ETV Bharat / state

আজ থেকে সমগ্র রাজ্যে শুরু বিনামূল্যে রেশন বণ্টন - রাজ্যে বিনামূল্যে রেশন বন্টন

লকডাউনের সময় গরিবের সংসারে রসদ জোগাতে আজ থেকে শুরু বিনামূল্য রেশন বণ্টন । রাজ্যের 10 টি জেলার জন্য 4300 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ।

রেশন বণ্টন
author img

By

Published : Apr 1, 2020, 2:58 PM IST

কলকাতা, 1 এপ্রিল : লকডাউনের জেরে গরিবের রসদে টান পড়ছে । সে কারণে আজ থেকে সমগ্র রাজ্যে বিনামূল্যে রেশন বন্টনের কাজ শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর । তাই সকাল থেকেই বিভিন্ন জায়গায় রেশন দোকানের সামনে মানুষের লাইন পড়ে যায় । তবে, সব জায়গায় রেশন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেল মানুষকে ।

রাজ্যের দরিদ্র পরিবারগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করে রেশন বন্টনের কাজ শুরু হয়েছে । অন্নপূর্ণা অন্তোদ্বয় যোজনা-সহ SPHH, PHH, RKSY রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে । AYY কার্ডে সাড়ে সাতশো গ্রাম চাল ও দশ কিলো আটা দেওয়া হবে বিনামূল্যে । RKSY1 কার্ডে এক কিলো চাল ও দেড় কিলো গম দেওয়া হবে । RKSY2 কার্ডে 500 গ্রাম চাল প্রতি 13 টাকা ও 500 গ্রাম গম প্রতি 9 টাকা দিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করা হবে ।

অন্যদিকে লকডাউনের জেরে রেশন কার্ডের ডিজিটালাইজ়েশন স্থগিত হয়ে গিয়েছে । তাই রাজ্যের খাদ্যদপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যাদের রেশন কার্ড নেই তাদের বিশেষ কুপনের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে । স়কাল 8 টা থেকে দুপুর 12 টা এবং দুপুর 2 টো থেকে রাত 8 টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে । রাজ্যের 10 টি জেলার জন্য 4300 মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে । অন্যান্য জেলার পাশাপাশি কলকাতায় প্রায় সাড়ে তিন লাখ দরিদ্র মানুষ এই বিনামূল্যের রেশনে উপকৃত হবে বলে জানানো হয়েছে ।

রেশন দেওয়া শুরু হতেই সকাল থেকে লাইন পড়তে শুরু করে মানুষের । তবে, সব জায়গায় মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখেই দাঁড়াতে দেখা গেল । কিন্তু কিছু জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগও এসেছে যে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ়ার রাখা হয়নি । পাশাপাশি রেশনের দোকানে নির্দিষ্ট পরিমাণ চাল-গমও মিলছে না ।

কলকাতা, 1 এপ্রিল : লকডাউনের জেরে গরিবের রসদে টান পড়ছে । সে কারণে আজ থেকে সমগ্র রাজ্যে বিনামূল্যে রেশন বন্টনের কাজ শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর । তাই সকাল থেকেই বিভিন্ন জায়গায় রেশন দোকানের সামনে মানুষের লাইন পড়ে যায় । তবে, সব জায়গায় রেশন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেল মানুষকে ।

রাজ্যের দরিদ্র পরিবারগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করে রেশন বন্টনের কাজ শুরু হয়েছে । অন্নপূর্ণা অন্তোদ্বয় যোজনা-সহ SPHH, PHH, RKSY রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে । AYY কার্ডে সাড়ে সাতশো গ্রাম চাল ও দশ কিলো আটা দেওয়া হবে বিনামূল্যে । RKSY1 কার্ডে এক কিলো চাল ও দেড় কিলো গম দেওয়া হবে । RKSY2 কার্ডে 500 গ্রাম চাল প্রতি 13 টাকা ও 500 গ্রাম গম প্রতি 9 টাকা দিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করা হবে ।

অন্যদিকে লকডাউনের জেরে রেশন কার্ডের ডিজিটালাইজ়েশন স্থগিত হয়ে গিয়েছে । তাই রাজ্যের খাদ্যদপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যাদের রেশন কার্ড নেই তাদের বিশেষ কুপনের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে । স়কাল 8 টা থেকে দুপুর 12 টা এবং দুপুর 2 টো থেকে রাত 8 টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে । রাজ্যের 10 টি জেলার জন্য 4300 মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে । অন্যান্য জেলার পাশাপাশি কলকাতায় প্রায় সাড়ে তিন লাখ দরিদ্র মানুষ এই বিনামূল্যের রেশনে উপকৃত হবে বলে জানানো হয়েছে ।

রেশন দেওয়া শুরু হতেই সকাল থেকে লাইন পড়তে শুরু করে মানুষের । তবে, সব জায়গায় মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখেই দাঁড়াতে দেখা গেল । কিন্তু কিছু জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগও এসেছে যে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ়ার রাখা হয়নি । পাশাপাশি রেশনের দোকানে নির্দিষ্ট পরিমাণ চাল-গমও মিলছে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.