ETV Bharat / state

রোজ়ভ্যালি কাণ্ড : প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহনকে জিজ্ঞাসাবাদ CBI-এর

জিজ্ঞাসাবাদ শেষে CGO কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকরা গৌতমমোহনবাবুর কাছে জানতে চান কেন তাঁকে ডাকা হয়েছিল ? গৌতমমোহনবাবু বলেন, "রোজ়ভ্যালি নিয়ে আমরা তদন্ত করেছিলাম ৷ সেজন্য CBI থেকে ডাকা হয়েছিল ৷ 2010 সালে রোজ়ভ্যালির বিষয়ে আমরা তদন্ত করছিলাম ৷ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় ৷ SEBI-কে আমরা চিঠি দিয়েছিলাম ৷ ওরাও আমাদের চিঠি দিয়েছিল ৷"

gautam mohan chakrabarty
গৌতমমোহন চক্রবর্তী
author img

By

Published : Dec 20, 2019, 2:34 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : রোজ়ভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল CBI ৷ তদন্তকারী সংস্থার ডাক পেয়ে আজ CGO কমপ্লেক্সে আসেন প্রাক্তন পুলিশ কমিশনার ৷ তাঁকে প্রায় দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, কিছু তথ্য তদন্তকারীদের দিয়েছেন গৌতমমোহন ৷

জিজ্ঞাসাবাদ শেষে CGO কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকরা গৌতমমোহনবাবুর কাছে জানতে চান কেন তাঁকে ডাকা হয়েছিল ? গৌতমমোহনবাবু বলেন, "রোজ়ভ্যালি নিয়ে আমরা তদন্ত করেছিলাম ৷ সেজন্য CBI থেকে ডাকা হয়েছিল ৷ 2010 সালে রোজ়ভ্যালির বিষয়ে আমরা তদন্ত করছিলাম ৷ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় ৷ SEBI-কে আমরা চিঠি দিয়েছিলাম ৷ ওরাও আমাদের চিঠি দিয়েছিল ৷ এখন তো CBI তদন্ত করছে ৷ তাই তদন্তের বিষয়ে কিছু বলতে পারব না ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিষয়ে আমার কোনও মতামতও নেই ৷"

পাশাপাশি গৌতমমোহনবাবু জানান, তিনি সেসময় পুলিশ কমিশনার ছিলেন, সেকারণে তাঁকে ডাকা হয়েছিল ৷ তিনি তদন্তে সাহায্য করছেন ৷ ভবিষ্যতে তাঁকে ডাকা হলে ফের আসবেন ও সবরকম সাহায্য করবেন ৷

সূত্রের খবর, 2010 সালে রোজ়ভ্যালি নিয়ে SEBI-র তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয় ৷ তিনি থাকাকালীন কি রোজভ্যালি নিয়ে কোনও FIR হয়েছিল ? এর উত্তরে গৌতমমোহনবাবু বলেন, "2011-র মার্চ মাসে আমি কলকাতা পুলিশ ছেড়েছিলাম ৷ সেই সময় পর্যন্ত FIR হয়নি ৷ কোনও অভিযোগ জমা পড়লেও আমি জানি না ৷ এটা CBI-র তদন্তের বিষয় ৷" প্রসঙ্গত, রোজ়ভ্যালি কাণ্ডে এর আগে কলকাতা পুলিশের আর এক প্রাক্তন কমিশনার রাজীব কুমারকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷

কলকাতা, 20 ডিসেম্বর : রোজ়ভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল CBI ৷ তদন্তকারী সংস্থার ডাক পেয়ে আজ CGO কমপ্লেক্সে আসেন প্রাক্তন পুলিশ কমিশনার ৷ তাঁকে প্রায় দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, কিছু তথ্য তদন্তকারীদের দিয়েছেন গৌতমমোহন ৷

জিজ্ঞাসাবাদ শেষে CGO কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকরা গৌতমমোহনবাবুর কাছে জানতে চান কেন তাঁকে ডাকা হয়েছিল ? গৌতমমোহনবাবু বলেন, "রোজ়ভ্যালি নিয়ে আমরা তদন্ত করেছিলাম ৷ সেজন্য CBI থেকে ডাকা হয়েছিল ৷ 2010 সালে রোজ়ভ্যালির বিষয়ে আমরা তদন্ত করছিলাম ৷ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় ৷ SEBI-কে আমরা চিঠি দিয়েছিলাম ৷ ওরাও আমাদের চিঠি দিয়েছিল ৷ এখন তো CBI তদন্ত করছে ৷ তাই তদন্তের বিষয়ে কিছু বলতে পারব না ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিষয়ে আমার কোনও মতামতও নেই ৷"

পাশাপাশি গৌতমমোহনবাবু জানান, তিনি সেসময় পুলিশ কমিশনার ছিলেন, সেকারণে তাঁকে ডাকা হয়েছিল ৷ তিনি তদন্তে সাহায্য করছেন ৷ ভবিষ্যতে তাঁকে ডাকা হলে ফের আসবেন ও সবরকম সাহায্য করবেন ৷

সূত্রের খবর, 2010 সালে রোজ়ভ্যালি নিয়ে SEBI-র তরফে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয় ৷ তিনি থাকাকালীন কি রোজভ্যালি নিয়ে কোনও FIR হয়েছিল ? এর উত্তরে গৌতমমোহনবাবু বলেন, "2011-র মার্চ মাসে আমি কলকাতা পুলিশ ছেড়েছিলাম ৷ সেই সময় পর্যন্ত FIR হয়নি ৷ কোনও অভিযোগ জমা পড়লেও আমি জানি না ৷ এটা CBI-র তদন্তের বিষয় ৷" প্রসঙ্গত, রোজ়ভ্যালি কাণ্ডে এর আগে কলকাতা পুলিশের আর এক প্রাক্তন কমিশনার রাজীব কুমারকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷

Intro:

আজ সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর আসেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার গৌতম মোহন চক্রবর্তী। তিনি কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন রোজভ্যালি কান্ড সামনে এসেছিল। সে সময় যে অভিযোগ জমা পড়েছিল তার তদন্ত কতটা এগিয়েছিল তা নিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয় প্রাক্তন পুলিশ কমিশনারকে। সিবিআই আধিকারিকরা প্রায় দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন পুলিশ কর্তাকে।

Body:

সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রাক্তন পুলিশ কর্তা গৌতম মোহন চক্রবর্তী বলেন, সিবিআই থেকে ডাকা হয়েছিল। রোজভ্যালি তদন্ত করেছিলাম আমরা। ২০১০ সালে রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত করেছিলাম। সেই সময় সেবী চিঠি দিয়েছিল। আমরাও দিয়েছিলাম। সিবিআইয়ের তদন্তের ব্যাপার এই বিষয়ে আমার কোনো অপিনিয়ান দেওয়ার জুরিডিকশান নেই। সেই সময় কি তদন্ত হয়েছিল। কি প্রোগ্রেস হয়েছিল সে ব্যাপারে জানিয়ে এসেছি। আবার দরকার হলে জানাব। তবে আমি যেসময় কলকাতা পুলিশ ছেড়েছিলাম ২০১১ সালের মার্চ মাসে সেসময় কোনো এফআইআর হয়নি। তদন্তের জন্য আবার ডাকা হলে আবার আসব।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.