ETV Bharat / state

Durga Puja Carnival: মুখ্যমন্ত্রী পৌঁছে যেতেই আধঘণ্টা আগে শুরু কার্নিভাল, দেখুন ভিডিয়ো

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 8:18 PM IST

Updated : Oct 27, 2023, 11:05 PM IST

Mamata Banerjee at Durga Puja Carnival: শুক্রবার রেড রোডে হল দুর্গাপুজোর কার্নিভাল ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জমকালো এই পুজো কার্নিভালে আপাদমস্তক ফেস্টিভ মুডে দেখা গেল দর্শকদের ৷

Durga Puja Carnival
Durga Puja Carnival
উৎসবের আবহে রেড রোডে পুজো কার্নিভাল

কলকাতা, 27 অক্টোবর: পুজো শেষের পরেও ঠাকুর দেখা । শুক্রবার আরও শহরের বুকে আরও একটা জমকালো পুজো কার্নিভাল দেখল রাজ্যের মানুষ । আর একে কেন্দ্র করে আপাদমস্তক ফেস্টিভ মুডে দেখা গেল রেড রোডে উপস্থিত মানুষকে । মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে এই পুজো কার্নিভাল শুরু করেছিলেন । তারপর কোভিড অতিমারীর জন্য দুই বছর হয়নি কার্নিভাল । গতবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে৷

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

এই বছর মূল কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টে থেকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে 3টে নাগাদ রেড রোডে পৌঁছে যান । আর তিনি পৌঁছাতেই শুরু হয়ে যায় কার্নিভাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের সুরে এ দিন পা মিলিয়ে কার্নিভালের শুভ সূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ।

এবার কার্নিভালে প্রথম পুজো ছিল, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি । এরপর ধাপে ধাপে বাদামতলা আষাঢ় সংঘ, দমদম তরুণ দল-সহ একের পর এক শহর ও শহরতলির প্রথম সারির পুজোগুলি আসতে শুরু করে । প্রত্যেকটাতেই ছিল নতুন নতুন চমক, নাচে গানে দুর্গাস্তত্রে ছিল অনন্য ।

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

পায়ে চোটের কারণে স্পেন শহর থেকে ফিরে গৃহবন্দী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার কার্নিভালেই প্রথমবার বাড়ির বাইরে এলেন তিনি । এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কথা ভেবে তাঁর জন্য তৈরি মঞ্চ কিছুটা নিচু করা হয়েছিল ৷ একইভাবে মঞ্চে ওঠার জন্যও ছিল বিশেষ ব্যবস্থা । এ দিন কার্নিভালের অধিকাংশ সময় তাঁকে চেয়ারে বসে থাকতেই দেখা গেল । অন্যান্য বছরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সেভাবে অংশগ্রহণ করলেন না তিনি । মাত্র দু'একবার নিজের চেয়ার থেকে উঠে সামনে গিয়ে পুজো কমিটিদের অভিবাদন জানিয়েছেন । এছাড়া বেশিরভাগ সময় নিজের আসনে বসে থাকতেই দেখা গিয়েছে তাঁকে ।

Durga Puja Carnival
দুর্গাপুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার৷

আরও পড়ুন: পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন চন্ডীতলা 97 পল্লিতে

এবারের কার্নিভালে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ একঝাঁক নেতা-মন্ত্রী । ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য সরকারের আমলারাও । ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । আর ছিলেন এক ঝাঁক টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী । ছিলেন বিদেশের অতিথি অভ্যাগতরা । ছিলেন অসংখ্য সাধারণ মানুষ ।

গতবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির পর এটা ছিল কলকাতার দ্বিতীয় কার্নিভাল । কার্নিভাল উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয় পুরো রেড রোড চত্বরকে । মায়াবী আলোর পাশে সেখানে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা । মোট 101টা পুজো কমিটি অংশ নিয়েছিল দুর্গাপুজোর এই কার্নিভালে । তার মধ্যে ছিল শহর ও শহরতলির 88টি ও জেলার 13টি দুর্গাপ্রতিমা ৷

প্রত্যেকের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন ও প্রদর্শনের জন্য ছিল তিন মিনিট । রেড রোডে একে একে উপস্থাপনের পর প্রতিমাগুলি চলে যাচ্ছিল ভাসানের জন্য । এরই মাঝে মাঝে মুখ্যমন্ত্রীকে উঠে কখনও হাততালি দিতে দেখা গেল । কখনও দেখা গেল পাখা দিয়ে হাওয়া করতে । মোটের উপর নাচে-গানে উৎসবের মুডেই চলছে পুজো কার্নিভাল ।

আরও পড়ুন: ডাচদের দেশে উমাবন্দনা, মহিলা পুরোহিতের হাতেই পুজোয় মাতল আলমেয়ার

উৎসবের আবহে রেড রোডে পুজো কার্নিভাল

কলকাতা, 27 অক্টোবর: পুজো শেষের পরেও ঠাকুর দেখা । শুক্রবার আরও শহরের বুকে আরও একটা জমকালো পুজো কার্নিভাল দেখল রাজ্যের মানুষ । আর একে কেন্দ্র করে আপাদমস্তক ফেস্টিভ মুডে দেখা গেল রেড রোডে উপস্থিত মানুষকে । মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে এই পুজো কার্নিভাল শুরু করেছিলেন । তারপর কোভিড অতিমারীর জন্য দুই বছর হয়নি কার্নিভাল । গতবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে৷

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

এই বছর মূল কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টে থেকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে 3টে নাগাদ রেড রোডে পৌঁছে যান । আর তিনি পৌঁছাতেই শুরু হয়ে যায় কার্নিভাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের সুরে এ দিন পা মিলিয়ে কার্নিভালের শুভ সূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ।

এবার কার্নিভালে প্রথম পুজো ছিল, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি । এরপর ধাপে ধাপে বাদামতলা আষাঢ় সংঘ, দমদম তরুণ দল-সহ একের পর এক শহর ও শহরতলির প্রথম সারির পুজোগুলি আসতে শুরু করে । প্রত্যেকটাতেই ছিল নতুন নতুন চমক, নাচে গানে দুর্গাস্তত্রে ছিল অনন্য ।

Durga Puja Carnival
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

পায়ে চোটের কারণে স্পেন শহর থেকে ফিরে গৃহবন্দী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার কার্নিভালেই প্রথমবার বাড়ির বাইরে এলেন তিনি । এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কথা ভেবে তাঁর জন্য তৈরি মঞ্চ কিছুটা নিচু করা হয়েছিল ৷ একইভাবে মঞ্চে ওঠার জন্যও ছিল বিশেষ ব্যবস্থা । এ দিন কার্নিভালের অধিকাংশ সময় তাঁকে চেয়ারে বসে থাকতেই দেখা গেল । অন্যান্য বছরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সেভাবে অংশগ্রহণ করলেন না তিনি । মাত্র দু'একবার নিজের চেয়ার থেকে উঠে সামনে গিয়ে পুজো কমিটিদের অভিবাদন জানিয়েছেন । এছাড়া বেশিরভাগ সময় নিজের আসনে বসে থাকতেই দেখা গিয়েছে তাঁকে ।

Durga Puja Carnival
দুর্গাপুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার৷

আরও পড়ুন: পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন চন্ডীতলা 97 পল্লিতে

এবারের কার্নিভালে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ একঝাঁক নেতা-মন্ত্রী । ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য সরকারের আমলারাও । ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও । আর ছিলেন এক ঝাঁক টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী । ছিলেন বিদেশের অতিথি অভ্যাগতরা । ছিলেন অসংখ্য সাধারণ মানুষ ।

গতবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির পর এটা ছিল কলকাতার দ্বিতীয় কার্নিভাল । কার্নিভাল উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয় পুরো রেড রোড চত্বরকে । মায়াবী আলোর পাশে সেখানে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা । মোট 101টা পুজো কমিটি অংশ নিয়েছিল দুর্গাপুজোর এই কার্নিভালে । তার মধ্যে ছিল শহর ও শহরতলির 88টি ও জেলার 13টি দুর্গাপ্রতিমা ৷

প্রত্যেকের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন ও প্রদর্শনের জন্য ছিল তিন মিনিট । রেড রোডে একে একে উপস্থাপনের পর প্রতিমাগুলি চলে যাচ্ছিল ভাসানের জন্য । এরই মাঝে মাঝে মুখ্যমন্ত্রীকে উঠে কখনও হাততালি দিতে দেখা গেল । কখনও দেখা গেল পাখা দিয়ে হাওয়া করতে । মোটের উপর নাচে-গানে উৎসবের মুডেই চলছে পুজো কার্নিভাল ।

আরও পড়ুন: ডাচদের দেশে উমাবন্দনা, মহিলা পুরোহিতের হাতেই পুজোয় মাতল আলমেয়ার

Last Updated : Oct 27, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.