ETV Bharat / state

শিয়ালদায় জগৎ সিনেমার কাছে রাস্তায় ধস, বন্ধ যান চলাচল - শিয়ালদা রাজাবাজার ধস,

ঘটনাটি ঘটে সাড়ে এগারোটা নাগাদ ৷ এর ফলে তৈরি হয়েছে তীব্র যানজট ৷

ধস রাস্তায়
author img

By

Published : Nov 11, 2019, 1:18 PM IST

Updated : Nov 11, 2019, 3:35 PM IST

কলকাতা, ১১ নভেম্বর : শিয়ালদা জগৎ সিনেমার কাছে ধস নামল রাস্তায় । এতে বন্ধ যান চলাচল । ফলে মধ্য কলকাতায় তৈরি হয়েছে তীব্র যানজট ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, জগৎ সিনেমার ঠিক উলটোদিকে 302 APC রোডে রাস্তা 7 থেকে 8 ফুট বসে গেছে । সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে । ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বড় গাড়ি চলাচলও ৷ উত্তরমুখী লেন দিয়ে ছোট গাড়ি কোনও রকমে চালানো হচ্ছে ৷ তার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা । শিয়ালদা রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট । দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চলছে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগে এই রাস্তার পাশে ম্যানহোলের কাজ হয়েছে। কিছুটা গর্ত ছিল। বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টিতে জল ঢুকে যায় সেই গর্তে। আর তাতেই ঘটে বিপত্তি । রাস্তা প্রায় সাত থেকে আট ফুট বসে যায় ৷

পুলিশ সূত্রে খবর দক্ষিণ মুখী গাড়িগুলোকে রাজাবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা রোড হয়ে কিছু বাস চলাচল করছে। ফলে নারকেলডাঙ্গা,রাজাবাজার ,কাঁকুড়গাছি বিস্তীর্ণ এলাকাতেও তৈরি হয়েছে যানজট । তার প্রভাব পড়েছে মানিকতলা সহ উত্তর কলকাতাতেও । সেখানেও তৈরি হচ্ছে যানজট।

কলকাতা, ১১ নভেম্বর : শিয়ালদা জগৎ সিনেমার কাছে ধস নামল রাস্তায় । এতে বন্ধ যান চলাচল । ফলে মধ্য কলকাতায় তৈরি হয়েছে তীব্র যানজট ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, জগৎ সিনেমার ঠিক উলটোদিকে 302 APC রোডে রাস্তা 7 থেকে 8 ফুট বসে গেছে । সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে । ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে বড় গাড়ি চলাচলও ৷ উত্তরমুখী লেন দিয়ে ছোট গাড়ি কোনও রকমে চালানো হচ্ছে ৷ তার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা । শিয়ালদা রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট । দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চলছে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন আগে এই রাস্তার পাশে ম্যানহোলের কাজ হয়েছে। কিছুটা গর্ত ছিল। বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টিতে জল ঢুকে যায় সেই গর্তে। আর তাতেই ঘটে বিপত্তি । রাস্তা প্রায় সাত থেকে আট ফুট বসে যায় ৷

পুলিশ সূত্রে খবর দক্ষিণ মুখী গাড়িগুলোকে রাজাবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা রোড হয়ে কিছু বাস চলাচল করছে। ফলে নারকেলডাঙ্গা,রাজাবাজার ,কাঁকুড়গাছি বিস্তীর্ণ এলাকাতেও তৈরি হয়েছে যানজট । তার প্রভাব পড়েছে মানিকতলা সহ উত্তর কলকাতাতেও । সেখানেও তৈরি হচ্ছে যানজট।

Intro:কলকাতা, ১১ নভেম্বর: শিয়ালদা জগৎ সিনেমার কাছে ধস নামল রাস্তায়। বন্ধ যান চলাচল। ফলে মধ্য কলকাতা তৈরি হয়েছে তীব্র যানজট।Body:পুলিশ সূত্রে খবর, জগত সিনেমা ঠিক উল্টোদিকে ৩০২ এপিসি রোডে রাস্তা 7 থেকে 8 ফুট বসে গেছে। সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। শিয়ালদা রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দ্রুত রাস্তা মেরামতের চেষ্টা চলছে।

Conclusion:
Last Updated : Nov 11, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.