কলকাতা : পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলি বেশ কিছুদিন ধরে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির কার্যক্রমের স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে সরব ছিল । এবার পশ্চিমবঙ্গের দুটি সমবায় ব্যাঙ্ককে জরিমানা আরোপের জন্য ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সাম্প্রতিক বিজ্ঞপ্তির পরে তাদের সমালোচনা আরও জোরালো হয়েছে।
আরবিআইয়ের নথি অনুসারে এই দুইটি ব্যাঙ্ক হল বোড়াল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং খাতড়া পিপল'স কোঅপারেটিভ ব্যাঙ্ক। এই মাসের ৪ তারিখে, আরবিআই একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে এই দুইটি ব্যাঙ্ককে আরবিআইয়ের জারি করা নির্দেশাবলী লঙ্ঘন এবং অমান্য করার জন্য দোষীসাব্যস্ত করা হয়। আরবিআই বোড়াল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং খাতড়া পিপল'স কোঅপারেটিভ ব্যাঙ্কের জন্য দুই লাখ টাকা করে জরিমানা ধার্য করে।
ওই একই দিন আরবিআই ওড়িশায় অবস্থিত বেরহমপুর কোঅপারেটিভ ইউনিয়ন ব্যাঙ্কের উপর একই অপরাধে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে। যে বিজ্ঞপ্তির মাধ্যমে আরবিআই এই তিনটি ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করে, সেই বিজ্ঞপ্তির একটি কপি ইটিভি ভারতের কাছে পৌঁছেছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশের শীর্ষ ব্যাঙ্কের এক পদস্থ আধিকারিক বলেন , সমবায় ব্যাঙ্কগুলির উপর জরিমানা আরোপ আরবিআই মাঝেমাঝেই করে থাকে । কিন্তু একই দিনে তিনটি সমবায় ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ একটি বিরল ঘটনা। তাঁর কথায়, "আরও দেখুন, এই তিনটির মধ্যেই দুইটি সমবায় ব্যাঙ্কই পশ্চিমবঙ্গে অবস্থিত। যদিও এটা কোনও নতুন ব্যাপার নয়। বিগত কয়েক বছর ধরেই আরবিআই সারা দেশে যত সমবায় ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংস্থা পশ্চিমবঙ্গে অবস্থিত ।"
আরবিআইয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, 2019 সালের 31 মার্চ পর্যন্ত বোড়াল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং খাতড়া পিপল'স কোঅপারেটিভ ব্যাঙ্কের আর্থিক অবস্থার উপর আরবিআই একটি অনুসন্ধান চালায়। সেই অনুসন্ধানের সময়েই এই কার্যপদ্ধতির গাফিলতিগুলি চোখে পড়ে দেশের শীর্ষ ব্যাঙ্কের কর্তাদের চোখে।
যদিও সেই মুহূর্তেই আরবিআই বোড়াল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং খাতড়া পিপল'স কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করেনি। সেই সময়ে, আরবিআই কেবলমাত্র ব্যাঙ্কগুলিকে নোটিস দিয়েছিল যাতে নির্দেশাবলী লঙ্ঘনের জন্য কেন জরিমানা আরোপ করা উচিত নয় তা কারণ দর্শানোর জন্য। ব্যাঙ্কগুলি তারপর নিজেদের জবাব দাখিল করে এবং আরবিআই কর্তারা এই ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বিশদে কথাও বলেন। কিন্তু তাদের বক্তব্য সন্তুষ্ট করতে পারে না আরবিআই কর্তাদের। অবশেষে আরবিআই এই সিদ্ধান্তে আসে যে এই ব্যাঙ্কগুলির উপর নির্দেশাবলী লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে সেগুলি সঠিক এবং তারপরই দেশের শীর্ষ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলির উপর বিজ্ঞপ্তি জারি করে জরিমানা ধার্যের সিদ্ধান্ত নেয়।
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এই ব্যাপারে কোনও মন্ত্যব্য করতে রাজি হননি । বলেন, "ব্যাপারটা বিশদে না জেনে আমার কোনও মন্তব্য করা ঠিক হবে না এই বিষয়ে ।"