কলকাতা, 21 সেপ্টেম্বর: লিওলেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যুগ শুরুর আগে ফুটবল বিশ্ব আমোদিত হত যাঁদের পায়ের জাদুতে, রোনাল্ডিনহো গাউচো সেই তালিকায় অন্যতম ৷ এসি মিলান, বার্সেলোনা, প্যারিস স্যঁ জ্যঁ'র জার্সিতে অনুরাগীদের মোহিত করার পাশাপাশি 2002 শেষবার সাম্বার দেশের বিশ্বজয়ের অন্যতম কারিগর ছিলেন এই কিংবদন্তি ৷ সদা হাসিমুখ, ঝাঁকরা চুলের ব্রাজিলিয়ান খেলা ছেড়েছেন বহুবছর হয়ে গেল ৷ কিন্তু তাঁর ডিফেন্স চেরা থ্রু, চোখ ধাঁধাঁনো সব ড্রিবলিং ফুটবল জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছে লাইফটাইমের জন্য ৷ এই পুজোর মরশুমে কলকাতাবাসী, বিশেষ করে তিলোত্তমার ফুটবলপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করতে আসছেন কিংবদন্তি ৷ 16, 17 এবং 18 অক্টোবর কলকাতায় থাকবেন এই বিশ্বজয়ী ফুটবলার।
এমিলিয়ানো মার্তিনেজের পর রোনাল্ডিনহো গাউচোকে শহরে আনার কারিগর সেই রিষড়ার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ৷ দ্বিতীয়া-তৃতীয়া এবং চতুর্থীতে শহর কলকাতায় থাকলেও সেলেকাও লেজেন্ড কবে শহরে পা রাখছেন, সেটি এখনও নিশ্চিত নয় ৷ এ ব্যাপারে শতদ্রু দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে ইটিভি ভারতকে তিনি জানান, 16, 17 এবং 18 অক্টোবর কলকাতায় থাকবেন বিশ্বজয়ী ফুটবলার। উদ্বোধন করবেন একাধিক পুজো প্যান্ডেল। এমনকী একটি প্রীতি ম্যাচেও অংশ নেবেন ব্রাজিলের জার্সিতে 97টি ম্যাচ খেলা কিংবদন্তি ৷
রোনাল্ডিনহো যে পুজো প্যান্ডেলগুলি উদ্বোধন করবেন তার মধ্যে অন্যতম নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীনের পুজো ৷ যেখানে আর্জেন্তিনার বিশ্বজয়ের থিমকে সামনে রেখে তৈরি হচ্ছে লিও মেসির বিশাল প্রতিকৃতি ৷ পুজো প্যান্ডেল উদ্বোধনের পাশাপাশি পুজোর শহরে রোনাল্ডিনহো একটি প্রীতি ম্যাচেও অংশ নিতে পারেন বলে জানিয়েছেন শতদ্রু দত্ত ৷
আরও পড়ুন: তিলোত্তমায় পা-রেখে উচ্ছ্বসিত মার্তিনেজ ! অনুভূতি ব্যক্ত করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার
কলকাতার পাশাপাশি বাংলাদেশেও সফরের পরিকল্পনা রয়েছে রোনাল্ডিনহোর ৷ ঠিক যেমনটা ছিল এমি মার্তিনেজের ৷ জুলাইয়ের শুরুতে কলকাতায় আসার আগে বাংলাদেশ সফরে গিয়েছিলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক ৷ তাঁকেও তিলোত্তমায় আনার বিষয়টি ছিল শতদ্রু দত্তেরই মস্তিষ্কপ্রসূত ৷ তারও আগে প্রয়াত কিংবদন্তি পেলে, দিয়েগো মারাদোনাকেও ফুটবল মক্কায় এনেছিলেন রিষড়ার এই স্পোর্টস প্রোমোটার ৷