কলকাতা, ২০ অক্টোবর : ফের ধর্ষণের অভিযাগ শহর কলকাতায় ৷ এবার ঘটনাস্থান বেলেঘাটা ৷ বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ গতকাল বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করে কিশোরী ও তার পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার একটি নামী স্কুলে পড়ে ওই কিশোরী ৷ এলাকারই এক কিশোর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ তবে ঘটনাটি ঘটে দুর্গা পূজার সময় ৷ থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত ৷ বুধবার সকালে তাকে আটক করে বেলেঘাটা থানার পুলিশ ৷
আজ সকাল থেকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ জেরায় ধর্ষণের কথা স্বীকার করে সে ৷ তবে তার অভিযোগ, সে ওই কিশোরীকে টাকা দিয়েছিল ৷ বেলেঘাটা থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর মেডিকেল টেস্ট করা হয়েছে ৷ রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷