কলকাতা, 6 ডিসেম্বর: মেডিক্যাল কলেজে ঘেরাও এবং পড়ুয়াদের আন্দোলনের জেরে সেখানে রোগী পরিষেবা বন্ধের মুখে ৷ এর প্রতিবাদ করায় হাসপাতালে চিকিৎসাধীন কিডনির জটিল রোগে আক্রান্ত তরুণীর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ এমতাবস্থায় রোগীর পরিজনেরা হাইকোর্টের দ্বারস্থ হলেন ৷ বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল, বুধবার, 7 ডিসেম্বর সকালে শুনানির সম্ভাবনা (Relative of Patients admitted in Medical College Hospital files plea in Calcutta High Court) ৷
সোমবার রাত থেকে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানদের ঘেরাও করে আটকে রাখে ডাক্তারির পড়ুয়ার দল ৷ তাঁদের দাবি, এর আগে 22 ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ৷ এর আগে সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল । সেইমতো ডাক্তারি পড়ুয়ারা বৈঠকে যোগ দিতে যান ৷ এর আগে অক্টোবর মাসেও এই নির্বাচনের দাবিতে ঘেরাও আন্দোলন করেছিলেন মেডিক্যাল পড়ুয়ারা ৷ সেবারও প্রতিশ্রুতি মেলায় 20 অক্টোবর আন্দোলন তুলে নিয়েছিলেন ডাক্তারি পড়ুয়ারা (Kolkata Medical College Hospital Students Protest) ৷
আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্যালে
পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন হবে না ৷ তারপরই বিক্ষোভে নামেন পড়ুয়ারা ৷ তার জেরে রোগী পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ এমনকি মঙ্গলবার সকালে আটকে থাকা চিকিৎসকদের বের করে আনতে নার্সিংস্টাফেরাও অধ্যক্ষের ঘরের সামনে আসেন ৷ বিভাগীয় প্রধানদের উদ্ধার করতে তাঁরাও পালটা অবস্থানে বসেন ৷
এদিকে সব মিলিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Kolkata Medical College Hospital) চিকিৎসা পরিষেবা প্রায় অচল হয়ে গিয়েছে ৷ কোলাপসিবল গেট ভেঙে হাসপাতালের ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন রোগীর পরিজনেরা ৷ কিন্তু ডাক্তারি পড়ুয়ারা তাঁদের দাবিতে অনড় ৷ তাই তাঁরাও গেট বন্ধ করে রেখেছেন ৷ আশঙ্কাজনক রোগীর পরিবার-পরিজন অসহায় ৷ বউবাজার থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে রয়েছে ৷ জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন কিডনির জটিল সমস্যায় আক্রান্ত এক তরুণীর বাবা এই বিক্ষোভের প্রতিবাদ করায় তাঁকে মারধরের অভিযোগ উঠেছে ৷ তাই নিরূপায় রোগী ও তাঁদের পরিজনেরা আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু হাইকোর্টে মামলার শুনানি আগামিকাল ৷
আরও পড়ুন: নির্বাচনের দাবিতে অটল পড়ুয়ারা, অচলাবস্থা কলকাতা মেডিক্যাল কলেজে