ETV Bharat / state

Dengue: চলতি বছরে রেকর্ড ডেঙ্গি সংক্রমণ, ভয় ধরাচ্ছে কলকাতার পরিসংখ্যান

চলতি বছরে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা প্রায় 48 হাজার ৷ স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ৷ গত কয়েক বছরের মধ্যে এবার রেকর্ড ডেঙ্গির সংক্রমণ হয়েছে ৷

record-dengue-infection-this-year-in-west-bengal
Dengue: চলতি বছরে রেকর্ড ডেঙ্গি সংক্রমণ, ভয় ধরাচ্ছে কলকাতার পরিসংখ্যান
author img

By

Published : Nov 4, 2022, 12:29 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ডেঙ্গি (Dengue) পরিস্থিতিকে ঘিরে ক্রমেই ঘনাচ্ছে চিন্তার কালো মেঘ । পুজোর পর পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে । তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ কলকাতার পজিটিভিটি রেট (Kolkata Dengue Positivity Rate) ।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের যে অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে গত 2 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন 48 হাজার 57 জন । অন্যদিকে, গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন 5 হাজার 396 জন । স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, বিগত বছরগুলির মোট আক্রান্তের রেকর্ড ভেঙে গিয়েছে চলতি বছরে ৷

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট হল 12.7 শতাংশ । অর্থাৎ ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা প্রতি 100 জনের মধ্যে 12 জনেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত । এর মধ্যে কলকাতায় ডেঙ্গির পজিটিভিটি রেট হল 24.8 শতাংশ । অর্থাৎ, কলকাতায় ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা 100 জনের মধ্যে প্রায় 25 জনই ডেঙ্গিতে আক্রান্ত ।

তবে শুধু কলকাতাতেই নয়, পজিটিভিটি রেটে রাজ্যের গড়ের উপরে রয়েছে জলপাইগুড়ি (24.5 শতাংশ), হুগলি (20.8 শতাংশ), কালিম্পং (19.5 শতাংশ), আলিপুরদুয়ার (17.7 শতাংশ), মালদা (17.5 শতাংশ), হাওড়া (14.7 শতাংশ) এবং উত্তর দিনাজপুর (14 শতাংশ) ।

অন্যদিকে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) এলাকায় পরিস্থিতি সবথেকে খারাপ 13 নম্বর বরোয় ৷ শুধু এই বরোতেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1128 জন ৷ এর পর রয়েছে 10 নম্বর বরো ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 856 ৷ এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের 109 এবং 106 নম্বর ওয়ার্ডেও ডেঙ্গির প্রকোপ মারাত্মক ভাবে বেড়েছে ৷

আরও পড়ুন: আবাসনে ডেঙ্গি রুখতে আবাসিকদেরই দায়িত্ব নিতে হবে, বললেন ফিরহাদ

কলকাতা, 4 নভেম্বর: ডেঙ্গি (Dengue) পরিস্থিতিকে ঘিরে ক্রমেই ঘনাচ্ছে চিন্তার কালো মেঘ । পুজোর পর পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে । তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ কলকাতার পজিটিভিটি রেট (Kolkata Dengue Positivity Rate) ।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের যে অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে গত 2 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন 48 হাজার 57 জন । অন্যদিকে, গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন 5 হাজার 396 জন । স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, বিগত বছরগুলির মোট আক্রান্তের রেকর্ড ভেঙে গিয়েছে চলতি বছরে ৷

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট হল 12.7 শতাংশ । অর্থাৎ ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা প্রতি 100 জনের মধ্যে 12 জনেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত । এর মধ্যে কলকাতায় ডেঙ্গির পজিটিভিটি রেট হল 24.8 শতাংশ । অর্থাৎ, কলকাতায় ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা 100 জনের মধ্যে প্রায় 25 জনই ডেঙ্গিতে আক্রান্ত ।

তবে শুধু কলকাতাতেই নয়, পজিটিভিটি রেটে রাজ্যের গড়ের উপরে রয়েছে জলপাইগুড়ি (24.5 শতাংশ), হুগলি (20.8 শতাংশ), কালিম্পং (19.5 শতাংশ), আলিপুরদুয়ার (17.7 শতাংশ), মালদা (17.5 শতাংশ), হাওড়া (14.7 শতাংশ) এবং উত্তর দিনাজপুর (14 শতাংশ) ।

অন্যদিকে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) এলাকায় পরিস্থিতি সবথেকে খারাপ 13 নম্বর বরোয় ৷ শুধু এই বরোতেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1128 জন ৷ এর পর রয়েছে 10 নম্বর বরো ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 856 ৷ এর পাশাপাশি কলকাতা পৌরনিগমের 109 এবং 106 নম্বর ওয়ার্ডেও ডেঙ্গির প্রকোপ মারাত্মক ভাবে বেড়েছে ৷

আরও পড়ুন: আবাসনে ডেঙ্গি রুখতে আবাসিকদেরই দায়িত্ব নিতে হবে, বললেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.