । এবার মাঠে নামল ED-ও । আজ তল্লাশি চালান হল শহরের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে । সূত্রের খবর, উদ্ধার হয়েছে কিছু নথি ।

রাজ্য সরকার গঠিত SIT(স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম) রোজ়ভ্যালি মামলার তদন্তের সময় গোবিন্দ আগরওয়াল নামে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালিয়েছিল । সেসময় বাজেয়াপ্ত করা হয়েছিল এক কোটি টাকা ও একটি ল্যাপটপ । পুলিশ সূত্রে খবর, সেই ল্যাপটপে "ম্যাডাম রোজ়ভ্যালি" নামে একটি ফোল্ডার ছিল । সেই ফোল্ডারের সূত্র ধরে প্রাক্তন ED কর্তা মনোজ কুমার সংক্রান্ত তথ্য আসে পুলিশের হাতে । সেই সূত্রেই গ্রেপ্তার হন মনোজ কুমার ।

এই সংক্রান্ত খবর : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

আজ সেই গোবিন্দ আগরওয়ালের বাড়িতেই ফের তল্লাশি চালায় ED । সূত্রের খবর ED-র তিনটি দল গোবিন্দ আগরওয়ালের লেক গার্ডেন্স, বালিগঞ্জ এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় । তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চাটার্ড ফার্মের মাধ্যমেই রোজভ্যালির প্রচুর টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করা হয়েছে । সেই বিষয়ে নথি খুঁজতেই আজ তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা ।

কলকাতা, 3 জুলাই : রোজ়ভ্যালি চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে CBI । ইতিমধ্যেই জেলের অন্দরে গিয়ে গৌতম কুণ্ডুকে বেশ কয়েকবার জেরা করেছেন তদন্তকারীরা । ডাকা হয়েছিল শিবাজি পাঁজাকে । এবার মাঠে নামল ED-ও । আজ তল্লাশি চালান হল শহরের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে । সূত্রের খবর, উদ্ধার হয়েছে কিছু নথি ।

রাজ্য সরকার গঠিত SIT(স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম) রোজ়ভ্যালি মামলার তদন্তের সময় গোবিন্দ আগরওয়াল নামে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালিয়েছিল । সেসময় বাজেয়াপ্ত করা হয়েছিল এক কোটি টাকা ও একটি ল্যাপটপ । পুলিশ সূত্রে খবর, সেই ল্যাপটপে "ম্যাডাম রোজ়ভ্যালি" নামে একটি ফোল্ডার ছিল । সেই ফোল্ডারের সূত্র ধরে প্রাক্তন ED কর্তা মনোজ কুমার সংক্রান্ত তথ্য আসে পুলিশের হাতে । সেই সূত্রেই গ্রেপ্তার হন মনোজ কুমার ।

এই সংক্রান্ত খবর : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

আজ সেই গোবিন্দ আগরওয়ালের বাড়িতেই ফের তল্লাশি চালায় ED । সূত্রের খবর ED-র তিনটি দল গোবিন্দ আগরওয়ালের লেক গার্ডেন্স, বালিগঞ্জ এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় । তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চাটার্ড ফার্মের মাধ্যমেই রোজভ্যালির প্রচুর টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করা হয়েছে । সেই বিষয়ে নথি খুঁজতেই আজ তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা ।

Intro:কলকাতা, ৩ জুলাই: চার পাতার সুইসাইড নোট। যার ছত্রেছত্রে চাপা অভিমান। পারিবারিক অবহেলার আখ্যান। যেখানে আছে বাবা হিসেবে মেয়ের প্রতি আপত্য স্নেহের কথা। দুই ছেলের নানা ব্যবহারে অন্তরের অন্তস্থলে ব্যথা পাওয়ার কথা। সেই অভিমান থেকেই অভিমানী হয়ে দক্ষিণ কলকাতার অভিজাত হিন্দুস্তান ক্লাবের দশতলা থেকে ঝাঁপ দিয়েছেন ৭৫ বছরের বৃদ্ধ ব্যবসায়ী। অন্তত পুলিশের প্রাথমিক তদন্ত তাই বলছে। যদিও তিন সন্তানের বাবা মৃত্যুর জন্য দায়ী করে যাননি কাউকেই। আর্জি জানিয়ে গেছেন “পুলিশি তদন্তে বাড়াবাড়ি না করার"। যদিও ওই সুইসাইড-নোট তাঁরই লেখা কিনা তা খতিয়ে দেখছে লালবাজার।
Body:আজ সকালে বালিগঞ্জের ওই ক্লাবের পিছনের দিকে বেসমেন্টের পার্কিং লটের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যবসায়ীকে। তখন সবে দিনের আলো ফুটেছে। সকাল ৬: ১৫। আওয়াজ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ক্লাবের সদস্য সরোবরমল ভিমসারিয়া। দ্রুত খবর যায় বালিগঞ্জ থানায়। আসে পুলিশ। সরোবরমলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Conclusion:ক্লাব সূত্রে জানা গেছে, রোজই ভোরে ক্লাবে আসতেন সরোবরমল। করতেন মর্নিং ওয়াক। আজও তার অন্যথা হয়নি। নিরাপত্তারক্ষীরা কোনো অস্বাভাবিক আচরনও লক্ষ্য করেনি। গেটে থাকা নিরাপত্তারক্ষীর সঙ্গে কিছু বাক্যালাপও হয় তাঁর। পরে পুলিশ CCTV ফূটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে, ঠিকই বলছে ক্লাবের নিরাপত্তারক্ষীরা। পুলিশ এরপর ক্লাবের ১০ তলা থেকে পায় একটি মোবাইল ফোন, একটি ভিজিটিং কার্ড এবং একটি হাতে লেখা সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারনা হয়, আত্মহত্যাই করেছেন সরোবরমল। তবে তদন্ত ঠিকভাবে চালানোর জন্য ঘটনাস্থানে পাঠানো হয় হোমিসাইড স্কোয়াডকে। পাশাপাশি মৃতদেহের ময়নাতদন্তও হয়েছে। ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রভীণ ত্রিপাঠী বলেন, “ আমরা এখনও অস্বাভাবিক কিছু পাইনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে। সেটি তারা লেখা কিনা জানতে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের সাহায্য।"


সরোবরমল পেশায় ব্যবসায়ী হলেও যুক্ত ছিলেন সামাজিক কাজেও। তিনি মারোয়ারি সোসাইটি ছাড়াও জড়িত ছিলেন কয়েকটি সমাজসেবী সংগঠনের সঙ্গে। পাশাপাশি একটা সময় যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গেও। এহেন মানুষ আত্মহত্যা করতে পারেন ভাবতে পারছেন না ক্লাবের ঘনিষ্ঠরা। তবে পারিপার্শ্বিকতা বলছে, পরিবারের অবহেলা কৃত্তিকা পালের মতো কিশোরী পড়ুয়াকে অভিমানী করছে না, অভিমানী করছে ৭৫ এর বৃদ্ধদেরও!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.