ETV Bharat / state

TMC on Abhishek Banerjee: 'আদালতের নির্দেশে স্পষ্ট, অভিষেকই টার্গেট,' দাবি তৃণমূলের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

জিজ্ঞাসাবাদ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না ৷ আজই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিষয়টি নিয়ে কী বলছে দল ?

Etv Bharat
শশী পাঁজা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 2:41 PM IST

Updated : Sep 22, 2023, 3:34 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কোর্টের নির্দেশ নিয়ে শশী পাঁজা ও কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 22 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট । শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ এরপরই এই নিয়ে বিরোধীদের পালটা আক্রমণ করল তৃণমূল কংগ্রেস । দুবাইয়ে বসেই অভিষেককে হাইকোর্টের এই নির্দেশ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধীদের পালটা আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ।


আদালতের এই রায়ের পর দুবাই থেকে ভিডিয়ো বার্তায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, "যেহেতু এটি আদালতের বিচারাধীন বিষয় তাই এই নিয়ে আমরা সরাসরি প্রতিক্রিয়া দিতে চাই না । কিন্তু যেহেতু রাজনীতিতে বিরোধীরা শকুনের চিৎকার বজায় রাখে, তাই দু-একটা কথা বলে দেওয়া অত্যন্ত প্রয়োজন । প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন তিনি এর সঙ্গে কোনওভাবে যুক্ত নন । তিনি মাথা উঁচু করে বলছেন তিনি কোনও অপরাধ করেননি, যদি তিনি অপরাধ করেছেন এমন এক ইঞ্চি প্রমাণ কেউ দেখাতে পারলে তবে তিনি স্বেচ্ছায় শাস্তিবরণ করে নেবেন । আজ যখন আদালত বলছে কোনও অর্থবহ প্রমাণ অভিষেকের বিরুদ্ধে দেখানো যাচ্ছে না, তাতে তো অভিষেকের কথাই প্রতিধ্বনিত হচ্ছে ।"

তিনি আরও বলেন, "এই মুহূর্তে জোর করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণ করা যাচ্ছে না ৷ তাঁর বিরুদ্ধে কোনও অর্থবহ প্রমাণ আনা যাচ্ছে না । বিজেপি যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ চালাচ্ছে ৷ অভিষেককে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে , তা আরও একবার প্রকাশ্যে চলে এসেছে ।"


অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "হাইকোর্টের রায়ের মাধ্যমে এটা পরিষ্কার যে বারবার হেনস্থার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে । উদ্দেশ্য একটাই, তাঁর বদনাম করা ৷ তাঁর রাজনৈতিক কেরিয়ারটাকে নষ্ট করে দাও । এটাও দিনের আলোর মতো পরিষ্কার সবটাই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে করা হচ্ছে ।"

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদ করলেও আপাতত গ্রেফতার নয়, হাইকোর্টে স্বস্তি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কোর্টের নির্দেশ নিয়ে শশী পাঁজা ও কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 22 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট । শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ এরপরই এই নিয়ে বিরোধীদের পালটা আক্রমণ করল তৃণমূল কংগ্রেস । দুবাইয়ে বসেই অভিষেককে হাইকোর্টের এই নির্দেশ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধীদের পালটা আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ।


আদালতের এই রায়ের পর দুবাই থেকে ভিডিয়ো বার্তায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, "যেহেতু এটি আদালতের বিচারাধীন বিষয় তাই এই নিয়ে আমরা সরাসরি প্রতিক্রিয়া দিতে চাই না । কিন্তু যেহেতু রাজনীতিতে বিরোধীরা শকুনের চিৎকার বজায় রাখে, তাই দু-একটা কথা বলে দেওয়া অত্যন্ত প্রয়োজন । প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন তিনি এর সঙ্গে কোনওভাবে যুক্ত নন । তিনি মাথা উঁচু করে বলছেন তিনি কোনও অপরাধ করেননি, যদি তিনি অপরাধ করেছেন এমন এক ইঞ্চি প্রমাণ কেউ দেখাতে পারলে তবে তিনি স্বেচ্ছায় শাস্তিবরণ করে নেবেন । আজ যখন আদালত বলছে কোনও অর্থবহ প্রমাণ অভিষেকের বিরুদ্ধে দেখানো যাচ্ছে না, তাতে তো অভিষেকের কথাই প্রতিধ্বনিত হচ্ছে ।"

তিনি আরও বলেন, "এই মুহূর্তে জোর করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণ করা যাচ্ছে না ৷ তাঁর বিরুদ্ধে কোনও অর্থবহ প্রমাণ আনা যাচ্ছে না । বিজেপি যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ চালাচ্ছে ৷ অভিষেককে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে , তা আরও একবার প্রকাশ্যে চলে এসেছে ।"


অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "হাইকোর্টের রায়ের মাধ্যমে এটা পরিষ্কার যে বারবার হেনস্থার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে । উদ্দেশ্য একটাই, তাঁর বদনাম করা ৷ তাঁর রাজনৈতিক কেরিয়ারটাকে নষ্ট করে দাও । এটাও দিনের আলোর মতো পরিষ্কার সবটাই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে করা হচ্ছে ।"

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদ করলেও আপাতত গ্রেফতার নয়, হাইকোর্টে স্বস্তি অভিষেকের

Last Updated : Sep 22, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.