ETV Bharat / state

Kolkata Port Income: পণ্য পরিবহণে রেকর্ড কলকাতা বন্দরের, বাড়ল আয়ও

সদ্য শেষ হওয়া 2022-23 অর্থবর্ষে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহণ করেছে খিদিরপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ৷ বেড়েছে লাভও ৷

ETV Bharat
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের পণ্য পরিবহণে রেকর্ড
author img

By

Published : Apr 5, 2023, 4:10 PM IST

কলকাতা, 5 এপ্রিল: কলকাতার খিদিরপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ইতিহাসে পণ্য পরিবহণে রেকর্ড ৷ এই প্রথমবার 2022-23 অর্থবর্ষে 65.66 মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করা হয়েছে ওই বন্দর দিয়ে । এর ফলে বন্দরের আর্থিক লাভ হয়েছে প্রায় 304 কোটি টাকা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের চেয়ারম্যান পিএল হারানধ ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের দাবি, গত অর্থবর্ষে অভূৎপূর্ব ভাবে আয়ে বেড়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরের । তবে দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যশালী এই বন্দরকে আরও অত্যাধুনিক মানের করে তোলার পাশাপাশি আগামী দিনে আরও আয়ে বাড়াতে এবার 80 শতাংশ পিপিপি মডেলের উপরে বেশি জোর দিচ্ছে কতৃপক্ষ ।

এই প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান পিএল হারানধ বলেন,"কেন্দ্রের দেওয়া লক্ষ্যমাত্রা ছড়িয়ে গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর । এই অর্থবর্ষে সচেয়ে বেশি পণ্য পরিবহণ করা হয়েছে এই বন্দরের মাধ্যমে ৷ যা আগের বছরের (2021-22) তুলনায় 12.87 শতাংশ বেশি । গত অর্থবর্ষে এখান থেকে 58.175 মেট্রিক টন পণ্য পরিবহণ করা হয়েছিল ৷ যদিও আগামী বছরের লক্ষ্যমাত্রা সম্বন্ধে এখনও কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি ৷" কয়লা ও কোকিং কোলের পরিবহণ এই বন্দর থেকে সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: খাসির মাংসের দাম ছুঁল টাইগার মুরগি ! বাণিজ্যিক প্রতিপালন শুরু রাজ্যে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের দাবি, উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য স্বল্প খরচে এবং কম সময়ে পণ্য পরিবহণের জন্য একাধিক পদক্ষেপ করেছে বন্দর কর্তৃপক্ষ । ইন্দো-বাংলাদেশ প্রোটোকলের অন্তর্গত বাংলাদেশ-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহণের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এসেছে ৷ আগে এইসব জায়গাগুলিতে পণ্য পরিবহণ করা হতো রেলপথে ৷ যা অনেক বেশি সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ছিল । তবে নতুন নিয়মে যেমন কমেছে খরচ তেমন সময়ও লাগছে অনেক কম । মায়ানমারের সিথওয়ে বন্দরেও এই পোর্ট থেকে পণ্য পরিবহণের উদ্যোগ নেওয়া হয়েছে ৷

কলকাতা, 5 এপ্রিল: কলকাতার খিদিরপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ইতিহাসে পণ্য পরিবহণে রেকর্ড ৷ এই প্রথমবার 2022-23 অর্থবর্ষে 65.66 মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করা হয়েছে ওই বন্দর দিয়ে । এর ফলে বন্দরের আর্থিক লাভ হয়েছে প্রায় 304 কোটি টাকা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের চেয়ারম্যান পিএল হারানধ ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের দাবি, গত অর্থবর্ষে অভূৎপূর্ব ভাবে আয়ে বেড়েছে কলকাতা এবং হলদিয়া বন্দরের । তবে দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যশালী এই বন্দরকে আরও অত্যাধুনিক মানের করে তোলার পাশাপাশি আগামী দিনে আরও আয়ে বাড়াতে এবার 80 শতাংশ পিপিপি মডেলের উপরে বেশি জোর দিচ্ছে কতৃপক্ষ ।

এই প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান পিএল হারানধ বলেন,"কেন্দ্রের দেওয়া লক্ষ্যমাত্রা ছড়িয়ে গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর । এই অর্থবর্ষে সচেয়ে বেশি পণ্য পরিবহণ করা হয়েছে এই বন্দরের মাধ্যমে ৷ যা আগের বছরের (2021-22) তুলনায় 12.87 শতাংশ বেশি । গত অর্থবর্ষে এখান থেকে 58.175 মেট্রিক টন পণ্য পরিবহণ করা হয়েছিল ৷ যদিও আগামী বছরের লক্ষ্যমাত্রা সম্বন্ধে এখনও কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি ৷" কয়লা ও কোকিং কোলের পরিবহণ এই বন্দর থেকে সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: খাসির মাংসের দাম ছুঁল টাইগার মুরগি ! বাণিজ্যিক প্রতিপালন শুরু রাজ্যে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের দাবি, উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য স্বল্প খরচে এবং কম সময়ে পণ্য পরিবহণের জন্য একাধিক পদক্ষেপ করেছে বন্দর কর্তৃপক্ষ । ইন্দো-বাংলাদেশ প্রোটোকলের অন্তর্গত বাংলাদেশ-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহণের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এসেছে ৷ আগে এইসব জায়গাগুলিতে পণ্য পরিবহণ করা হতো রেলপথে ৷ যা অনেক বেশি সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ছিল । তবে নতুন নিয়মে যেমন কমেছে খরচ তেমন সময়ও লাগছে অনেক কম । মায়ানমারের সিথওয়ে বন্দরেও এই পোর্ট থেকে পণ্য পরিবহণের উদ্যোগ নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.