কলকাতা,19 নভেম্বর: মিধিলি বাংলাদেশে যেতেই রাজ্যে দূর্যোগের আশঙ্কা কমেছে অনেকটাই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। সেই অনুসারে শনিবার সারাটা দিন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি সেভাবে হয়নি। তবে গত দুদিনে হারিয়ে যাওয়া ঠাণ্ডার শিরশিরানি ফিরতে একটু সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর।
তার আগে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। তারপর থেকে পারদ নামতে শুরু করবে। কার্তিক মাস কাটতে না কাটতেই হালকা শীত শীত করছে। রাত এবং ভোরের দিকে শীতের অনুভূতি স্বভাবতই একটু বেশি। এরই মধ্যে মেঘলা আকাশ এবং বৃষ্টির হাত ধরে শীতের আমেজ বেশ খানিকটা কেটে গিয়েছিল। এবার তা ফিরতে চলেছে। গত বেশ কয়েক বছর ধরে আবহাওয়ার এই প্রবণতা চোখে পড়ছে। নভেম্বর পড়তে না পড়তেই শীতের আমেজ তৈরি হয়ে যায। তা অচিরে কেটে গিয়ে আবার ফিরেও আসে। এবারও তাই হল।
আজ রবিবার ছটপূজো। এমনই আবহে মেঘ কাটতে শুরু হওয়া অবশ্যই স্বস্তির খবর। ছটেও আবহাওয়া বাধা হবে না। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখন আর কোনও বাধা নেই। দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তার জায়গায় শীতের অনুভূতি আরও বেশ খানিকটা বাড়তে পারে। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। মানে নিম্নচাপের হাত ধরে ঘূর্ণিঝড় হানা দেওয়ার আগে রাজ্যের প্রায় সর্বত্র যে শীতের অনুভূতি ছিল তা আবারও ফিরতে চলেছে বলেই মনে করছে হাওয়া অফিস।
তার আগে শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: