কলকাতা, 2 জুন: কালীঘাট মন্দিরের সঙ্গে যুক্ত হতে চলেছে দেশ তথা বিশ্বের অন্যতম বড় কর্পোরেট সংস্থা রিলায়েন্স। কালীঘাট মন্দিরের সংস্কার থেকে শুরু করে সৌন্দর্যায়নের দায়িত্ব নিতে চলেছে এই কর্পোরেট সংস্থা। কলকাতা পৌরনিগমে সূত্রে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কালীঘাট মন্দির সংস্কারের কাজ শেষ হবে।
সম্প্রতি কলকাতা পৌরনিগমে একটি বৈঠকে মন্দির কমিটির পাশাপাশি পৌরনিগম এবং রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনা গিয়েছে, মন্দিরের গর্ভ গৃহ থেকে শুরু করে কুণ্ড পুকুর, ভোগ ঘর, নাট মন্দির, ভিতর দিকের চাতাল এবং বাইরের দেওয়ালে আমূল সংস্কার হবে।
গর্ভ গৃহ, নাট মন্দির ও ভোগ ঘর ঐতিহ্যশালী ভবনের 'এ গ্রেট' তালিকায় থাকায় সেটা মাথায় রেখেই সব কাজ হবে। হেরিটেজ শাখার অনুমোদন নিয়ে টাইলস লাগানো হবে। প্রবেশ দরজা থেকে টানা আদিগঙ্গা পর্যন্ত রাস্তা সুন্দর করার ভাবনাও রয়েছে। পৌরনিগমে হওয়া ওই বৈঠকের পরে মন্দির কমিটির তরফে বাবলু হালদার বলেন, "কয়েকদিন আগে প্রাথমিক আলোচনায় হয়। কাজ দ্রুত শুরু হবে। স্কাই ওয়াকের মতোই মন্দির সংস্কার আর সাজানোর কাজও চলতি বছরের ডিসেম্বরের শেষ হবে।"
আরও পড়ুন: নতুন বছরেই শহরবাসী পাবে কালীঘাট স্কাইওয়াক
এই কাজের দায়িত্বে এত দিন ছিল কলকাতা কর্পোরেশন। কাজ খানিকটা এগিয়েও নিয়ে গিয়েছে কর্পোরেশন। এমতাবস্থায় মাঝপথে দায়িত্ব বদলে রিলায়েন্সের হাতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মন্দির সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরেই চলে আসছিল। সম্প্রতি মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সংস্কারের কাজ খতিয়ে দেখেন।
কোথায় কতটা কাজ হয়েছে তা ভালো করে খতিয়ে দেখেন। বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এছাড়া কিছু দিন আগে স্কাই ওয়াক নিয়েও রাজ্যের মুখ্যসচিব একটি পৃথক বৈঠক করেন । সেখানেও বাকি থাকা কাজ দ্রুত গতিতে শেষ করার নির্দেশ দেন। এখন সেই কাজ দিনরাত চলছে। আর এরই মাঝে সংস্কার থেকে শুরু করে সৌন্দর্যায়নের দায়িত্ব নিতে চলেছে রিলায়েন্স।