ETV Bharat / state

ইশু CAA : মমতার ভাইয়ের নেতৃত্বে মিছিল জয়হিন্দ বাহিনীর - তৃণমূল

CAA-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের জয়হিন্দ বাহিনী ৷ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বছরের প্রথম দিনই দক্ষিণ কলকাতায় এই মিছিল চলে ৷

মিছিল তৃণমূল জয়হিন্দ বাহিনীর
মিছিল তৃণমূল জয়হিন্দ বাহিনীর
author img

By

Published : Jan 1, 2020, 7:07 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : CAA-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জারি রইল বছরের শুরুতেও ৷ প্রথম দিনই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-র প্রতিবাদে পথে নামল তৃণমূলের জয়হিন্দ বাহিনী ৷ কলকাতার 73 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই মিছিল সংগঠিত হয় ৷ নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় ৷

রাজ্যে BJP-র আন্দোলনকে রুখতে 2018-র শেষে জয়হিন্দ বাহিনী গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বাহিনী পরিচালনার জন্য তিনি দায়িত্ব দেন তাঁর ভাই কার্তিককে ৷ সেই মতোই জয়হিন্দ বাহিনীর ব্যানার সামনে রেখে একের পর এক কর্মসূচি নেন কার্তিক ৷ আজও তার অন্যথা হয়নি ৷

আজ বছরের প্রথম দিন CAA নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে মিছিল করল জয়হিন্দ বাহিনী ৷ মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, CAA-র প্রতিবাদে আওয়াজ তোলেন তাঁরা ৷

কলকাতা, 1 জানুয়ারি : CAA-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জারি রইল বছরের শুরুতেও ৷ প্রথম দিনই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-র প্রতিবাদে পথে নামল তৃণমূলের জয়হিন্দ বাহিনী ৷ কলকাতার 73 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই মিছিল সংগঠিত হয় ৷ নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় ৷

রাজ্যে BJP-র আন্দোলনকে রুখতে 2018-র শেষে জয়হিন্দ বাহিনী গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বাহিনী পরিচালনার জন্য তিনি দায়িত্ব দেন তাঁর ভাই কার্তিককে ৷ সেই মতোই জয়হিন্দ বাহিনীর ব্যানার সামনে রেখে একের পর এক কর্মসূচি নেন কার্তিক ৷ আজও তার অন্যথা হয়নি ৷

আজ বছরের প্রথম দিন CAA নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে মিছিল করল জয়হিন্দ বাহিনী ৷ মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, CAA-র প্রতিবাদে আওয়াজ তোলেন তাঁরা ৷

Intro:কলকাতা, ১ জানুয়ারি: CAA - এর বিরুদ্ধে আন্দোলন শানাতে বছরের প্রথম দিন পথে নামল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী। কলকাতার ৭৩ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতা কার্ত্তিক বন্দ্যোপাধ্যায়। আজ দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জয়হিন্দ বাহিনী বৃহত্তর আন্দোলন কর্মসূচি সম্পন্ন করল শহরে।


Body:বিজেপির আন্দোলনকে রুখতে গত বছরের শেষ দিকে জয়হিন্দ বাহিনী গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাহিনী পরিচালনার জন্য তিনি দায়িত্ব দেন কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো জয়হিন্দ বাহিনীর ব্যানার সামনে রেখে একের পর এক কর্মসূচি নেন কার্তিক। আজও এর অন্যথা হল না। আজ বছরের প্রথম দিনে CAA নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন সংগঠিত করল জয়হিন্দ বাহিনী। দক্ষিণ কলকাতার ৭৩ নম্বর ব্লকে বৃহত্তর প্রতিবাদ মিছিলে সামিল হলেন তৃণমূল জয়হিন্দ বাহিনীর কর্মীরা। মিছিল থেকে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে CAA নিয়ে আওয়াজ তোলেন তাঁরা।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.