কলকাতা , 5 মে: রমজানের মাসে সমস্যার মধ্যে পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গার দুস্থ সংখ্যালঘু মানুষজন। তাই এবার এই সব দুস্থ মানুষের কথা চিন্তা করে তাঁদের জন্য ইফতারের আয়োজন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
লকডাউনের জেরে সংখ্যালঘু দিন মজুরদের হাতে নেই অর্থ। অর্থের অভাবে তাঁরা এই রমজান মাসটাও কষ্টের সঙ্গে পালন করছেন । তাই এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পরিবহনমন্ত্রী। নওদা, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, ফারাক্কা, বহরমপুর, নবগ্রাম সহ আরও বেশ কয়েকটি জায়গা রোজা ভাঙতে দেওয়া হল ইফতার । প্রায় 4000 দুস্থ সংখ্যালঘু মানুষদের দেওয়া হয় ইফতার । বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। সেকথা মাথায় রেখে নেতা-মন্ত্রীরা তৎপর যাতে সম্প্রীতি বজায় থাকে কোরোনা পরিস্থিতির মধ্যেও । যাতে সবাই মিলে লড়াই করা যায় এই মহামারির বিরুদ্ধে। কার্যত সেই বার্তাই দিলেন পরিবহনমন্ত্রী।
মন্ত্রী ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, লালগড়, জামবনি, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করেন। ইফতারে ছিল খেজুর, কাজু, তরমুজ, কলা, চিড়ে, মুড়ি, মিষ্টি সহ আরও অন্যান্য খাদ্যসামগ্রী।
অন্যদিকে তিনি বহু কারখানায় ও সাধারণ মানুষদের মধ্যে তাঁর উদ্যোগ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, PPE ও সাবান বিতরণ করেন ৷ এছাড়াও এর আগেও কোরোনা মোকাবিলায় বিভিন্ন সময় মন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKCON) মায়াপুরধামের কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের গঠিত কোরোনা ট্রাস্ট তহবিলের অর্থ দিয়েছেন।