ETV Bharat / state

আগামী 3 বছরে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির

Mukesh Ambani in Bengal Global Business Summit: আগামী তিন বছরে রাজ্যে রিলায়েন্স কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করলেন মুকেশ আম্বানি ৷

Mamata Banerjee Mukesh Ambani
মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকেশ আম্বানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:32 PM IST

Updated : Nov 21, 2023, 9:14 PM IST

বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

কলকাতা, 21 নভেম্বর: রাজ্যে এসে আগামী তিন বছরে 20 হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি ।

2019 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষবার এসেছিলেন ৷ তারপর থেকে রাজ্যে বিনিয়োগ হয়েছে তাঁর সংস্থার 45 হাজার কোটি টাকা । এ দিন বিশ্ববঙ্গ সম্মেলনে মুকেশ আম্বানি ঘোষণা করলেন যে, আগামী তিন বছরে তিনটি ক্ষেত্র মিলিয়ে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ।

একইসঙ্গে, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, "রাজ্যের এই অগ্রগতির পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি কাজ করেছে । গত চার বছরে রাজ্য আমূল বদলে গিয়েছে । এর সাফল্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাপ্য কারণ তিনি ভবিষ্যৎদ্রষ্টা ।"

মুকেশ আম্বানি এও জানিয়েছেন, বাংলা এই মুহূর্তে দেশের প্রথম সারির জিএসডিপি রাজ্যগুলির মধ্যে একটি ৷ এখানে শিল্পপতিরা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন । তাই এ রাজ্যে বিনিয়োগের জন্য দেশ এবং বিদেশের শিল্পপতিদের আহ্বান জানাতে তাঁর কোনও দ্বিধা নেই । এই আহ্বান তিনি তাঁর অভিজ্ঞতা থেকেই করছেন বলে দাবি করেন মুকেশ আম্বানি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, "বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য । অটল বিহারী বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন । আপনি এখন রাজ্যকে সোনার বাংলাকে বানিয়েছেন । আপনার নেতৃত্বে বাংলার জিডিপি জাতীয় স্তরের থেকে অনেকটাই বেশি । দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে বাংলা । বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারী হয়ে গিয়েছে, তা আপনার সবাই দেখতে পাচ্ছেন ।"

তিনি আরও বলেন, রাজ্যের জিডিপি এখন 11.5 শতাংশ । যা গোটা দেশের তুলনায় অনেক বেশি । মমতার আমলে কৃষকের আয় 3 গুণ হয়েছে । আম্বানির কথায়, বাংলার মাটি উন্নয়ন এবং সম্ভাবনার মাটি । বাংলা এখন লগ্নির আদর্শ জায়গা । বাংলা শুরু থেকেই পরিচিত ছিল বুদ্ধিমত্তার জন্য, এখন বাংলা উদ্যোগের জন্য পরিচিত হচ্ছে । আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই সম্ভব হচ্ছে ।

নিজের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব । রিলায়েন্সও বাংলাজুড়ে লজিস্টিক হাব গড়বে । আগামী 2 বছরে রাজ্যজুড়ে 12 হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়েন্স । জিও ফাইবারের দৌলতে ঘরে ঘরে পৌঁছে যাবে স্মার্টফোন । তিনি বলেন, "রিলায়েন্স ফাউন্ডেশন বাংলার ঐতিহ্য সম্পর্কে অবহিত । কালীঘাট মন্দির সাজানোর কাজ চলছে । এই প্রকল্প আমার পরিবারের মতো ৷ দিদি আপনারও কাছের প্রকল্প এটি । দ্রুত এগোবে এই কাজ ।" তাঁর কথায়, "রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করবে । এই কাজ আমার ও নীতার খুব কাছের ।"

আরও পড়ুন:

  1. নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে
  2. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

কলকাতা, 21 নভেম্বর: রাজ্যে এসে আগামী তিন বছরে 20 হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি ।

2019 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষবার এসেছিলেন ৷ তারপর থেকে রাজ্যে বিনিয়োগ হয়েছে তাঁর সংস্থার 45 হাজার কোটি টাকা । এ দিন বিশ্ববঙ্গ সম্মেলনে মুকেশ আম্বানি ঘোষণা করলেন যে, আগামী তিন বছরে তিনটি ক্ষেত্র মিলিয়ে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ।

একইসঙ্গে, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, "রাজ্যের এই অগ্রগতির পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি কাজ করেছে । গত চার বছরে রাজ্য আমূল বদলে গিয়েছে । এর সাফল্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাপ্য কারণ তিনি ভবিষ্যৎদ্রষ্টা ।"

মুকেশ আম্বানি এও জানিয়েছেন, বাংলা এই মুহূর্তে দেশের প্রথম সারির জিএসডিপি রাজ্যগুলির মধ্যে একটি ৷ এখানে শিল্পপতিরা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন । তাই এ রাজ্যে বিনিয়োগের জন্য দেশ এবং বিদেশের শিল্পপতিদের আহ্বান জানাতে তাঁর কোনও দ্বিধা নেই । এই আহ্বান তিনি তাঁর অভিজ্ঞতা থেকেই করছেন বলে দাবি করেন মুকেশ আম্বানি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, "বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য । অটল বিহারী বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন । আপনি এখন রাজ্যকে সোনার বাংলাকে বানিয়েছেন । আপনার নেতৃত্বে বাংলার জিডিপি জাতীয় স্তরের থেকে অনেকটাই বেশি । দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে বাংলা । বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারী হয়ে গিয়েছে, তা আপনার সবাই দেখতে পাচ্ছেন ।"

তিনি আরও বলেন, রাজ্যের জিডিপি এখন 11.5 শতাংশ । যা গোটা দেশের তুলনায় অনেক বেশি । মমতার আমলে কৃষকের আয় 3 গুণ হয়েছে । আম্বানির কথায়, বাংলার মাটি উন্নয়ন এবং সম্ভাবনার মাটি । বাংলা এখন লগ্নির আদর্শ জায়গা । বাংলা শুরু থেকেই পরিচিত ছিল বুদ্ধিমত্তার জন্য, এখন বাংলা উদ্যোগের জন্য পরিচিত হচ্ছে । আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই সম্ভব হচ্ছে ।

নিজের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব । রিলায়েন্সও বাংলাজুড়ে লজিস্টিক হাব গড়বে । আগামী 2 বছরে রাজ্যজুড়ে 12 হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়েন্স । জিও ফাইবারের দৌলতে ঘরে ঘরে পৌঁছে যাবে স্মার্টফোন । তিনি বলেন, "রিলায়েন্স ফাউন্ডেশন বাংলার ঐতিহ্য সম্পর্কে অবহিত । কালীঘাট মন্দির সাজানোর কাজ চলছে । এই প্রকল্প আমার পরিবারের মতো ৷ দিদি আপনারও কাছের প্রকল্প এটি । দ্রুত এগোবে এই কাজ ।" তাঁর কথায়, "রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করবে । এই কাজ আমার ও নীতার খুব কাছের ।"

আরও পড়ুন:

  1. নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে
  2. আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
Last Updated : Nov 21, 2023, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.