কলকাতা, 7 অক্টোবর: এক সপ্তাহের মাথায় ফের পথ দুর্ঘটনা মা উড়ালপুলে । বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙল মা উড়ালপুলের বাতিস্তম্ভ। পুলিশ জানিয়েছে, গাড়িটির গতিবেগ অনেক বেশি ছিল ৷ যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে উঠে পড়ে মা উড়ালপুলের আপ এবং ডাউনের মাঝের ডিভাইডারে। এরপর গাড়ির সামনের দু'টি চাকা ডিভাইডারে ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। তবে আহত বা হতাহতের কোনও খবর নেই ৷ শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মা উড়ালপুলের উপরে ।
তবে ঘটনায় আহতদের কোন খবর না থাকলেও শনিবার অফিসের ব্যস্ত সময়ে মা উড়ালপুলে এই দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয় ৷ যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পথচারীদের মধ্যে। দুর্ঘটনাটির জেরে সেখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে । ঘটনাস্থলে আসে তিলজলা ট্রাফিক গার্ড এবং কলকাতা পুলিশের বেশ কয়েকজন সার্জেন্ট। প্রায় কিছুক্ষণ পর সেখানে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৷ সেটিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় ট্রাফিক গার্ড। গোটা ঘটনাটি কীভাবে ঘটল, তা জানার জন্য মা উড়ালপুলের উপরে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা । চালক মদ্যপ অবস্থায় ছিল নাকি, যান্ত্রিক গোলযোগের ফলে এই দুর্ঘটনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার সময় অন্যান্য গাড়ির চালকরা পুলিশকে জানিয়েছেন, সংশ্লিষ্ট গাড়ির চালকের চোখ লেগে গিয়েছিল। অন্যমনস্ক ছিলেন তিনি । সংশ্লিষ্ট গাড়িটির পিছনে থাকা অপর একটি গাড়ির চালক পুলিশকে জানান, গাড়িটিকে অনেকবার পথ ছাড়ার জন্য হর্ন দেওয়া হলেও ঘটনাটি ঘটার কিছু মুহূর্ত আগেও চালক কোন ভ্রূক্ষেপ করেননি।
আরও পড়ুন: মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক, আহত চার
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহের শনিবারই মা উড়ালপুলে একটি পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ যেখানে একজনের মৃত্যু হয়েছিল ও চারজন আহত হয়েছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উলটে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে ৷