কলকাতা, 27 জুন : পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হবে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বিধানসভায় তিনি বলেন, ''31 ডিসেম্বর বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই সুপারিশ করতে বলেছি । সুপারিশ এলেই বিষয়টি দেখা হবে।''
এই সংক্রান্ত আরও খবর :1 জুলাই অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মীদের
গত 27 মে ষষ্ঠ বেতন কমিশনের ফের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্নের অর্থ দপ্তর । আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মেয়াদ । নবান্নের এই নির্দেশিকার ফলে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা । হতাশার আঁচ পেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও । কিছু দিন আগে নবান্ন সভাঘরে প্রশাসনিক কর্মসূচি শেষ করে মমতা বলেছিলেন, "পে কমিশন দিতে গিয়ে গরিব মানুষের প্রকল্প বন্ধ করতে পারব না ।" মুখ্যমন্ত্রীর কথায়, ''বিনামূল্যে প্রকল্পের সুবিধা পান বহু মানুষ । সাধ্যমতো চেষ্টা করব।''
বুধবার বিধানসভা অধিবেশনে ফের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের বিষয়টি নিয়ে বিবৃতি পেশ করেন । মুখ্যমন্ত্রী বলেন, ''প্রতি বছর জানুয়ারি মাসে DA দেওয়া হয় । ডিসেম্বরের তিন মাস আগে সুপারিশ করতে বলা হয়েছে । সুপারিশ এলে বিষয়টি দেখব ।'' নবান্ন সূত্রে খবর, বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ কথা হয়েছে মুখ্যমন্ত্রীর ।