কলকাতা, 5 মার্চ : গোরু এবং কয়লা পাচার কাণ্ডে ফেরার ব্যবসায়ী এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতা বিনয় মিশ্রকে হাতে পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । সেই প্রচেষ্টায় আরও একধাপ এগিয়ে গিয়ে এবার মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির তোড়জোড় শুরু করল সিবিআই ।
এর আগে বহুবার জেরার জন্য সমন জারি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । কিন্তু প্রতিবারই সমন এড়িয়ে গেছে বিনয় মিশ্র । তার খোঁজে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা । রাজ্যের বাইরেও কিছু জায়গায় তার খোঁজে তল্লাশি চালান সিবিআই-এর অফিসাররা । কিন্তু অধরাই থেকে গেছে মিশ্র । এই পরিস্থিতিতে রেড কর্নার নোটিস জারির পরিকল্পনা করেছে সিবিআই । কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা, ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে মিশ্র । এবং সেই ক্ষেত্রে তাকে হাতে পেতে রেড কর্নার নোটিস জারি এবং ইন্টারপোলের সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই সিবিআই অফিসারদের কাছে ।
ইতিমধ্যেই আমরা ইন্টারপোলের কাছে পুরো ব্যাপারটা জানিয়েছি । রেড কর্নার নোটিস জারি করার একটা বিশেষ প্রক্রিয়া আছে । প্রথমে ইশু করতে হবে ওপেন ওয়ারেন্ট । সেই ওপেন ওয়ারেন্ট জারি হওয়ার পর আমাদের ইন্টারপোলের অনুমতি নিতে হবে রেড কর্নার নোটিস জারির জন্য । অনুমতি পেলেই তবে জারি হবে রেড কর্নার নোটিস । একই সঙ্গে নোটিসের কপি পাঠাতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে । নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই অধিকর্তা জানান ।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসারদের মতে, গোরু এবং কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর জাল সুদূরবিস্তৃত । বহ প্রভাবশালী ব্যক্তি, অন্যান্য ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, পুলিশ এবং সীমারক্ষা বাহিনীর বেশ কিছু অফিসার এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বা তার থেকে সুবিধাভোগী । তাই সিবিআই অফিসারদের কাছে বিনয় মিশ্রকে হাতে পাওয়াটা এতটাই জরুরি । কেন্দ্রীয় গোয়েন্দা অফিসারদের ধারণা যে জেরার মুখে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য হাতে আসতে পারে এবং উঠে আসতে পারে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম ।
আরও পড়ুন :
তদন্তে এর মধ্যেই সিবিআই রাজ্যের বেশ কিছু আইপিএস পদমর্যাদার অফিসারকে সমন ধরিয়েছে । তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই হাজিরা নিয়ে জবানবন্দী দিয়েছে সিবিআইয়ের কাছে । আর একজন আইপিএস অফিসারের সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা 8 মার্চ ।