কলকাতা, 13 ফেব্রুয়ারি: 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবছর রেকর্ড 25 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে রবিবারই জানিয়েছিল গিল্ড কর্তৃপক্ষ ৷ তবে এবার বিই বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে সিপিএম ৷ তাদের ছাত্র সংগঠন এসএফআই-এর মুখপত্র 'ছাত্রসংগ্রাম' পত্রিকার স্টল থেকে এবার 5 লাখ 8 হাজার 810 টাকার বই বিক্রি হয়েছে (SFI stall in kolkata book fair) ৷
সংগঠনটির নেতাদের দাবি, কলকাতা বইমেলায় অন্যান্য বারের তুলনায় তো বটেই, কালীপুজো, দুর্গাপুজোর মতো বিভিন্ন উৎসবে যে পরিমাণ বই বিক্রি হয়, তার থেকেও অনেক বেশি বই এবারের বইমেলাতে বিক্রি হয়েছে ৷ ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক দীপ্তজিৎ বিশ্বাসের কথায়,"এসএফআই মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার বয়স 57 বছর । আর কলকাতা বইমেলা 46 বছরের । তফাৎ 11 বছরের । রাজ্যে বাম সরকার প্রায় 11 বছর হল ক্ষমতায় নেই । তারপরও কলকাতা বইমেলায় এবার সব থেকে বেশি টাকায় বই বিক্রি করেছি আমরা । কারণ, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা আমাদের স্টলমুখী হয়েছেন ।"
উল্লেখ্য, গত কয়েক বছরের মত এবারও বইমেলায় এসএফআই-এর মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল ছিল । এবছর স্টল ছিল 9 নম্বর গেটের কাছে । স্টল নম্বর 516 । প্রথম দিন থেকেই এই স্টলে বহু পড়ুয়া ও অভিভাবকের ভিড় হয়েছে । প্রথম পাঁচ দিনেই প্রায় পৌনে দু-লাখ টাকার বই বিক্রি হয় । মেলা শেষে সেই টাকার অংক পাঁচ লাখ পেরিয়ে যায় । ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক দীপ্তজিৎ বিশ্বাস বলেন,"এবছর 5 লাখ 8 হাজার 810 টাকার বই বিক্রি হয়েছে । যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি ।"
আরও পড়ুন: সার্থক বাঙালির বই প্রেম, বইমেলায় 25 কোটির রেকর্ড বিক্রি
এই প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন,"নিজেরা নিজেদের বই বিক্রিতে টেক্কা দিচ্ছি বলব না । চেষ্টা করছি । যেখানে সাধারণ মানুষ ও পড়ুয়ারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন । যে কারণে এবছর কালীপুজো দুর্গাপুজোর মতো উৎসবগুলিতেও আমাদের বুকস্টলগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো । বই বিক্রিই তেমন হয়েছে । তবে, এখনও পর্যন্ত কলকাতা বইমেলাতেই সব থেকে বেশি বই বিক্রি হয়েছে ।"
কোন বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? দীপ্তজিৎ বিশ্বাস বলেন,"এসএফআই তথা বামপন্থী ছাত্র আন্দোলনের দলিল 'ঐতিহ্য উত্তরাধিকার' বইটি সব চেয়ে বেশি বিক্রি হয়েছে । এই বইয়ের চাহিদার কথা ভেবে ছাত্রসংগ্রাম পত্রিকার প্রকাশনী এবার 'ঐতিহ্য উত্তরাধিকার' বইটি নতুন করে ছাপে । এছাড়াও পত্রিকার প্রাক্তন সম্পাদকের বইটির ব্যাপক চাহিদা ছিল ।"