ETV Bharat / state

কেটেছে মেঘ-বৃষ্টির পালা, চলতি সপ্তাহে এক ধাক্কায় অনেকটা নামতে পারে কলকাতার তাপমাত্রা

WB Weather Update: ভোরের আকাশে কুয়াশার হাতছানি । রাতের হাওয়ায় শিরশিরানি ৷ রাজ্যে কবে থেকে শীতের ইনিংস শুরু হবে তা জানিয়ে দিল হাওয়া অফিস ৷

Etv Bharat
রাজ্যে শীতের শুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 7:00 AM IST

Updated : Nov 20, 2023, 7:20 AM IST

কলকাতা, 20 নভেম্বর: সকালে ঘুম ভাঙলেই জানালায় কুয়াশার পরশ ৷ বাইরে বেরোলেই নিতে হচ্ছে হালকা চাদর ৷ প্রকৃতির চারপাশে ঋতু পরিবর্তনের পালা ৷ এবার শীত আসছে ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতরও ৷ নতুন সপ্তাহেই শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় মিধিলির পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে হেমন্তের পরিচিত আবহে সামান্য বদল ঘটেছিল। রোদ ঝলমলে আকাশ, বাতাসে হিমের পরশ, ত্বকে শুষ্ক টানের অনুভূতি- সবকিছুই আচমকা থমকে গিয়েছিল। তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়া ফের ঢুকতে শুরু করবে রাজ্যে। ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডার শিরশিরানি আবারও ফিরতে চলেছে।

আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দক্ষিনবঙ্গের জন্য হাওয়া অফিস দিয়েছে তাতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। জেলা শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসেরও কম থাকছে। ফলে সেখানেও ঠাণ্ডার শিরশিরানি বেশ ভালো মত অনুভূত হচ্ছে। নতুন সপ্তাহে মিধিলি দুর্যোগ কাঁটা কেটে যাওয়ায় শীতের আগমনী বাজতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমবে। ফলে সেখানেও শীতের আগমনী ভালোমত অনুভূত হবে। রবিবার কলকাতা এবং তৎ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98 শতাংশ। সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:

কলকাতা, 20 নভেম্বর: সকালে ঘুম ভাঙলেই জানালায় কুয়াশার পরশ ৷ বাইরে বেরোলেই নিতে হচ্ছে হালকা চাদর ৷ প্রকৃতির চারপাশে ঋতু পরিবর্তনের পালা ৷ এবার শীত আসছে ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতরও ৷ নতুন সপ্তাহেই শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় মিধিলির পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে হেমন্তের পরিচিত আবহে সামান্য বদল ঘটেছিল। রোদ ঝলমলে আকাশ, বাতাসে হিমের পরশ, ত্বকে শুষ্ক টানের অনুভূতি- সবকিছুই আচমকা থমকে গিয়েছিল। তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়া ফের ঢুকতে শুরু করবে রাজ্যে। ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডার শিরশিরানি আবারও ফিরতে চলেছে।

আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দক্ষিনবঙ্গের জন্য হাওয়া অফিস দিয়েছে তাতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। জেলা শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসেরও কম থাকছে। ফলে সেখানেও ঠাণ্ডার শিরশিরানি বেশ ভালো মত অনুভূত হচ্ছে। নতুন সপ্তাহে মিধিলি দুর্যোগ কাঁটা কেটে যাওয়ায় শীতের আগমনী বাজতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমবে। ফলে সেখানেও শীতের আগমনী ভালোমত অনুভূত হবে। রবিবার কলকাতা এবং তৎ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98 শতাংশ। সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:

1. জায়গা সংকীর্ণ, উত্তরকাশীর টানেল বিপর্যয়ে শ্রমিকদের উদ্ধারে এবার সাহায্য নেওয়া হচ্ছে রোবটের

2. বিমানবন্দরে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, আইপিএস অফিসারের বিরুদ্ধে দায়ের অভিযোগ

3. গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী, মুম্বইয়ে গ্রেফতার দুই ছাত্র

Last Updated : Nov 20, 2023, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.