কলকাতা, 3 জুন : আসন সংখ্যার সমান যাত্রী নিয়েই আজ থেকে রাস্তায় নামছে বাস, ট্যাক্সি, অটো, অ্যাপ ক্যাব । গতকাল পরিবহন দপ্তর জানায়, আসন সংখ্যার সমান যাত্রী তোলা যাবে । তা আজ থেকে কার্যকর হচ্ছে । সেই মতোই সকাল থেকে আসনের সমান যাত্রী তোলা শুরু করেছে বেশকিছু বাস, অটো । এতে কিছুটা হলেও নিত্যযাত্রীদের ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে ।
পঞ্চম দফা লকডাউন শুরু হতেই স্বাভাবিক হতে শুরু করে যাত্রী পরিবহন । ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকে ট্যাক্সি, অটো, বাস । তবে, অটো, অ্যাপ ক্যাব বা ট্যাক্সিতে মাত্র দু'জন নিয়ে যাতায়াত করার অনুমতি দেওয়া হয় । যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের । রীতিমতো দৌড়ে, ঠেলাঠেলি করে বাস বা অটো ধরার চিত্র সামনে আসে । এদিকে, কম যাত্রী নিয়ে যাতায়াত করায় সমস্যায় পড়েন পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও । তারপরই গতকাল রাজ্যের পরিবহন দপ্তর জানিয়ে দেয়, আসনের সমান সংখ্যক যাত্রী নিয়ে চালানো যাবে ট্যাক্সি, অটো, বাস ও অ্যাপ ক্যাব ।
পরিবহন দপ্তরের নির্দেশানুসারে শহরের বেশ কিছু এলাকায় সকাল থেকেই অ্যাপ ক্যাব ও হলুদ ট্যাক্সিতে 4 জন করে যাত্রী তোলা হচ্ছে । বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ।