কলকাতা, 6 এপ্রিল : এই বছর রাজ্য জুড়ে তিন দিন ধরে রামনবমীর কর্মসূচি পালিত হবে। গতকাল এই কথা জানান বিশ্বহিন্দু পরিষদের বাংলা, বিহার ও ওড়িশার ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, "13, 14 ও 15 এপ্রিল রাজ্যের সব ব্লকে রামনবমীর শোভাযাত্রা বের হবে।"
আগের বছর রামনবমীর মিছিল ঘিরে রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অস্ত্র নিয়ে মিছিল বের করার অভিযোগ উঠেছিল। এবারও কি অস্ত্র মিছিল হবে? শচীন্দ্রনাথ সিংহ বলেন, "আমাদের সমস্ত জেলার কার্যকর্তাদের নির্দেশ দিয়েছি। এবার নির্বাচনী আচরণবিধির মধ্যে কেউ যাতে অস্ত্র হাতে মিছিল না করে। তার জন্য আমরা আবেদন করেছি।"
তিনি আরও বলেন, "আগে শহরভিত্তিক রামনবমীর শোভাযাত্রা বের হত। কিন্তু এবার আমরা রাজ্যের সব ব্লকে রামনবমী পালন করার কর্মসূচি নিচ্ছি। এবার কোচবিহার, শিলিগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, বহরমপুর, মালদা জেলায় 50 থেকে 60 হাজার মানুষের খুব বড় বড় শোভাযাত্রা বের হবে। এছাড়াও নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, বসিরহাট ও বারাসতেও বড় মিছিল হবে। কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে 12টি শোভাযাত্রা বের হবে। হাওড়া, উলুবেড়িয়া, মেদিনীপুর, খড়গপুর, আসানসোল, দুর্গাপুর থেকেও মিছিল হবে।"