কলকাতা, 20 ডিসেম্বর : রোজ়ভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল CBI ৷ তদন্তকারী সংস্থার ডাক পেয়ে আজ CGO কমপ্লেক্সে আসেন প্রাক্তন পুলিশ কমিশনার ৷ তাঁকে প্রায় দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, কিছু তথ্য তদন্তকারীদের দিয়েছেন গৌতমমোহন ৷
জিজ্ঞাসাবাদ শেষে CGO কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকরা গৌতমমোহনবাবুর কাছে জানতে চান কেন তাঁকে ডাকা হয়েছিল ? গৌতমমোহনবাবু বলেন, "রোজ়ভ্যালি নিয়ে আমরা তদন্ত করেছিলাম ৷ সেজন্য CBI থেকে ডাকা হয়েছিল ৷ 2010 সালে রোজ়ভ্যালির বিষয়ে আমরা তদন্ত করছিলাম ৷ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় ৷ SEBI-কে আমরা চিঠি দিয়েছিলাম ৷ ওরাও আমাদের চিঠি দিয়েছিল ৷ এখন তো CBI তদন্ত করছে ৷ তাই তদন্তের বিষয়ে কিছু বলতে পারব না ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিষয়ে আমার কোনও মতামতও নেই ৷"
পাশাপাশি গৌতমমোহনবাবু জানান, তিনি সেসময় পুলিশ কমিশনার ছিলেন, সেকারণে তাঁকে ডাকা হয়েছিল ৷ তিনি তদন্তে সাহায্য করছেন ৷ ভবিষ্যতে তাঁকে ডাকা হলে ফের আসবেন ও সবরকম সাহায্য করবেন ৷
সূত্রের খবর, 2010 সালে রোজ়ভ্যালি নিয়ে SEBI-র তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয় ৷ তিনি থাকাকালীন কি রোজভ্যালি নিয়ে কোনও FIR হয়েছিল ? এর উত্তরে গৌতমমোহনবাবু বলেন, "2011-র মার্চ মাসে আমি কলকাতা পুলিশ ছেড়েছিলাম ৷ সেই সময় পর্যন্ত FIR হয়নি ৷ কোনও অভিযোগ জমা পড়লেও আমি জানি না ৷ এটা CBI-র তদন্তের বিষয় ৷" প্রসঙ্গত, রোজ়ভ্যালি কাণ্ডে এর আগে কলকাতা পুলিশের আর এক প্রাক্তন কমিশনার রাজীব কুমারকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷