ETV Bharat / state

পরিবারের এক সদস্যকে হারিয়ে মনটা আজ ভারাক্রান্ত: অনিন্দ্য - Nabanita Deb Sen

প্রয়াত নবনীত দেব সেনের স্মৃতিচারণায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷

অনিন্দ্য চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 7, 2019, 10:20 PM IST

কলকাতা, 7 নভেম্বর : পরিবারের এক সদস্যকে হারালাম ৷ নবনীতাদিকে অনেক কাছ থেকে চিনতাম ৷ ওনার শেষ জন্মদিনে আমরা সবাই উপস্থিত ছিলাম ৷ সেই দিনগুলির কথা আজ খুব বেশি করে মনে পড়ছে ৷

'রোববার' পরিবারের এক সদস্যকে হারালাম ৷ প্রথম দিন থেকে 'ভালোবাসার বারান্দা' কলমটা উনি লিখতেন ৷ আজ খবর শোনার পরই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে ৷

আমাদের সবাইকে খুব ভালোবাসতেন ৷ সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ৷ আমার জীবনের অনেকটা অংশজুড়েই রয়েছে ওনার স্মৃতি ৷ ওনার লেখার বরাবরই আমি ভক্ত ৷ কী করে এই শূন্যস্থান পূরণ করব জানি না ৷

কলকাতা, 7 নভেম্বর : পরিবারের এক সদস্যকে হারালাম ৷ নবনীতাদিকে অনেক কাছ থেকে চিনতাম ৷ ওনার শেষ জন্মদিনে আমরা সবাই উপস্থিত ছিলাম ৷ সেই দিনগুলির কথা আজ খুব বেশি করে মনে পড়ছে ৷

'রোববার' পরিবারের এক সদস্যকে হারালাম ৷ প্রথম দিন থেকে 'ভালোবাসার বারান্দা' কলমটা উনি লিখতেন ৷ আজ খবর শোনার পরই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে ৷

আমাদের সবাইকে খুব ভালোবাসতেন ৷ সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ৷ আমার জীবনের অনেকটা অংশজুড়েই রয়েছে ওনার স্মৃতি ৷ ওনার লেখার বরাবরই আমি ভক্ত ৷ কী করে এই শূন্যস্থান পূরণ করব জানি না ৷


Mumbai, Nov 07 (ANI): Western Railway launched new local 'Uttam Rake' to make travel in Mumbai local better. Western Railway announced the new development through a tweet. CCTV cameras have been installed in every coach. Interestingly, this is the first non-air-conditioned local train on Western Railway route to have CCTV cameras. Besides, CCTVs in the train, emergency chains have been replaced with emergency push buttons. 'Uttam Rake' is a gift to Mumbaikars on 69th Foundation Day of Western Railway from Indian Railways.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.