কলকাতা, 22 নভেম্বর: খড়গপুর আইআইটি'র ছাত্র ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ মতো খড়গপুর আইআইটি'র ডিরেক্টর এবং পুলিশ পৃথকভাবে তাদের রিপোর্ট জমা করল হাইকোর্টে (Calcutta High Court)৷ মঙ্গলবার আদালতে এই রিপোর্ট জমা পড়েছে ৷ এই দুটি রিপোর্ট খতিয়ে দেখে মৃত ছাত্রের পরিবার তাদের বক্তব্য লিখিতভাবে আদালতকে জানাবে । মামলার পরবর্তী শুনানি 30 নভেম্বর ৷
গত 3 নভেম্বর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখার মান্থা । গত 10 নভেম্বরের সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ আলাদা আলাদা দুটি রিপোর্ট আদালতে জমা করেছে (alleged ragging death case in Kharagpur IIT)।
আরও পড়ুন: রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, শপথগ্রহণ কাল
মামলার শুনানিতে ছাত্রের আইনজীবী রনজয় চ্যাটার্জি জানিয়েছিলেন, তাদের কাছে তথ্য প্রমাণ আছে ফয়জান ব়্যাগিংয়ের স্বীকার ছিল । তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত । বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত । এই বক্তব্য শোনার পর খড়গপুর আইআইটি-সহ রাজ্যের অন্যান্য কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি যাতে শক্তিশালী করা হয় সে ব্যাপারে রাজ্যকেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি (report submitted to cal hc on alleged ragging death case in Kharagpur IIT) ।