কলকাতা , 22 জানুয়ারি : হিন্দু হস্টেল সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে রেজিস্ট্রারের ঘরের বাইরে অবস্থান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের । তাঁদের সমর্থনে বিক্ষোভে শামিল হয়েছিলেন কয়েকজন সাধারণ পড়ুয়াও । অবিলম্বে হিন্দু হস্টেলের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড ফেরত দিতে হবে, হস্টেলের কর্মচারীদের সংখ্যা বাড়াতে হবে, এই ধরণেরই মোট চার দফা দাবি নিয়ে গতকাল সন্ধ্যা 6 টা নাগাদ অবস্থান বিক্ষোভ শুরু করেন আবাসিকরা ।
2018 সালের অক্টোবর মাসে হিন্দু হস্টেল ফেরত পাওয়ার দাবিতে প্রায় দু' মাস ধরে অবস্থান ও 11 দিন ধরে টানা অনশন করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও আবাসিকরা । তারপরে হিন্দু হস্টেল ফিরে পেয়েছিলেন তাঁরা । কিন্তু, পুরোপুরি নয় । 1 ও 2 নম্বর ওয়ার্ড ফিরে পেলেও এখনও পর্যন্ত হস্টেলের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডে সংস্কারের কাজ চলছে । অবস্থানকারীদের দাবি, অবিলম্বে ওই তিনটি ওয়ার্ড তাঁদের ফিরিয়ে দিতে হবে । হিন্দু হস্টেলের কর্মচারীদের সংখ্যা বৃদ্ধিরও আবেদন জানিয়েছেন তাঁরা ।
এছাড়া, সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে বিভাগের বিভিন্ন ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে । তিনি হস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টও । অভিযোগ, হস্টেলের আবাসিকদের নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন । অভিযুক্ত ওই অধ্যাপককে বহিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা । পাশাপাশি হস্টেল ওয়েলফেয়ার বোর্ড গঠন করার আবেদন জানিয়েছেন ৷ মূলত এই দাবিগুলো নিয়ে গতকাল সন্ধ্যা 6 থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও আবাসিকরা ।