ETV Bharat / state

Kolkata Metro Railway: বিকল্প উপায়ে চলতি বছরেই প্রায় 16 কোটি টাকা আয় হল কলকাতা মেট্রোর - বিজ্ঞাপনের মাধ্যমে আয়

করোনা অতিমারী (Covid Pandemic) ও তার পরবর্তী সময়ে কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Railway) আয় অনেকটাই ধাক্কা খেয়েছিল ৷ যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিকল্প আয়ের রাস্তা তৈরি করেছিল মেট্রো কর্তৃপক্ষ ৷ সেখান থেকে চলতি বছরে প্রায় 16 কোটি টাকা আয় হয়েছে কলকাতা মেট্রোর ৷

record-increase-in-non-fare-revenue-earning-of-kolkata-metro-railway-ranked-5th-among-all-zonal-railways
Kolkata Metro Railway: বিকল্প উপায়ে চলতি বছরেই প্রায় 16 কোটি টাকা আয় হল কলকাতা মেট্রোর
author img

By

Published : Nov 10, 2022, 4:15 PM IST

কলকাতা, 10 নভেম্বর: করোনাকালে গত দুই বছর আয়ের ক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর আবারও ঘুরে দাঁড়ালো কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) । কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে চলতি বছরের বিজ্ঞাপনের মাধ্যমে আয় (Non Fare Revenue Earning) বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16 কোটিতে । ভারতের জোনাল রেলওয়েগুলির মধ্যে সমস্ত জোনের ফেয়ার রেভিনিউ-এর ভিত্তিতে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা মেট্রো রেল ।

গত দুই বছর অতিমারীর (Covid Pandemic) জেরে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছিল মেট্রোর আয় । একটানা বহুদিন বন্ধ ছিল পরিষেবাও । তার পর যখন আবার পরিষেবা চালু হয়, তখন স্বাভাবিকভাবেই যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম । এর ফলে মাথায় হাত পড়েছিল কর্তৃপক্ষের । তাই বিকল্প উপায়ে রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । আয় বাড়াতে বিজ্ঞাপন ও কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে এই কো-ব্র্যান্ডিং শুরু করা হয় । এর ফলে বার্ষিক আয়ও বাড়ে অনেকটাই ।

পাশাপাশি গত দুই বছরের তুলনায় এই বছর দুর্গাপুজোর সময়ও যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৷ তাই টোকেন বিক্রির মাধ্যমে আয় হয়েছে মেট্রোর । মেট্রো রেল সূত্রে খবর যে এই বছরের 1 এপ্রিল থেকে 31 অক্টোবরের মধ্যে মেট্রোর আয় পৌঁছেছে প্রায় 16.61 কোটিতে । অথচ গতবছর এই সময়ের মধ্যে মেট্রোর আয় হয়েছিল মাত্র 4.96 কোটি টাকা ।

কলকাতা মেট্রো রেলের এক আধিকারিক বলেন, "নিঃসন্দেহে এটা একটা আশার খবর । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে টিকিট বিক্রি বাদ দিয়ে অন্যান্য যে পদক্ষেপগুলো করা হচ্ছে, তাতে আরও অনেক বেশি সংখ্যক কর্পোরেট সংস্থা ব্র্যান্ডিং করতে আগ্রহী হবে বলে আমাদের আশা । কারণ, প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা পৌঁছে যাবে লক্ষাধিক মানুষের কাছে ।"

আরও পড়ুন: এবার বিজ্ঞাপনে সাজবে মেট্রো স্টেশনের দেওয়ালও

কলকাতা, 10 নভেম্বর: করোনাকালে গত দুই বছর আয়ের ক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর আবারও ঘুরে দাঁড়ালো কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) । কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে চলতি বছরের বিজ্ঞাপনের মাধ্যমে আয় (Non Fare Revenue Earning) বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16 কোটিতে । ভারতের জোনাল রেলওয়েগুলির মধ্যে সমস্ত জোনের ফেয়ার রেভিনিউ-এর ভিত্তিতে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা মেট্রো রেল ।

গত দুই বছর অতিমারীর (Covid Pandemic) জেরে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছিল মেট্রোর আয় । একটানা বহুদিন বন্ধ ছিল পরিষেবাও । তার পর যখন আবার পরিষেবা চালু হয়, তখন স্বাভাবিকভাবেই যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম । এর ফলে মাথায় হাত পড়েছিল কর্তৃপক্ষের । তাই বিকল্প উপায়ে রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । আয় বাড়াতে বিজ্ঞাপন ও কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে এই কো-ব্র্যান্ডিং শুরু করা হয় । এর ফলে বার্ষিক আয়ও বাড়ে অনেকটাই ।

পাশাপাশি গত দুই বছরের তুলনায় এই বছর দুর্গাপুজোর সময়ও যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৷ তাই টোকেন বিক্রির মাধ্যমে আয় হয়েছে মেট্রোর । মেট্রো রেল সূত্রে খবর যে এই বছরের 1 এপ্রিল থেকে 31 অক্টোবরের মধ্যে মেট্রোর আয় পৌঁছেছে প্রায় 16.61 কোটিতে । অথচ গতবছর এই সময়ের মধ্যে মেট্রোর আয় হয়েছিল মাত্র 4.96 কোটি টাকা ।

কলকাতা মেট্রো রেলের এক আধিকারিক বলেন, "নিঃসন্দেহে এটা একটা আশার খবর । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে টিকিট বিক্রি বাদ দিয়ে অন্যান্য যে পদক্ষেপগুলো করা হচ্ছে, তাতে আরও অনেক বেশি সংখ্যক কর্পোরেট সংস্থা ব্র্যান্ডিং করতে আগ্রহী হবে বলে আমাদের আশা । কারণ, প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা পৌঁছে যাবে লক্ষাধিক মানুষের কাছে ।"

আরও পড়ুন: এবার বিজ্ঞাপনে সাজবে মেট্রো স্টেশনের দেওয়ালও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.