ETV Bharat / state

Lalan wife on HC Order: লালনের মৃত্যুর তদন্ত নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানালেন রেশমা বিবি - সিবিআই

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন লালনের স্ত্রী রেশমা বিবি ৷

Lalan wife on HC Order
Lalan wife on HC Order
author img

By

Published : May 1, 2023, 8:06 PM IST

লালনের মৃত্যুর তদন্ত নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানালেন রেশমা বিবি

রামপুরহাট (বীরভূম), 1 মে: বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ সেই খবর পেয়ে নিহত লালন শেখের স্ত্রী রেশমা বিবি বলেন, "হাইকোর্টের এই আদেশকে স্বাগত জানাই । যাঁরা প্রকৃত দোষী তাঁদের শাস্তি চাই ।"

রেশমা বিবি আরও বলেন, "এই খবর টা শুনে আমার ভালো লাগছে । আদালত যা করেছে ভালোর জন্য করেছে । এবার আমার স্বামীর খুনিরা শাস্তি পাবে ।" পাশাপাশি অভিযুক্ত সিবিআই অফিসারদের হাইকোর্টের তরফে রক্ষাকবচ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি দাবি করেন, সিবিআই অফিসাররা তাঁর স্বামীকে খুন করেছে । কেন তাদের রক্ষাকবচ দিল হাইকোর্ট ?

প্রসঙ্গত, গত বছর 21 মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকে । সেই খুনের বদলা নিতে বগটুই গ্রামে শিশু-সহ 10 জনকে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই । এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ভাদু শেখের অনুগামী লালন শেখের ।

তদন্ত শুরু হওয়ার কয়েকমাস পর ঝাড়খণ্ডের একটি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই । গ্রেফতারির কয়েকদিন পর গত 12 ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তারপর লালনের পরিবারের সদস্য-সহ কিছু গ্রামবাসী বিক্ষোভ দেখায় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে ৷ লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, তিনজন সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ঘুষ চেয়েছিলেন ৷ প্রায় 50 লক্ষ টাকার বিনিময়ে লালনকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ রামপুরহাট থানায় করা এফআইআরে সিবিআই অফিসারদের নামও উল্লেখ করেন তিনি ৷

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তভার নিয়েছিল সিআইডি । কিন্তু সোমবার এই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আইপিএস অফিসার প্রণব কুমার (আইজিপি) এর নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে । সঙ্গে থাকবেন হোমিসাইডের বীরেশ্বর চট্টোপাধ্যায় ৷ এই দুজন অফিসার ঠিক করবেন সিট-এর বাকি সদস্য কারা হবেন ৷

আরও পড়ুন: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তে সিট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

লালনের মৃত্যুর তদন্ত নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানালেন রেশমা বিবি

রামপুরহাট (বীরভূম), 1 মে: বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ সেই খবর পেয়ে নিহত লালন শেখের স্ত্রী রেশমা বিবি বলেন, "হাইকোর্টের এই আদেশকে স্বাগত জানাই । যাঁরা প্রকৃত দোষী তাঁদের শাস্তি চাই ।"

রেশমা বিবি আরও বলেন, "এই খবর টা শুনে আমার ভালো লাগছে । আদালত যা করেছে ভালোর জন্য করেছে । এবার আমার স্বামীর খুনিরা শাস্তি পাবে ।" পাশাপাশি অভিযুক্ত সিবিআই অফিসারদের হাইকোর্টের তরফে রক্ষাকবচ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি দাবি করেন, সিবিআই অফিসাররা তাঁর স্বামীকে খুন করেছে । কেন তাদের রক্ষাকবচ দিল হাইকোর্ট ?

প্রসঙ্গত, গত বছর 21 মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকে । সেই খুনের বদলা নিতে বগটুই গ্রামে শিশু-সহ 10 জনকে খুন করে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই । এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ভাদু শেখের অনুগামী লালন শেখের ।

তদন্ত শুরু হওয়ার কয়েকমাস পর ঝাড়খণ্ডের একটি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই । গ্রেফতারির কয়েকদিন পর গত 12 ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তারপর লালনের পরিবারের সদস্য-সহ কিছু গ্রামবাসী বিক্ষোভ দেখায় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে ৷ লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, তিনজন সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ঘুষ চেয়েছিলেন ৷ প্রায় 50 লক্ষ টাকার বিনিময়ে লালনকে বাঁচিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ রামপুরহাট থানায় করা এফআইআরে সিবিআই অফিসারদের নামও উল্লেখ করেন তিনি ৷

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তভার নিয়েছিল সিআইডি । কিন্তু সোমবার এই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আইপিএস অফিসার প্রণব কুমার (আইজিপি) এর নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে । সঙ্গে থাকবেন হোমিসাইডের বীরেশ্বর চট্টোপাধ্যায় ৷ এই দুজন অফিসার ঠিক করবেন সিট-এর বাকি সদস্য কারা হবেন ৷

আরও পড়ুন: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তে সিট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.