ETV Bharat / state

Calcutta High Court: খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা - খড়গপুর আইআইটি

3 নভেম্বর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ ওই ছাত্র ব়্যাগিংয়ের স্বীকার ৷ এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই রিপোর্ট জমা পড়েছে আদালতে (alleged ragging death case in Kharagpur IIT) ৷

ETV Bharat
cal hc
author img

By

Published : Nov 22, 2022, 4:42 PM IST

Updated : Nov 22, 2022, 6:04 PM IST

কলকাতা, 22 নভেম্বর: খড়গপুর আইআইটি'র ছাত্র ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ মতো খড়গপুর আইআইটি'র ডিরেক্টর এবং পুলিশ পৃথকভাবে তাদের রিপোর্ট জমা করল হাইকোর্টে (Calcutta High Court)৷ মঙ্গলবার আদালতে এই রিপোর্ট জমা পড়েছে ৷ এই দুটি রিপোর্ট খতিয়ে দেখে মৃত ছাত্রের পরিবার তাদের বক্তব্য লিখিতভাবে আদালতকে জানাবে । মামলার পরবর্তী শুনানি 30 নভেম্বর ৷

গত 3 নভেম্বর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখার মান্থা । গত 10 নভেম্বরের সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ আলাদা আলাদা দুটি রিপোর্ট আদালতে জমা করেছে (alleged ragging death case in Kharagpur IIT)।

আরও পড়ুন: রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, শপথগ্রহণ কাল

খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা

মামলার শুনানিতে ছাত্রের আইনজীবী রনজয় চ্যাটার্জি জানিয়েছিলেন, তাদের কাছে তথ্য প্রমাণ আছে ফয়জান ব়্যাগিংয়ের স্বীকার ছিল । তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত । বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত । এই বক্তব্য শোনার পর খড়গপুর আইআইটি-সহ রাজ্যের অন্যান্য কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি যাতে শক্তিশালী করা হয় সে ব্যাপারে রাজ্যকেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি (report submitted to cal hc on alleged ragging death case in Kharagpur IIT) ।

কলকাতা, 22 নভেম্বর: খড়গপুর আইআইটি'র ছাত্র ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ মতো খড়গপুর আইআইটি'র ডিরেক্টর এবং পুলিশ পৃথকভাবে তাদের রিপোর্ট জমা করল হাইকোর্টে (Calcutta High Court)৷ মঙ্গলবার আদালতে এই রিপোর্ট জমা পড়েছে ৷ এই দুটি রিপোর্ট খতিয়ে দেখে মৃত ছাত্রের পরিবার তাদের বক্তব্য লিখিতভাবে আদালতকে জানাবে । মামলার পরবর্তী শুনানি 30 নভেম্বর ৷

গত 3 নভেম্বর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখার মান্থা । গত 10 নভেম্বরের সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ আলাদা আলাদা দুটি রিপোর্ট আদালতে জমা করেছে (alleged ragging death case in Kharagpur IIT)।

আরও পড়ুন: রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, শপথগ্রহণ কাল

খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা

মামলার শুনানিতে ছাত্রের আইনজীবী রনজয় চ্যাটার্জি জানিয়েছিলেন, তাদের কাছে তথ্য প্রমাণ আছে ফয়জান ব়্যাগিংয়ের স্বীকার ছিল । তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত । বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত । এই বক্তব্য শোনার পর খড়গপুর আইআইটি-সহ রাজ্যের অন্যান্য কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি যাতে শক্তিশালী করা হয় সে ব্যাপারে রাজ্যকেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি (report submitted to cal hc on alleged ragging death case in Kharagpur IIT) ।

Last Updated : Nov 22, 2022, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.