কলকাতা, 12 জানুয়ারি: ওয়াল গ্রাফিটি নাম শুনেই বোঝা যাচ্ছে এটি সাধারণত দেওয়ালে হয় ৷ এবার এই কারুকাজ দেখা যাবে রাস্তাতেও ৷ হিন্দুস্থান পার্ক থেকে বাসন্তী দেবী কলেজ পূর্ন দাস রোড পর্যন্ত রাস্তাটি ওয়াল গ্রাফিটিতে সাজিয়ে তোলা হচ্ছে ৷ হিন্দুস্থান পার্কের ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যাল উপলক্ষ্যে এই রাস্তাটি সাজিয়ে তোলা হচ্ছে ওয়াল গ্রাফিটিতে ৷ ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যালের প্রধান চমক, অনুষ্ঠানের উদ্বোধন করবে পোষ্যারা ৷
দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে হিন্দুস্থান পার্কের রাস্তা দিয়ে হেঁটে গেল স্থানীয় দোকানগুলোর নাম ও সাজসজ্জা সহজেই নজর কাড়ে । বলা যায় অন্যান্য দোকানের চেয়ে এই সমস্ত দোকানগুলো বেশ আলাদা । এই এলাকাতেই আজ থেেক শুরু হচ্ছে ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যাল ৷ চলবে 14 জানুয়ারি পর্যন্ত ৷ কার্নিভ্যাল শুরু হবে দুপুর 2 টো থেকে ৷ চলবে রাত 9 পর্যন্ত। স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানও হবে । এছাড়াও থাকছে একাধিক হস্তশিল্পের স্টল। ছোটদের জন্য বিভিন্ন ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা।
হিন্দুস্থান পার্ক মানেই আভিজাত্যের রং অলি-গলিতে। সেখানে এলাকায় গ্রাফিটি আর্ট যে আলাদা মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ প্রায় দু’বছর ধরে এই এলাকায় চলছে ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যাল ৷ উদোক্ত্যা অর্ঘ্য দে জানান, এই বছর উৎসব তৃতীয় বর্ষে পা রাখলো ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যাল । যে এই প্রথমবার দেওয়াল নয় রাস্তার উপর গ্রাফিটি আর্ট করা হচ্ছে । পাশাপাশি ডুডল আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট এবং মান্ডালা আর্টের ব্যবহারও করা হয়েছে ৷ 500 ফুট দীর্ঘের রাস্তায় ফুটিয়ে তোলা হয়েছে এই গ্র্যাফিটি আর্ট । হিন্দুস্তান পার্ক থেকে বাসন্তী দেবী কলেজ সংলগ্ন পূর্ন দাস রোড পুরোটাই এই আর্টে সাজিয়ে তোলা হয়েছে ৷ প্রায় 15 জন তরুণ শিল্পী দিনরাত এক করে সাজাচ্ছে রাস্তা। রাস্তার উপর এত লম্বা গ্রাফিটি এই প্রথম দেখবে শহরবাসী। এমনটাই দাবি শিল্পী অর্ঘ্য দে‘র । পৌরসভা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সবার থেকেই সহযোগিতা মিলেছে।
দুর্গাপুজোর সময় বহু রাস্তায় বেশ অনেকটা জায়গা জুড়ে আলপনা দেওয়া হয়। এমনকি গতবছর দুর্গাপুজোর সময় রাতভর কাজ করে একঝাঁক তরুণ-তরুণী হাওড়া ব্রিজ আলপনায় ভরিয়ে দিয়েছিল। তবে গ্রফিটি বা মন্ডলা আর্ট খুব একটা চোখে পড়ে না । হিন্দুস্থান পার্কের রাস্তায় প্রথম এই আর্ট ৷ সবমিলিয়ে সপ্তাহান্তে স্থানীয় বাসিন্দা থেকে শুরু যাঁরা এই উৎসবে আসবেন তাঁদের সবার জন্যেই থাকছে এক মনোরম নান্দনিক উপহার রাস্তার সজ্জা ।
আরও পডু়ন: