ETV Bharat / state

SSC Recruitment Case: সরকার ও এসএসসি-র গাফিলতির জন্যই নিয়োগে দেরি ? জবাব চাইল হাইকোর্ট - স্কুল সার্ভিস কমিশন

রাজ্য সরকার ও এসএসসি-র গাফিলতির জন্যই কি নিয়োগে (SSC Recruitment Case) দেরি হয়েছে ? এই প্রশ্ন ওঠায় সরকার ও স্কুল সার্ভিস কমিশমের থেকে জবাব চাইল হাইকোর্ট (Calcutta High Court News)৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা
author img

By

Published : Jan 25, 2023, 4:44 PM IST

Updated : Jan 25, 2023, 6:01 PM IST

সরকার ও এসএসসি-র সরকার ও এসএসসি-

কলকাতা, 25 জানুয়ারি: সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির (Recruitment delayed) জন্যই কি 2016 সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে দেরি হয়েছে ? কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) মামলার শুনানিতে এই প্রশ্নই উঠে এল ৷ এই নিয়ে সরকার ও স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment Case) কাছে জবাব চেয়েছে আদালত ৷

আদালত সূত্রে জানা যাচ্ছে, 2016 সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন । নিয়োগ পরীক্ষা হয় 2016 সালের ডিসেম্বর মাসে । কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশিত হয় 2018 সালের জুন মাসে । অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের টালবাহানা এবং নানাবিধ ত্রুটির জন্যই নিয়োগ প্রক্রিয়া থমকে যায় । সেই কারণে চাকরিপ্রার্থীদের বারবার আদালতের শরণাপন্ন হতে হয় নিয়োগ পাওয়ার জন্য ।

2021 সালে 6 এপ্রিল হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু সেই নির্দেশ সত্বেও সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতির ফলে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে হয় অনেক বেশি সময় লেগে যায় ৷ 2022 সালের 30 নভেম্বর তাঁরা নিয়োগপত্র হাতে পান ।

আরও পড়ুন: নথি জাল করে চাকরি ! অভিযুক্তকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট

দীর্ঘ সময় নিয়োগ থেকে বঞ্চিত হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের দাবি, হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকে বা তাঁরা নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হওয়ার দিন থেকে কেন তাঁদের উপযুক্ত বেতন দেওয়া হবে না ? মামলাকারী কমল কবিরাজ, সঞ্জয় মাহাত-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, চাকরি প্রার্থীরা যেদিন থেকে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, সে দিন থেকেই তাঁরা বেতন পাওয়ার যোগ্য । কারণ একইসঙ্গে যে প্রার্থীরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাঁরা বেতন পেয়ে যাচ্ছেন । অথচ সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির জন্য একাধিক প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন । তার জন্য প্রার্থীরা কোনওভাবেই দায়ী নন, সেই জন্য নিয়োগে বিবেচিত হওয়ার দিন থেকেই তাঁরা বেতন পাওয়ার যোগ্য ।

বিচারপতি অনিরুদ্ধ রায় সব পক্ষের বক্তব্য শোনার পর অবিলম্বে বিষয়টির সমাধান করতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনেকে নির্দেশ দিয়েছেন । আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে কেন তাঁদের নিয়োগপত্র পাওয়ার দিন থেকে তাঁরা বেতন পাবেন না !

সরকার ও এসএসসি-র সরকার ও এসএসসি-

কলকাতা, 25 জানুয়ারি: সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির (Recruitment delayed) জন্যই কি 2016 সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে দেরি হয়েছে ? কলকাতা হাইকোর্টের (Calcutta High Court News) মামলার শুনানিতে এই প্রশ্নই উঠে এল ৷ এই নিয়ে সরকার ও স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment Case) কাছে জবাব চেয়েছে আদালত ৷

আদালত সূত্রে জানা যাচ্ছে, 2016 সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন । নিয়োগ পরীক্ষা হয় 2016 সালের ডিসেম্বর মাসে । কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশিত হয় 2018 সালের জুন মাসে । অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের টালবাহানা এবং নানাবিধ ত্রুটির জন্যই নিয়োগ প্রক্রিয়া থমকে যায় । সেই কারণে চাকরিপ্রার্থীদের বারবার আদালতের শরণাপন্ন হতে হয় নিয়োগ পাওয়ার জন্য ।

2021 সালে 6 এপ্রিল হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু সেই নির্দেশ সত্বেও সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতির ফলে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে হয় অনেক বেশি সময় লেগে যায় ৷ 2022 সালের 30 নভেম্বর তাঁরা নিয়োগপত্র হাতে পান ।

আরও পড়ুন: নথি জাল করে চাকরি ! অভিযুক্তকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট

দীর্ঘ সময় নিয়োগ থেকে বঞ্চিত হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের দাবি, হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকে বা তাঁরা নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হওয়ার দিন থেকে কেন তাঁদের উপযুক্ত বেতন দেওয়া হবে না ? মামলাকারী কমল কবিরাজ, সঞ্জয় মাহাত-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, চাকরি প্রার্থীরা যেদিন থেকে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, সে দিন থেকেই তাঁরা বেতন পাওয়ার যোগ্য । কারণ একইসঙ্গে যে প্রার্থীরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাঁরা বেতন পেয়ে যাচ্ছেন । অথচ সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির জন্য একাধিক প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন । তার জন্য প্রার্থীরা কোনওভাবেই দায়ী নন, সেই জন্য নিয়োগে বিবেচিত হওয়ার দিন থেকেই তাঁরা বেতন পাওয়ার যোগ্য ।

বিচারপতি অনিরুদ্ধ রায় সব পক্ষের বক্তব্য শোনার পর অবিলম্বে বিষয়টির সমাধান করতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনেকে নির্দেশ দিয়েছেন । আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে কেন তাঁদের নিয়োগপত্র পাওয়ার দিন থেকে তাঁরা বেতন পাবেন না !

Last Updated : Jan 25, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.